নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল বেলা ১টার দিকে হঠাৎ হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই প্রথম কোনো ক্রীড়া সংস্থায় গেলেন তিনি।
বিসিবি কার্যালয়ের সামনে ক্রীড়া উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে অনুমিতভাবেই ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে বিশেষ কৌতূহল আর প্রশ্ন তৈরি করল তামিম ইকবালের উপস্থিতি। গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের বাইরে থাকলেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নানা আলোচনা গত ১০ মাসে। গত কদিনে শেরেবাংলায় তামিম মূলত অনুশীলনের উদ্দেশ্যে এলেও কাল তাঁর উপস্থিতি ভিন্ন কারণে।
তামিম শুরুতে তাঁর ভাই নাফীস ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্ব শেষে নির্দিষ্ট কয়েকজন বোর্ডের কর্মকর্তাকে নিয়ে আসিফ মাহমুদকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখাতে চাইলে বাদ সাধেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি তামিমকে জানান, তাঁর সঙ্গে থাকা উপস্থিত ক্লাব কর্মকর্তারাও থাকবেন। এরপর তামিমসহ উপস্থিত প্রায় সব কর্তাব্যক্তিকে নিয়েই যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘুরে ঘুরে দেখলেন বিসিবি কার্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্ট বক্স। সেখান থেকে নেমে ড্রেসিংরুম হয়ে গেলেন মাঠে। মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করে দেখতে গেলেন ইনডোর। সেখানে একটু ঢুঁ মেরে দেখলেন প্রেসবক্স। প্রেসবক্স থেকে নেমে গেলেন বিসিবি একাডেমি ভবনে। একাডেমি থেকে আবার বিসিবির কার্যালয়ে ফেরা।
বিসিবির প্রধান নির্বাহী এ সময়ে ‘ব্রিফ’ করতে থাকলেও উপদেষ্টাকে বেশি সঙ্গ দিয়েছেন তামিমই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের উপস্থিতি অবশ্য সহজভাবে নিতে পারেননি বিএনপিপন্থী সংগঠকেরা। তাঁরা মনে করেন, ক্রীড়া উপদেষ্টার ডাকে নয়, বিসিবির পক্ষ থেকেই তামিমকে উপস্থিত করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয়ে খোঁজ নেওয়ায় আহ্বান জানান তাঁরা। ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, ওই সময় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নাকি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তামিম। তাঁরা মূলত ছাত্রদের বোঝানোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে সেই দায়িত্ব নেওয়ার সুযোগ আর হয়নি তাঁদের। বিষয়টি নিশ্চিত হতে কাল জাতীয় দলের এক তারকা ক্রিকেটারসহ একাধিক সূত্রে যেটি জানা যায়, তাতে এটি শুধুই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
উপদেষ্টার সঙ্গে তামিমের উপস্থিতির ব্যাখ্যায় নিজাম উদ্দিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে আমি অবগত নই, কোন পর্যায় থেকে তিনি এসেছেন। উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে তিনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি থেকে বিদায় নেওয়ার পর দেবব্রত পালসহ বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকেরা বসেন প্রধান নির্বাহীর সঙ্গে। প্রধান নির্বাহীর কক্ষে বিসিবির একাধিক গঠনতন্ত্রের বই (২০২৪ সংশোধিত) দেখে বোঝা গেল, এ মুহূর্তে গঠনতন্ত্র নিয়ে কতটা মাথা ঘামাতে হচ্ছে নিজাম উদ্দিন চৌধুরীকে। এ সময় প্রধান নির্বাহীর কাছে তামিমের ব্যাপারে আপত্তি তোলেন বিএনপিপন্থী সংগঠকেরা। এক ক্লাব কর্মকর্তা তো বলেই ফেললেন, ‘তামিম খেলোয়াড়। খেলা নিয়েই থাকুক। এটা তাঁর কাজ না।’
বিসিবি থেকে বেরিয়ে দেবব্রত জানালেন, কয়েকজন সংগঠককে নিয়ে তাঁরা আজ সকালে উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া এবং পরবর্তী করণীয় ঠিক করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল বেলা ১টার দিকে হঠাৎ হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই প্রথম কোনো ক্রীড়া সংস্থায় গেলেন তিনি।
বিসিবি কার্যালয়ের সামনে ক্রীড়া উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে অনুমিতভাবেই ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে বিশেষ কৌতূহল আর প্রশ্ন তৈরি করল তামিম ইকবালের উপস্থিতি। গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের বাইরে থাকলেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নানা আলোচনা গত ১০ মাসে। গত কদিনে শেরেবাংলায় তামিম মূলত অনুশীলনের উদ্দেশ্যে এলেও কাল তাঁর উপস্থিতি ভিন্ন কারণে।
তামিম শুরুতে তাঁর ভাই নাফীস ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্ব শেষে নির্দিষ্ট কয়েকজন বোর্ডের কর্মকর্তাকে নিয়ে আসিফ মাহমুদকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখাতে চাইলে বাদ সাধেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি তামিমকে জানান, তাঁর সঙ্গে থাকা উপস্থিত ক্লাব কর্মকর্তারাও থাকবেন। এরপর তামিমসহ উপস্থিত প্রায় সব কর্তাব্যক্তিকে নিয়েই যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘুরে ঘুরে দেখলেন বিসিবি কার্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্ট বক্স। সেখান থেকে নেমে ড্রেসিংরুম হয়ে গেলেন মাঠে। মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করে দেখতে গেলেন ইনডোর। সেখানে একটু ঢুঁ মেরে দেখলেন প্রেসবক্স। প্রেসবক্স থেকে নেমে গেলেন বিসিবি একাডেমি ভবনে। একাডেমি থেকে আবার বিসিবির কার্যালয়ে ফেরা।
বিসিবির প্রধান নির্বাহী এ সময়ে ‘ব্রিফ’ করতে থাকলেও উপদেষ্টাকে বেশি সঙ্গ দিয়েছেন তামিমই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের উপস্থিতি অবশ্য সহজভাবে নিতে পারেননি বিএনপিপন্থী সংগঠকেরা। তাঁরা মনে করেন, ক্রীড়া উপদেষ্টার ডাকে নয়, বিসিবির পক্ষ থেকেই তামিমকে উপস্থিত করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয়ে খোঁজ নেওয়ায় আহ্বান জানান তাঁরা। ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, ওই সময় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নাকি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তামিম। তাঁরা মূলত ছাত্রদের বোঝানোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে সেই দায়িত্ব নেওয়ার সুযোগ আর হয়নি তাঁদের। বিষয়টি নিশ্চিত হতে কাল জাতীয় দলের এক তারকা ক্রিকেটারসহ একাধিক সূত্রে যেটি জানা যায়, তাতে এটি শুধুই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
উপদেষ্টার সঙ্গে তামিমের উপস্থিতির ব্যাখ্যায় নিজাম উদ্দিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে আমি অবগত নই, কোন পর্যায় থেকে তিনি এসেছেন। উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে তিনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি থেকে বিদায় নেওয়ার পর দেবব্রত পালসহ বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকেরা বসেন প্রধান নির্বাহীর সঙ্গে। প্রধান নির্বাহীর কক্ষে বিসিবির একাধিক গঠনতন্ত্রের বই (২০২৪ সংশোধিত) দেখে বোঝা গেল, এ মুহূর্তে গঠনতন্ত্র নিয়ে কতটা মাথা ঘামাতে হচ্ছে নিজাম উদ্দিন চৌধুরীকে। এ সময় প্রধান নির্বাহীর কাছে তামিমের ব্যাপারে আপত্তি তোলেন বিএনপিপন্থী সংগঠকেরা। এক ক্লাব কর্মকর্তা তো বলেই ফেললেন, ‘তামিম খেলোয়াড়। খেলা নিয়েই থাকুক। এটা তাঁর কাজ না।’
বিসিবি থেকে বেরিয়ে দেবব্রত জানালেন, কয়েকজন সংগঠককে নিয়ে তাঁরা আজ সকালে উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া এবং পরবর্তী করণীয় ঠিক করবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে