খুলনা ও কয়রা প্রতিনিধি
কয়রার বামিয়া গ্রামে আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কের জেরে বাবা-মা ও মেয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ মামলার অন্যতম আসামি আব্দুর রশিদ গাজী আদালতে এ স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান তাঁর কার্যালয়ে এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ট্রিপল হত্যাকাণ্ডের অন্যতম আসামি আব্দুর রশিদ গাজী। আরও ছয় আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে। তিনি বলেন, রশিদ গাজী খুব চতুর। একেক সময় একেক তথ্য উপাত্ত দিচ্ছেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। টিম ওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে ৮ জানুয়ারি যশোরের অভয়নগর থেকে আটক করা হয়। হত্যাকাণ্ডের ব্যাপারে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি মোতাবেক এ মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারা হলেন-মো. সাইফুল ইসলাম বাবলু (৪৫), আল-আমিন হোসেন (৩৪), আসলাম সর্দার (৪৭), আব্দুল ওহাব হক (৫৭), তাসলিমা (৪৭), শামিমুল ইসলাম অঞ্জন (৫০), মোস্তফা কামাল (৩২)।
স্বীকারোক্তিতে রশিদ জানিয়েছে, মামলার অপর আসামি জিয়া ও রাজিয়া সুলতানার অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় হাবিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়। ওই দিন রাত ১২টার দিকে জিয়া ও সামসুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হাবিব, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির হাত পা বেঁধে ফেলে। পরে স্ত্রী ও কন্যাকে ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের সময় ছয়জন আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জিয়া ও রাজিয়া নিহতদের প্রতিবেশী। এ দুজন আগে থেকেই কারাগারে আছেন।
পুলিশ সুপার আরও জানান, নিহত হাবিবুরের সঙ্গে অন্য আসামিদের আর্থিক লেনদেন ছিল। এটাও হত্যার একটি কারণ। হত্যাকাণ্ডের পর তাদের পানিতে ফেলে দেওয়ার কারণে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়। মামলার অন্য আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রাত ৯টা থেকে পরেরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির (১২) লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজন কোহিনুর বেগম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করে।
কয়রার বামিয়া গ্রামে আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কের জেরে বাবা-মা ও মেয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ মামলার অন্যতম আসামি আব্দুর রশিদ গাজী আদালতে এ স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান তাঁর কার্যালয়ে এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ট্রিপল হত্যাকাণ্ডের অন্যতম আসামি আব্দুর রশিদ গাজী। আরও ছয় আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে। তিনি বলেন, রশিদ গাজী খুব চতুর। একেক সময় একেক তথ্য উপাত্ত দিচ্ছেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। টিম ওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে ৮ জানুয়ারি যশোরের অভয়নগর থেকে আটক করা হয়। হত্যাকাণ্ডের ব্যাপারে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি মোতাবেক এ মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারা হলেন-মো. সাইফুল ইসলাম বাবলু (৪৫), আল-আমিন হোসেন (৩৪), আসলাম সর্দার (৪৭), আব্দুল ওহাব হক (৫৭), তাসলিমা (৪৭), শামিমুল ইসলাম অঞ্জন (৫০), মোস্তফা কামাল (৩২)।
স্বীকারোক্তিতে রশিদ জানিয়েছে, মামলার অপর আসামি জিয়া ও রাজিয়া সুলতানার অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় হাবিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়। ওই দিন রাত ১২টার দিকে জিয়া ও সামসুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হাবিব, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির হাত পা বেঁধে ফেলে। পরে স্ত্রী ও কন্যাকে ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের সময় ছয়জন আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জিয়া ও রাজিয়া নিহতদের প্রতিবেশী। এ দুজন আগে থেকেই কারাগারে আছেন।
পুলিশ সুপার আরও জানান, নিহত হাবিবুরের সঙ্গে অন্য আসামিদের আর্থিক লেনদেন ছিল। এটাও হত্যার একটি কারণ। হত্যাকাণ্ডের পর তাদের পানিতে ফেলে দেওয়ার কারণে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়। মামলার অন্য আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রাত ৯টা থেকে পরেরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির (১২) লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজন কোহিনুর বেগম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে