আনোয়ার হোসেন, মনিরামপুর
যশোরের মনিরামপুরে ভূমিহীনদের জন্য নির্মিত ২৯২ ঘরের মধ্যে অর্ধশতাধিক খালি পড়ে আছে। এক বছর আগে ঘরগুলো ভূমিহীনদের বুঝে দেওয়া হলেও এসব ঘরে এখনো কেউ ওঠেননি। ঘর দখলে রেখে তালা মেরে তাঁরা থাকছেন নিজের বা পৈতৃক ভিটায়।
এ ছাড়া এমন আরও ৩০-৪০টি ঘর আছে, যেখানে কেউ নিয়মিত থাকছেন না। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা মাঝেমধ্যে এসব ঘরে থাকলেও বেশির ভাগ সময় থাকেন আগে থেকে বাস করে আসা নিজের বা পৈতৃক বাড়িতে। প্রকৃত ভূমিহীন নির্বাচন করে ঘর বরাদ্দ না দেওয়ায় এমনটি ঘটছে বলে সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এদিকে দীর্ঘদিন খালি পড়ে থাকায় উপজেলার ৩৫টি ঘর নতুন করে অন্যদের বরাদ্দ দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। তালিকা দ্রুত জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে বলেও জানা গেছে।
আশ্রয়ণ প্রকল্পের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা ঘর পায়নি। যাঁরা ঘর পেয়েছেন তাঁদের অধিকাংশের ফসলি জমি বা বসত ভিটা আছে। সঠিক যাচাইবাছাই না করে অর্থের বিনিময়ে ঘর বরাদ্দ দেওয়ায় বেশির ভাগ ঘর খালি পড়ে আছে।
পাকা ঘরের মালিক, সম্পদশালীর ছেলে, অবিবাহিত কিশোর, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাবা বা সন্তান এমনকি অন্য উপজেলার বাসিন্দারাও পেয়েছেন মনিরামপুরের সরকারি ঘর।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য গত বছর মনিরামপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৯২টি ঘর নির্মিত হয়েছে। সংযুক্ত টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ দুই কক্ষের রঙিন টিনের চার চালার প্রতিটি ঘরে তৈরির জন্য ব্যয় ধরা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।
এর মধ্যে উপজেলার মাছনায় ৬৬ টি, হাজরাইলে ৫৯ টি, মধুপুরে ৩৭ টি, শিরালীতে ৩৭টি ও মশ্মিমনগরে ৩৩টি ঘর রয়েছে।
সরেজমিন দেখা গেছে, ঘরগুলোর মধ্যে মাছনায় ১০টি, হাজরাইলে ১৬ টি, শিরালীতে ১১ টি, মধুপুরে দুই পল্লিতে ১৮টি এবং মশ্মিমনগরে একটি ঘর তালাবদ্ধ খালি পড়ে আছে। এ ছাড়া এমন আরও ৩০-৪০টি ঘর আছে যেখানে নিয়মিত থাকছেন না কেউ।
এ দিকে পুরোনো ঘর ফাঁকা পড়ে থাকলেও মনিরামপুরের মশ্মিমনগর, শ্যামকুড় ও খেদাপাড়ার হেলাঞ্চি এলাকায় ভূমিহীনদের জন্য নতুন করে আরও ১৫টি ঘর নির্মাণের কাজ চলছে। নতুন এসব ঘরে প্রতিটির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, ঘর বিতরণে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে মধুপুরে। এখানে দুই ব্যক্তির দখলে রয়েছে ১২টি ঘর। এজাজুল হক মধু নামে ওই এলাকার এক মুদি ব্যবসায়ীর দৃষ্টিনন্দন পাকা বাড়ি থাকতেও তিনি নিজের, দুই মেয়ে, বোন, ভাগনি ও ভাইঝির নামে ৬টি ঘর নিয়েছেন। মধুর দখলের ঘরগুলো শুরু থেকে তালাবদ্ধ খালি পড়ে আছে।
একই পল্লিতে স্ত্রীর নামে ঘর বরাদ্দ পেয়েছেন ওসমান হোসেন নামের এক ব্যক্তি, যার পাকা ঘর রয়েছে।
একাধিক ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মাছনার ১০ টি, হাজরাইলের ১৬ টি, শিরালীর ছয়টি, মধুপুরের ছয়টি ও মশ্মিমনগরে একটি ঘরসহ মোট ৩৯টি ঘরের বরাদ্দ বাতিলের জন্য তালিকা করা হয়েছে। এসব ঘর নতুন করে বরাদ্দ দেওয়া হবে।
খানপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ বলেন, ‘মাছনায় ১০টি ঘর ফাঁকা ছিল। আমরা নয়টি ঘরে নতুন লোক উঠিয়ে দিয়েছি। এ ১০টি ঘরের বরাদ্দ বাতিল করে নতুনদের নামে বরাদ্দের আবেদন করা হবে।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘উপজেলায় ৩৫টি ঘর নতুন করে বরাদ্দের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।’
যশোরের মনিরামপুরে ভূমিহীনদের জন্য নির্মিত ২৯২ ঘরের মধ্যে অর্ধশতাধিক খালি পড়ে আছে। এক বছর আগে ঘরগুলো ভূমিহীনদের বুঝে দেওয়া হলেও এসব ঘরে এখনো কেউ ওঠেননি। ঘর দখলে রেখে তালা মেরে তাঁরা থাকছেন নিজের বা পৈতৃক ভিটায়।
এ ছাড়া এমন আরও ৩০-৪০টি ঘর আছে, যেখানে কেউ নিয়মিত থাকছেন না। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা মাঝেমধ্যে এসব ঘরে থাকলেও বেশির ভাগ সময় থাকেন আগে থেকে বাস করে আসা নিজের বা পৈতৃক বাড়িতে। প্রকৃত ভূমিহীন নির্বাচন করে ঘর বরাদ্দ না দেওয়ায় এমনটি ঘটছে বলে সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এদিকে দীর্ঘদিন খালি পড়ে থাকায় উপজেলার ৩৫টি ঘর নতুন করে অন্যদের বরাদ্দ দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। তালিকা দ্রুত জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে বলেও জানা গেছে।
আশ্রয়ণ প্রকল্পের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা ঘর পায়নি। যাঁরা ঘর পেয়েছেন তাঁদের অধিকাংশের ফসলি জমি বা বসত ভিটা আছে। সঠিক যাচাইবাছাই না করে অর্থের বিনিময়ে ঘর বরাদ্দ দেওয়ায় বেশির ভাগ ঘর খালি পড়ে আছে।
পাকা ঘরের মালিক, সম্পদশালীর ছেলে, অবিবাহিত কিশোর, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাবা বা সন্তান এমনকি অন্য উপজেলার বাসিন্দারাও পেয়েছেন মনিরামপুরের সরকারি ঘর।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য গত বছর মনিরামপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৯২টি ঘর নির্মিত হয়েছে। সংযুক্ত টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ দুই কক্ষের রঙিন টিনের চার চালার প্রতিটি ঘরে তৈরির জন্য ব্যয় ধরা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।
এর মধ্যে উপজেলার মাছনায় ৬৬ টি, হাজরাইলে ৫৯ টি, মধুপুরে ৩৭ টি, শিরালীতে ৩৭টি ও মশ্মিমনগরে ৩৩টি ঘর রয়েছে।
সরেজমিন দেখা গেছে, ঘরগুলোর মধ্যে মাছনায় ১০টি, হাজরাইলে ১৬ টি, শিরালীতে ১১ টি, মধুপুরে দুই পল্লিতে ১৮টি এবং মশ্মিমনগরে একটি ঘর তালাবদ্ধ খালি পড়ে আছে। এ ছাড়া এমন আরও ৩০-৪০টি ঘর আছে যেখানে নিয়মিত থাকছেন না কেউ।
এ দিকে পুরোনো ঘর ফাঁকা পড়ে থাকলেও মনিরামপুরের মশ্মিমনগর, শ্যামকুড় ও খেদাপাড়ার হেলাঞ্চি এলাকায় ভূমিহীনদের জন্য নতুন করে আরও ১৫টি ঘর নির্মাণের কাজ চলছে। নতুন এসব ঘরে প্রতিটির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, ঘর বিতরণে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে মধুপুরে। এখানে দুই ব্যক্তির দখলে রয়েছে ১২টি ঘর। এজাজুল হক মধু নামে ওই এলাকার এক মুদি ব্যবসায়ীর দৃষ্টিনন্দন পাকা বাড়ি থাকতেও তিনি নিজের, দুই মেয়ে, বোন, ভাগনি ও ভাইঝির নামে ৬টি ঘর নিয়েছেন। মধুর দখলের ঘরগুলো শুরু থেকে তালাবদ্ধ খালি পড়ে আছে।
একই পল্লিতে স্ত্রীর নামে ঘর বরাদ্দ পেয়েছেন ওসমান হোসেন নামের এক ব্যক্তি, যার পাকা ঘর রয়েছে।
একাধিক ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মাছনার ১০ টি, হাজরাইলের ১৬ টি, শিরালীর ছয়টি, মধুপুরের ছয়টি ও মশ্মিমনগরে একটি ঘরসহ মোট ৩৯টি ঘরের বরাদ্দ বাতিলের জন্য তালিকা করা হয়েছে। এসব ঘর নতুন করে বরাদ্দ দেওয়া হবে।
খানপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ বলেন, ‘মাছনায় ১০টি ঘর ফাঁকা ছিল। আমরা নয়টি ঘরে নতুন লোক উঠিয়ে দিয়েছি। এ ১০টি ঘরের বরাদ্দ বাতিল করে নতুনদের নামে বরাদ্দের আবেদন করা হবে।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘উপজেলায় ৩৫টি ঘর নতুন করে বরাদ্দের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে