আবির হাকিম, ঢাকা
অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে জমেও উঠেছে মেলা। লেখক-প্রকাশকদের প্রত্যাশা অনুযায়ী বেড়েছে বিক্রি। একদিকে মেলার মাঠ ঘুরে পছন্দের বই কিনছেন দর্শনার্থীরা, অন্যদিকে অনলাইনে সরব রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। প্রকাশকেরা বলছেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের জীবনধারায় পরিবর্তন এসেছে। তাই অন্য পণ্যসামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে অনলাইনে বইয়ের বড় বাজার তৈরি হয়েছে।
বইমেলায় মূলত দুই ধরনের অনলাইন বিক্রেতা রয়েছেন। একটা শ্রেণির নিজস্ব প্রকাশনা নেই, বইমেলায় নেই কোনো স্টলও। তবে তাঁরা অন্য প্রকাশনীর বই পাইকারি দামে কিনে সেগুলোই পৌঁছে দিচ্ছেন পাঠকের হাতে। আবার স্বনামধন্য অনেক প্রকাশনা প্রতিষ্ঠান মেলার স্টলে বিক্রির পাশাপাশি সেবা দিচ্ছে অনলাইনেও।
প্রকাশকেরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে অনেক ক্রেতাই অনলাইনে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের অনেকেই মেলার মাঠ ঘুরে ভেবেচিন্তে অনলাইনে পছন্দের বইয়ের অর্ডার করছেন। মেলায় বাতিঘর, পাঠক সমাবেশ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, অ্যাডর্ন পাবলিকেশনসসহ অন্তত ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টলের পাশাপাশি অনলাইন সেবা দিচ্ছে।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘যদিও বইমেলায় আমাদের স্টল রয়েছে। এখানে বিক্রিও ভালো হচ্ছে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা অনলাইনেও সেবা দিচ্ছি। সেখানেও আমাদের ক্রেতা দিনে দিনে বাড়ছে।’
পাঠক সমাবেশের বিপণন ব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘আগে পাঠকেরা জেলা শহরে বই না পেয়ে ঢাকায় আসতেন। কিন্তু এখন সামান্য ডেলিভারি চার্জে দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরাই বই পাঠিয়ে দিচ্ছি।’
এদিকে অনলাইন বুকশপগুলোর মধ্যে অথবা ডটকম মেলার সব বইয়ে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। রকমারি, বই বাজার ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলার মাঠের প্রকাশনা প্রতিষ্ঠানের মতো ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করছে। বুকশপগুলোর কর্মীরা মেলার বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই সংগ্রহ করে সেগুলো দেশের নানা প্রান্তে ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছেন। মেলায় অনলাইন শপগুলোর মতো সরব রয়েছে রেডেক্সসহ বেশ কয়েকটি কুরিয়ার কোম্পানি। তাদের কর্মীরাও বই সংগ্রহ করে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দিচ্ছেন।
অনলাইন বুকশপ পিয়নের সহপ্রতিষ্ঠাতা আসাদুজ্জামান জয় বলেন, ‘আমরা সারা বছরই বইমেলার দামে ক্রেতাদের বই দিয়ে থাকি। এ ছাড়া নামমাত্র খরচে সারা দেশে ডেলিভারি সুবিধা থাকায় ক্রেতারাও আমাদের সেবা নিতে আগ্রহী হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বইমেলায় আসতে পারেন না। তাঁদের জন্য বই ক্রয়ের কাজটা আমরা সহজ করে দিই।’
অনলাইনে বইয়ের ক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমি ঘোষ বলেন, ‘আমি মেলায় এসে ঘুরে ঘুরে বই পছন্দ করে নোট করে রাখি। পরে একসঙ্গে অনলাইনে অর্ডার দিই। কারণ, একসঙ্গে বেশি বই কিনলে বহন করাও সমস্যা।’
বুকশপগুলোর কারণে প্রকাশকদের ক্ষতির আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, ‘যাঁরা অভ্যস্ত হয়ে গেছেন, তাঁরা অনলাইন থেকেই বই কিনছেন। আমরা পাইকারি দামে অনলাইন শপগুলোকে বই সরবরাহ করি। খুব একটা ক্ষতি তো নেই। মানুষ বই পড়ুক, এটাই চাই।’ এদিকে গতকাল সোমবার মেলায় নতুন বই এসেছে ৯৩টি।
অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে জমেও উঠেছে মেলা। লেখক-প্রকাশকদের প্রত্যাশা অনুযায়ী বেড়েছে বিক্রি। একদিকে মেলার মাঠ ঘুরে পছন্দের বই কিনছেন দর্শনার্থীরা, অন্যদিকে অনলাইনে সরব রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। প্রকাশকেরা বলছেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের জীবনধারায় পরিবর্তন এসেছে। তাই অন্য পণ্যসামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে অনলাইনে বইয়ের বড় বাজার তৈরি হয়েছে।
বইমেলায় মূলত দুই ধরনের অনলাইন বিক্রেতা রয়েছেন। একটা শ্রেণির নিজস্ব প্রকাশনা নেই, বইমেলায় নেই কোনো স্টলও। তবে তাঁরা অন্য প্রকাশনীর বই পাইকারি দামে কিনে সেগুলোই পৌঁছে দিচ্ছেন পাঠকের হাতে। আবার স্বনামধন্য অনেক প্রকাশনা প্রতিষ্ঠান মেলার স্টলে বিক্রির পাশাপাশি সেবা দিচ্ছে অনলাইনেও।
প্রকাশকেরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে অনেক ক্রেতাই অনলাইনে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের অনেকেই মেলার মাঠ ঘুরে ভেবেচিন্তে অনলাইনে পছন্দের বইয়ের অর্ডার করছেন। মেলায় বাতিঘর, পাঠক সমাবেশ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, অ্যাডর্ন পাবলিকেশনসসহ অন্তত ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টলের পাশাপাশি অনলাইন সেবা দিচ্ছে।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘যদিও বইমেলায় আমাদের স্টল রয়েছে। এখানে বিক্রিও ভালো হচ্ছে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা অনলাইনেও সেবা দিচ্ছি। সেখানেও আমাদের ক্রেতা দিনে দিনে বাড়ছে।’
পাঠক সমাবেশের বিপণন ব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘আগে পাঠকেরা জেলা শহরে বই না পেয়ে ঢাকায় আসতেন। কিন্তু এখন সামান্য ডেলিভারি চার্জে দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরাই বই পাঠিয়ে দিচ্ছি।’
এদিকে অনলাইন বুকশপগুলোর মধ্যে অথবা ডটকম মেলার সব বইয়ে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। রকমারি, বই বাজার ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলার মাঠের প্রকাশনা প্রতিষ্ঠানের মতো ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করছে। বুকশপগুলোর কর্মীরা মেলার বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই সংগ্রহ করে সেগুলো দেশের নানা প্রান্তে ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছেন। মেলায় অনলাইন শপগুলোর মতো সরব রয়েছে রেডেক্সসহ বেশ কয়েকটি কুরিয়ার কোম্পানি। তাদের কর্মীরাও বই সংগ্রহ করে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দিচ্ছেন।
অনলাইন বুকশপ পিয়নের সহপ্রতিষ্ঠাতা আসাদুজ্জামান জয় বলেন, ‘আমরা সারা বছরই বইমেলার দামে ক্রেতাদের বই দিয়ে থাকি। এ ছাড়া নামমাত্র খরচে সারা দেশে ডেলিভারি সুবিধা থাকায় ক্রেতারাও আমাদের সেবা নিতে আগ্রহী হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বইমেলায় আসতে পারেন না। তাঁদের জন্য বই ক্রয়ের কাজটা আমরা সহজ করে দিই।’
অনলাইনে বইয়ের ক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমি ঘোষ বলেন, ‘আমি মেলায় এসে ঘুরে ঘুরে বই পছন্দ করে নোট করে রাখি। পরে একসঙ্গে অনলাইনে অর্ডার দিই। কারণ, একসঙ্গে বেশি বই কিনলে বহন করাও সমস্যা।’
বুকশপগুলোর কারণে প্রকাশকদের ক্ষতির আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, ‘যাঁরা অভ্যস্ত হয়ে গেছেন, তাঁরা অনলাইন থেকেই বই কিনছেন। আমরা পাইকারি দামে অনলাইন শপগুলোকে বই সরবরাহ করি। খুব একটা ক্ষতি তো নেই। মানুষ বই পড়ুক, এটাই চাই।’ এদিকে গতকাল সোমবার মেলায় নতুন বই এসেছে ৯৩টি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে