পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামালকে পুনর্বহালের দাবিতে গত বৃহস্পতিবার ছাত্রীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে। ওই দিন তারা এ ঘটনার তদন্ত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আবেদনপত্র দেয়।
গত বৃহস্পতিবার ইউএনও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিরসনের আশ্বাস দিলে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। জানা গেছে, সম্প্রতি মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনার তদন্ত প্রতিবেদন অজ্ঞাত কারণে দাখিল করা হয়নি। এরই মধ্যে শিক্ষার্থী, অভিভাবকসহ জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুণ্ন রাখার স্বার্থে বিষয়টি দ্রুত নিরসনের দাবি নিয়ে দফায় দফায় প্রধান শিক্ষকের সঙ্গে বসেছেন। প্রধান শিক্ষক নিরসনের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু গত ২৭ জুলাই প্রধান শিক্ষক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মতিয়ার রহমানকে জানান সাময়িক বরখাস্তের বিষয়টি সমঝোতা করা সম্ভব নয়। এ নিয়ে গত বৃহস্পতিবার শিক্ষার্থী, অভিভাবকসহ জনপ্রতিনিধিরা মৌলভি শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ আটোয়ারী-বোদা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক থেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়।
ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শ্রাবণী বলে, ‘আন্দোলন করতে আসিনি, আমরা লেখাপড়া করতে এসেছি।’
নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা বলে, ‘প্রায় তিন মাস ধরে ধর্ম ক্লাস হয় না। বিজ্ঞান ক্লাস নিচ্ছে অফিস সহকারী। বিদ্যালয়ে অনেক শিক্ষক ঘাটতি, এরপর মৌলভি শিক্ষক বরখাস্ত। আমরা সঠিক শিক্ষকের দ্বারা সঠিক ক্লাসের আশা করি।’
অভিভাবক আনারুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েদের সুশিক্ষার জন্য স্কুলে পাঠাই। জানামতে মৌলভি শিক্ষক একজন দক্ষ, মেধাবী ও স্পষ্টবাদী। ছাত্রীরাও তাঁর সুনাম করে। আমরা স্কুলে চাই শিক্ষা, কারও দ্বন্দ্ব দেখতে চাই না।
প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মতে অনেক দিনের প্রক্রিয়ায় মৌলভি শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন। প্রক্রিয়ার মাধ্যমেই বরখাস্ত প্রত্যাহার সম্ভব।’
মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, ‘প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে আমি সাময়িক বরখাস্ত হয়েছি। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে আমি নিরপরাধ প্রমাণিত হব।’
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামালকে পুনর্বহালের দাবিতে গত বৃহস্পতিবার ছাত্রীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে। ওই দিন তারা এ ঘটনার তদন্ত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আবেদনপত্র দেয়।
গত বৃহস্পতিবার ইউএনও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিরসনের আশ্বাস দিলে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। জানা গেছে, সম্প্রতি মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনার তদন্ত প্রতিবেদন অজ্ঞাত কারণে দাখিল করা হয়নি। এরই মধ্যে শিক্ষার্থী, অভিভাবকসহ জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুণ্ন রাখার স্বার্থে বিষয়টি দ্রুত নিরসনের দাবি নিয়ে দফায় দফায় প্রধান শিক্ষকের সঙ্গে বসেছেন। প্রধান শিক্ষক নিরসনের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু গত ২৭ জুলাই প্রধান শিক্ষক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মতিয়ার রহমানকে জানান সাময়িক বরখাস্তের বিষয়টি সমঝোতা করা সম্ভব নয়। এ নিয়ে গত বৃহস্পতিবার শিক্ষার্থী, অভিভাবকসহ জনপ্রতিনিধিরা মৌলভি শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ আটোয়ারী-বোদা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক থেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়।
ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শ্রাবণী বলে, ‘আন্দোলন করতে আসিনি, আমরা লেখাপড়া করতে এসেছি।’
নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা বলে, ‘প্রায় তিন মাস ধরে ধর্ম ক্লাস হয় না। বিজ্ঞান ক্লাস নিচ্ছে অফিস সহকারী। বিদ্যালয়ে অনেক শিক্ষক ঘাটতি, এরপর মৌলভি শিক্ষক বরখাস্ত। আমরা সঠিক শিক্ষকের দ্বারা সঠিক ক্লাসের আশা করি।’
অভিভাবক আনারুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েদের সুশিক্ষার জন্য স্কুলে পাঠাই। জানামতে মৌলভি শিক্ষক একজন দক্ষ, মেধাবী ও স্পষ্টবাদী। ছাত্রীরাও তাঁর সুনাম করে। আমরা স্কুলে চাই শিক্ষা, কারও দ্বন্দ্ব দেখতে চাই না।
প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মতে অনেক দিনের প্রক্রিয়ায় মৌলভি শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন। প্রক্রিয়ার মাধ্যমেই বরখাস্ত প্রত্যাহার সম্ভব।’
মৌলভি শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, ‘প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে আমি সাময়িক বরখাস্ত হয়েছি। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে আমি নিরপরাধ প্রমাণিত হব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে