সুজন মোল্লা, সিঙ্গাইর
সিঙ্গাইর উপজেলায় গাজীখালী নদীর ওপর সেতু নির্মাণের তিন বছর পর ভেঙে গেছে। এতে সরকারের প্রায় ৫৬ লাখ টাকার প্রকল্প ভেস্তে গেছে। সেতুটি ভেঙে যাওয়ায় সিঙ্গাইর ও ধামরাই উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনিয়ম ও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় সেতুটি ভেঙে গেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার তালেবপুর ইউনিয়নের কলাবাগান মাজারসংলগ্ন গাজীখালী নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের নামে সেতু নির্মাণকরা হয়। ৪০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৫৬ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা।
নির্মাণ শেষে ২০১৭ সালের ১২ মে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্মাণের তিন বছর পর ২০২০ সালে বন্যায় সেতুটি ভেঙে পড়ে।
সরেজমিনে সোমবার দেখা যায়, গাজীখালী নদীতে দুই পারের দৈর্ঘ্য অনুযায়ী সেতুটি নির্মাণ করা হয় ছোট করে। এতে গত বছর বন্যায় সেতুর গোড়ার মাটি সরে গিয়ে এটি ধসে পড়ে নদীতে। ৪০ মিটারের সেতুটি ৬০ মিটার দৈর্ঘ্য করে নির্মাণ করলে এমনটা হতো না। পরিকল্পনার ভুলেই সেতু ভেঙে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় মনোয়ার হোসেন মাসুদ বলেন, ‘সেতুটি নির্মাণ করায় সিঙ্গাইর ও ধামরাই উপজেলার মানুষ খুব খুশি হয়েছিল। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হতো। নির্মাণের তিন বছর পর ভেঙে যায়। এরপর থেকে দুই উপজেলার ১৫টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
কলাবাগান এলাকার আলিম হোসেন বলেন, ‘সেতুটি দিয়ে সিঙ্গাইর উপজেলার তালেবপুর, ইরতা, নতুন ইরতা, কাংশা, ধামরাই উপজেলার খরারচর, বহতকূল, আটিমাইঠানসহ বিভিন্ন এলাকার যানবাহন ও মানুষ চলাচল করত। এখানে জরুরি ভিত্তিতে একটি সেতুটি নির্মাণ করা দরকার। এলাকার মানুষের ছয় কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে। দিতে হচ্ছে বাড়তি ভাড়া।
খড়ার চর এলাকার শহিদুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণের সময় স্থানীয় প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল। প্রথমে সঠিক পরিকল্পনা করে সেতুটি নির্মাণ করলে এটি ভাঙত না। একই জায়গায় বারবার সেতু নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে।’
কাংশা গ্রামের আজিজুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় এই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষকেরা পড়েছেন বিপাকে। তাঁদের অতিরিক্ত গাড়িভাড়া দিয়ে পাঁচ কিলোমিটার ঘুরে বাজারে সবজি বিক্রি করতে হচ্ছে।
তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, ‘নদীর দুই পাড়ের দৈর্ঘ্য অনুযায়ী সেতুটি ছোট করে নির্মাণ করা হয়েছে। তাই বন্যায় নদীর স্রোতে সেতুটি ভেঙে গেছে। এতে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রুবাইয়াত জামান বলেন, ‘গাজীখালী নদীর ওপর ৫ কোটিটাকা ব্যয়ে নতুন একটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সয়েল টেস্ট করেদরপত্র আহ্বান করা হবে। এরপরকাজ শুরু হবে।’
সিঙ্গাইর উপজেলায় গাজীখালী নদীর ওপর সেতু নির্মাণের তিন বছর পর ভেঙে গেছে। এতে সরকারের প্রায় ৫৬ লাখ টাকার প্রকল্প ভেস্তে গেছে। সেতুটি ভেঙে যাওয়ায় সিঙ্গাইর ও ধামরাই উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনিয়ম ও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় সেতুটি ভেঙে গেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার তালেবপুর ইউনিয়নের কলাবাগান মাজারসংলগ্ন গাজীখালী নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের নামে সেতু নির্মাণকরা হয়। ৪০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৫৬ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা।
নির্মাণ শেষে ২০১৭ সালের ১২ মে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্মাণের তিন বছর পর ২০২০ সালে বন্যায় সেতুটি ভেঙে পড়ে।
সরেজমিনে সোমবার দেখা যায়, গাজীখালী নদীতে দুই পারের দৈর্ঘ্য অনুযায়ী সেতুটি নির্মাণ করা হয় ছোট করে। এতে গত বছর বন্যায় সেতুর গোড়ার মাটি সরে গিয়ে এটি ধসে পড়ে নদীতে। ৪০ মিটারের সেতুটি ৬০ মিটার দৈর্ঘ্য করে নির্মাণ করলে এমনটা হতো না। পরিকল্পনার ভুলেই সেতু ভেঙে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় মনোয়ার হোসেন মাসুদ বলেন, ‘সেতুটি নির্মাণ করায় সিঙ্গাইর ও ধামরাই উপজেলার মানুষ খুব খুশি হয়েছিল। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হতো। নির্মাণের তিন বছর পর ভেঙে যায়। এরপর থেকে দুই উপজেলার ১৫টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
কলাবাগান এলাকার আলিম হোসেন বলেন, ‘সেতুটি দিয়ে সিঙ্গাইর উপজেলার তালেবপুর, ইরতা, নতুন ইরতা, কাংশা, ধামরাই উপজেলার খরারচর, বহতকূল, আটিমাইঠানসহ বিভিন্ন এলাকার যানবাহন ও মানুষ চলাচল করত। এখানে জরুরি ভিত্তিতে একটি সেতুটি নির্মাণ করা দরকার। এলাকার মানুষের ছয় কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে। দিতে হচ্ছে বাড়তি ভাড়া।
খড়ার চর এলাকার শহিদুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণের সময় স্থানীয় প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল। প্রথমে সঠিক পরিকল্পনা করে সেতুটি নির্মাণ করলে এটি ভাঙত না। একই জায়গায় বারবার সেতু নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে।’
কাংশা গ্রামের আজিজুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় এই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষকেরা পড়েছেন বিপাকে। তাঁদের অতিরিক্ত গাড়িভাড়া দিয়ে পাঁচ কিলোমিটার ঘুরে বাজারে সবজি বিক্রি করতে হচ্ছে।
তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, ‘নদীর দুই পাড়ের দৈর্ঘ্য অনুযায়ী সেতুটি ছোট করে নির্মাণ করা হয়েছে। তাই বন্যায় নদীর স্রোতে সেতুটি ভেঙে গেছে। এতে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রুবাইয়াত জামান বলেন, ‘গাজীখালী নদীর ওপর ৫ কোটিটাকা ব্যয়ে নতুন একটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সয়েল টেস্ট করেদরপত্র আহ্বান করা হবে। এরপরকাজ শুরু হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে