আহমেদুর রহমান
যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় পত্রিকার সাংবাদিকেরা যে বেতন পেতেন, সেটা শুনলে এখনকার লোকেরা লজ্জায় মাটিতে মিশে যাবে। আহমেদুর রহমান ছিলেন ইত্তেফাকের ডাকসাইটে সাংবাদিক। তাঁর মিঠেকড়া কলামের লেখাগুলো মানুষের মনে আলোড়ন তুলত। রবীন্দ্রনাথকে নিয়ে আজাদের
সঙ্গে ইত্তেফাকের যে লেখালেখির যুদ্ধ হয়েছিল, তাতে সুযুক্তি প্রয়োগ করা অনেকগুলো লেখা লিখেছিলেন আহমেদুর রহমান।
রবীন্দ্র জন্মশতবার্ষিকী সূত্রেই গড়ে উঠল ছায়ানট। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকলেন আহমেদুর রহমান। ১৯৬৪ সালে যখন দাঙ্গা হলো, তার আগেই পারিবারিক সিদ্ধান্তের কারণে বিয়ে করলেন তিনি। বলা যায়, বিয়ে করতে বাধ্য হলেন। চালচুলোহীন একজন মানুষ বিয়ে করতে গেলেন ব্রাহ্মণবাড়িয়ায়। তারপর এক শীতের ভোরে সাদা খদ্দরের চাদর জড়িয়ে এসে হাজির হলেন ঢাকায় এবং জানালেন, পরের ট্রেনে বউ এসে পৌঁছাবে।
বন্ধুরা উৎসুক হলেন, ‘তা বউভাত হবে না?’‘না।’ আহমেদুর রহমানের উত্তর।
কে শোনে কার কথা? ছায়ানটের কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্যের কাছে সে খবর পৌঁছানোর পর গোপীবাগের বেড়ার ঘরে ঝাঁট পড়ল। তৈরি হলো লুচি আর তরকারি। হয়ে গেল বধূবরণ।
১৯৬৪ সালের দাঙ্গার সময় প্রেসক্লাব থেকে যে শান্তি মিছিল বেরিয়েছিল, তারও পুরোভাগে ছিলেন আহমেদুর রহমান। মিছিল যখন র্যানকিং স্ট্রিটে পৌঁছেছে, তখন দু-একজন এসে বলল, ‘উধার মৎ যাও, উধার কাম হো রাহা।’ কী ‘কাম’ হচ্ছে, তা বোঝা গেল কিছুদূর এগিয়ে যাওয়ার পর। মানিক ঘোষের বাড়িতে আশ্রিত হিন্দুদের খুন করার জন্য দরজা-জানালা ভাঙছে বিহারিরা। মিছিল সেখানে পৌঁছানোর পর দাঙ্গাবাজেরা পালাল আর এই আশ্রিত হিন্দুদের জায়গা হলো ৩১ নম্বর র্যানকিং স্ট্রিটে মোখলেসুর রহমান সিধু ভাইয়ের বাড়িতে।
যে স্বেচ্ছাসেবক দলটি পালাক্রমে পাহারা দিচ্ছিল, তাদের নেতৃত্ব দিয়েছিলেন আহমেদুর রহমান।
সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা ৬৮-৭০
যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় পত্রিকার সাংবাদিকেরা যে বেতন পেতেন, সেটা শুনলে এখনকার লোকেরা লজ্জায় মাটিতে মিশে যাবে। আহমেদুর রহমান ছিলেন ইত্তেফাকের ডাকসাইটে সাংবাদিক। তাঁর মিঠেকড়া কলামের লেখাগুলো মানুষের মনে আলোড়ন তুলত। রবীন্দ্রনাথকে নিয়ে আজাদের
সঙ্গে ইত্তেফাকের যে লেখালেখির যুদ্ধ হয়েছিল, তাতে সুযুক্তি প্রয়োগ করা অনেকগুলো লেখা লিখেছিলেন আহমেদুর রহমান।
রবীন্দ্র জন্মশতবার্ষিকী সূত্রেই গড়ে উঠল ছায়ানট। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকলেন আহমেদুর রহমান। ১৯৬৪ সালে যখন দাঙ্গা হলো, তার আগেই পারিবারিক সিদ্ধান্তের কারণে বিয়ে করলেন তিনি। বলা যায়, বিয়ে করতে বাধ্য হলেন। চালচুলোহীন একজন মানুষ বিয়ে করতে গেলেন ব্রাহ্মণবাড়িয়ায়। তারপর এক শীতের ভোরে সাদা খদ্দরের চাদর জড়িয়ে এসে হাজির হলেন ঢাকায় এবং জানালেন, পরের ট্রেনে বউ এসে পৌঁছাবে।
বন্ধুরা উৎসুক হলেন, ‘তা বউভাত হবে না?’‘না।’ আহমেদুর রহমানের উত্তর।
কে শোনে কার কথা? ছায়ানটের কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্যের কাছে সে খবর পৌঁছানোর পর গোপীবাগের বেড়ার ঘরে ঝাঁট পড়ল। তৈরি হলো লুচি আর তরকারি। হয়ে গেল বধূবরণ।
১৯৬৪ সালের দাঙ্গার সময় প্রেসক্লাব থেকে যে শান্তি মিছিল বেরিয়েছিল, তারও পুরোভাগে ছিলেন আহমেদুর রহমান। মিছিল যখন র্যানকিং স্ট্রিটে পৌঁছেছে, তখন দু-একজন এসে বলল, ‘উধার মৎ যাও, উধার কাম হো রাহা।’ কী ‘কাম’ হচ্ছে, তা বোঝা গেল কিছুদূর এগিয়ে যাওয়ার পর। মানিক ঘোষের বাড়িতে আশ্রিত হিন্দুদের খুন করার জন্য দরজা-জানালা ভাঙছে বিহারিরা। মিছিল সেখানে পৌঁছানোর পর দাঙ্গাবাজেরা পালাল আর এই আশ্রিত হিন্দুদের জায়গা হলো ৩১ নম্বর র্যানকিং স্ট্রিটে মোখলেসুর রহমান সিধু ভাইয়ের বাড়িতে।
যে স্বেচ্ছাসেবক দলটি পালাক্রমে পাহারা দিচ্ছিল, তাদের নেতৃত্ব দিয়েছিলেন আহমেদুর রহমান।
সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা ৬৮-৭০
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে