ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আট বছর পর কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে চাঙা ভাব বিরাজ করছে দলটির নেতা-কর্মীদের মাঝে। এবারের সম্মেলনের মধ্য দিয়ে বিভক্ত আওয়ামী লীগ আবারও এক হবে বলে আশা তৃণমূলের কর্মীদের। জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সে হিসেবে ভবিষ্যতে দলের জন্য সামনে থেকে যিনি নেতৃত্ব দিতে পারবেন, এমন নেতৃত্ব নির্বাচনের কথা ভাবছে দলটি।
এর আগে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি ও আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। তবে সময়ের পরিক্রমায় বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। সম্মেলন উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। গত শুক্রবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়। যদিও সভায় সাধারণ সম্পাদক আল মামুন সরকার গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তাঁর বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। এরপর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘এখন ব্যবস্থা নিতে গেলে লোম বাছতে গিয়ে কম্বল উজাড়ের মতো অবস্থা হবে। তখন কাজ করবে কে?’
এদিকে আগামী সংসদ নির্বাচনের আগে গঠন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটি। জেলায় রয়েছে নয়টি উপজেলার মধ্যে ছয়টি সংসদীয় আসন। ফলে দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
নেতৃত্বের দৌড়ে জেলার সংসদ সদস্যদের মধ্যে বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম এবং নাসিরনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের নাম আলোচনায় আছে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে। তবে সভাপতি পদে কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নামও শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর নাম আলোচনায় আছে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে তাসলিমা সুলতানা খানম নিশাতের নাম আলোচনায় রয়েছে।
তবে এখন সর্বত্র আলোচনা কারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। যদিও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই প্রার্থী নন বলে জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, এবার একটি যুগোপযোগী কমিটি হবে। যে কমিটি আগামী সংসদ নির্বাচনে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে পারবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমি কোনো পদেই প্রার্থী না। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার। তিনি যাকে রাখেন, সেই থাকবে। আমাকে রাখলে রাখতে পারেন।’
আট বছর পর কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে চাঙা ভাব বিরাজ করছে দলটির নেতা-কর্মীদের মাঝে। এবারের সম্মেলনের মধ্য দিয়ে বিভক্ত আওয়ামী লীগ আবারও এক হবে বলে আশা তৃণমূলের কর্মীদের। জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সে হিসেবে ভবিষ্যতে দলের জন্য সামনে থেকে যিনি নেতৃত্ব দিতে পারবেন, এমন নেতৃত্ব নির্বাচনের কথা ভাবছে দলটি।
এর আগে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি ও আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। তবে সময়ের পরিক্রমায় বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। সম্মেলন উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। গত শুক্রবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়। যদিও সভায় সাধারণ সম্পাদক আল মামুন সরকার গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তাঁর বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। এরপর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘এখন ব্যবস্থা নিতে গেলে লোম বাছতে গিয়ে কম্বল উজাড়ের মতো অবস্থা হবে। তখন কাজ করবে কে?’
এদিকে আগামী সংসদ নির্বাচনের আগে গঠন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটি। জেলায় রয়েছে নয়টি উপজেলার মধ্যে ছয়টি সংসদীয় আসন। ফলে দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
নেতৃত্বের দৌড়ে জেলার সংসদ সদস্যদের মধ্যে বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম এবং নাসিরনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের নাম আলোচনায় আছে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে। তবে সভাপতি পদে কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নামও শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর নাম আলোচনায় আছে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে তাসলিমা সুলতানা খানম নিশাতের নাম আলোচনায় রয়েছে।
তবে এখন সর্বত্র আলোচনা কারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। যদিও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই প্রার্থী নন বলে জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, এবার একটি যুগোপযোগী কমিটি হবে। যে কমিটি আগামী সংসদ নির্বাচনে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে পারবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমি কোনো পদেই প্রার্থী না। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার। তিনি যাকে রাখেন, সেই থাকবে। আমাকে রাখলে রাখতে পারেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে