নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে রাজধানীসহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় আরও ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
পুলিশ সূত্র বলেছে, রাজধানীতে ১২ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে মামলা হয়েছে ১৩৩টি। এসব মামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনেই গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০১
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি গতকাল বলেন, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুই দিনে করা ৩৮টি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয় নির্বাহী কমিটির সহসমবায়-বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়কারী এহেসানুল হুদা, গণঅধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেককে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে।
বিটিভি ভবন, মেট্রোরেলসহ রাজধানীর রামপুরা, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার মিরপুর ও বাড্ডা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত তিন দিনে সারা দেশে থেকে ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।
এদিকে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রদের প্রতিপক্ষ হয়নি। ছাত্রদের যারা আন্দোলন করছিল, সেখানে কোনো সহিংসতা ছিল না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, সাধারণ মানুষও আমাদের প্রতিপক্ষ না।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের টার্গেট করেছে। তারা হচ্ছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি, যারা এ দেশের স্বাধীনতা মানতে চায় নাই।’
চট্টগ্রামে ছয়দিনে গ্রেপ্তার ৬২৭
হামলা–সংঘর্ষ–ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর ও জেলার থানাগুলোয় মোট ২৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৭ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত ৬ দিনে ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র এডিসি কাজী তারেক আজিজ জানান, নগরীতে ১৫ মামলায় গত ৬ দিনে ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলায় গত ৬ দিনে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরে ২৪ মামলায় আসামি ১৭ হাজার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুসারে, সংঘর্ষ, হামলা, আগুন, ভাঙচুরের ঘটনায় গতকাল সকাল পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এসব মামলায় ১৬ হাজার ৭২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, এ পর্যন্ত দেড় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীও আছে।
এ ছাড়া গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৪৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।
টাঙ্গাইলে ৯ মামলায় গ্রেপ্তার ১৪১
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় হামলা-ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় সদর, মধুপুর, কালিহাতী ও ধনবাড়ী থানায় মোট ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৭৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
ময়মনসিংহ রেঞ্জে ৩৩ মামলায় গ্রেপ্তার ১৩৯
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন গতকাল ময়মনসিংহ নগরীর টাউন হলে সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাজে বাধা, হামলা, নাশকতা ও স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জে ৩৩টি মামলায় ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
সিলেটে ১০ মামলায় আসামি ১৬ হাজার
সিলেটে ১০ মামলায় ১৬ হাজারের বেশি আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন গতকাল বলেন, ‘এ টি এম তুরাব নামের একজন সাংবাদিক নিহত হয়েছেন। উনি কী কারণে নিহত হয়েছেন, এটা তদন্তের বিষয় আছে। আমরা তদন্ত করছি।’ তিনি বলেন, ‘হামলা-ভাঙচুর-সংঘর্ষের ঘটনায় আমরা ইতিমধ্যে ১০টি মামলা করেছি। যারা কোটাবিরোধী আন্দোলনের নামে ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আমরা চিহ্নিত করে গ্রেপ্তার করব। ইতিমধ্যে ১১০ জনকে গ্রেপ্তার করেছি।’
অন্যান্য জেলায় গ্রেপ্তার ৫ শতাধিক
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে দায়ের হয়েছে তিন মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪ হাজার জনকে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় ফতুল্লা থানায় দুটি ও সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।
এদিকে মানিকগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ১১ নেতাকর্মীকে। ফরিদপুরে চার মামলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. রকিবুজ্জামান। ফেনীতে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের মুলাদীতে গত সোমবার রাতে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর সদর ও হাজীগঞ্জে একাধিক সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধায় দুটি মামলা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিকসহ অন্তত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে মহাজোটের প্রার্থী আব্দুল রশিদ সরকারের ছেলে সিজানকেও মামলার আসামি করা হয়েছে। এই দুই মামলায় অন্তত ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রামে বিএনপির ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদরে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ২২ নেতা-কর্মীকে। রংপুরের কাউনিয়ায় নাশকতা পরিকল্পনার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের সদর থানায় দায়ের করা চার মামলায় গতকাল বিকেল পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলী আহমদকে (৩৩) পুলিশ গ্রেপ্তার করেছে। হবিগঞ্জে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে রাজধানীসহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় আরও ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
পুলিশ সূত্র বলেছে, রাজধানীতে ১২ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে মামলা হয়েছে ১৩৩টি। এসব মামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনেই গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০১
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি গতকাল বলেন, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুই দিনে করা ৩৮টি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয় নির্বাহী কমিটির সহসমবায়-বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়কারী এহেসানুল হুদা, গণঅধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেককে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে।
বিটিভি ভবন, মেট্রোরেলসহ রাজধানীর রামপুরা, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার মিরপুর ও বাড্ডা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত তিন দিনে সারা দেশে থেকে ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।
এদিকে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রদের প্রতিপক্ষ হয়নি। ছাত্রদের যারা আন্দোলন করছিল, সেখানে কোনো সহিংসতা ছিল না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, সাধারণ মানুষও আমাদের প্রতিপক্ষ না।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের টার্গেট করেছে। তারা হচ্ছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি, যারা এ দেশের স্বাধীনতা মানতে চায় নাই।’
চট্টগ্রামে ছয়দিনে গ্রেপ্তার ৬২৭
হামলা–সংঘর্ষ–ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর ও জেলার থানাগুলোয় মোট ২৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৭ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত ৬ দিনে ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র এডিসি কাজী তারেক আজিজ জানান, নগরীতে ১৫ মামলায় গত ৬ দিনে ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলায় গত ৬ দিনে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরে ২৪ মামলায় আসামি ১৭ হাজার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুসারে, সংঘর্ষ, হামলা, আগুন, ভাঙচুরের ঘটনায় গতকাল সকাল পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এসব মামলায় ১৬ হাজার ৭২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, এ পর্যন্ত দেড় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীও আছে।
এ ছাড়া গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৪৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।
টাঙ্গাইলে ৯ মামলায় গ্রেপ্তার ১৪১
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় হামলা-ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় সদর, মধুপুর, কালিহাতী ও ধনবাড়ী থানায় মোট ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৭৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
ময়মনসিংহ রেঞ্জে ৩৩ মামলায় গ্রেপ্তার ১৩৯
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন গতকাল ময়মনসিংহ নগরীর টাউন হলে সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাজে বাধা, হামলা, নাশকতা ও স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জে ৩৩টি মামলায় ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
সিলেটে ১০ মামলায় আসামি ১৬ হাজার
সিলেটে ১০ মামলায় ১৬ হাজারের বেশি আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন গতকাল বলেন, ‘এ টি এম তুরাব নামের একজন সাংবাদিক নিহত হয়েছেন। উনি কী কারণে নিহত হয়েছেন, এটা তদন্তের বিষয় আছে। আমরা তদন্ত করছি।’ তিনি বলেন, ‘হামলা-ভাঙচুর-সংঘর্ষের ঘটনায় আমরা ইতিমধ্যে ১০টি মামলা করেছি। যারা কোটাবিরোধী আন্দোলনের নামে ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আমরা চিহ্নিত করে গ্রেপ্তার করব। ইতিমধ্যে ১১০ জনকে গ্রেপ্তার করেছি।’
অন্যান্য জেলায় গ্রেপ্তার ৫ শতাধিক
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে দায়ের হয়েছে তিন মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪ হাজার জনকে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় ফতুল্লা থানায় দুটি ও সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।
এদিকে মানিকগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ১১ নেতাকর্মীকে। ফরিদপুরে চার মামলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. রকিবুজ্জামান। ফেনীতে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের মুলাদীতে গত সোমবার রাতে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর সদর ও হাজীগঞ্জে একাধিক সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধায় দুটি মামলা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিকসহ অন্তত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে মহাজোটের প্রার্থী আব্দুল রশিদ সরকারের ছেলে সিজানকেও মামলার আসামি করা হয়েছে। এই দুই মামলায় অন্তত ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রামে বিএনপির ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদরে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ২২ নেতা-কর্মীকে। রংপুরের কাউনিয়ায় নাশকতা পরিকল্পনার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের সদর থানায় দায়ের করা চার মামলায় গতকাল বিকেল পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলী আহমদকে (৩৩) পুলিশ গ্রেপ্তার করেছে। হবিগঞ্জে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে