মোকারম হোসেন, ঢাকা
ফুলটির সঙ্গে প্রথম পরিচয় প্রায় ১৬ বছর আগে, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে। প্রথম দেখায় কিছুটা দ্বিধায় পড়েছিলাম সেদিন। পাতা ও গাছের গড়ন অনেকটা গন্ধরাজের মতো হলেও ফুল ঠিক তেমনটা নয়। আবার গন্ধরাজের তুলনায় গাছটিও বেশ বড়। তাহলে গাছটির সঠিক পরিচয় কী হতে পারে? নানা কিছু ভাবতে ভাবতে ছবি তুলে বাসায় ফিরি। পরে বই দেখে নিশ্চিত হই, এ গাছের নাম কনিয়ারি বা কইনার। প্রথম দেখার কয়েক বছর পর রাঙামাটির পাহাড়ে প্রাকৃতিক আবাসেই দুটি গাছ দেখি। ঢাকায় তেজগাঁও শিল্প এলাকায় বেগুনবাড়ি সড়কে প্রায় এক দশক থেকে একটি গাছ দেখছি। সম্প্রতি দুটো গাছ দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে। স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী কনিয়ারি বর্তমানে বিপন্ন বৃক্ষ। একহারা গড়ন, পাতার আলঙ্কারিক অবয়ব আর ফুলের অপার সৌন্দর্য ও সৌরভ এই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। এ কারণে এরা পথতরু হিসেবেও আদর্শ।
কনিয়ারি (Gardenia coronaria) আমাদের পাহাড়ি ফুল হলেও নগর-উদ্যানে অনেকটাই দুর্লভ। আমাদের তিন পার্বত্য জেলায় এরা খুব সহজেই জন্মে ও বেড়ে ওঠে। সেখানকার পাহাড়ি ঢাল এবং বনের প্রান্তে বেশি দেখা যায়। ঢাকায় মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কয়েকটি গাছ দেখা যায়। বসন্তের প্রায় শেষ দিকে সারা গাছজুড়ে অসংখ্য ফুল ফুটতে শুরু করে। এই ফুলের প্রস্ফুটন প্রক্রিয়া ততটা নিবিড় না হলেও ফুলের মধুগন্ধই প্রধান আকর্ষণ। স্থানীয়ভাবে এই গাছ আরও অনেক নামে পরিচিত, যেমন—বনকমল, বাতা, বেলা, কনিয়ারি, কইনর, কোনিয়ারা, রাঙখাই ইত্যাদি।
গন্ধরাজ গুল্মশ্রেণির ঝোপাল ধরনের গাছ হলেও কনিয়ারি মূলত মাঝারি উচ্চতার গাছ। ডালপালা বিক্ষিপ্ত, পাতাও ততটা ঘনবদ্ধ নয়। বছরে একবার পাতা ঝরায়। পাতা মসৃণ, বল্লমাকার এবং উপপত্রযুক্ত। পাতার বোঁটা খাটো, অন্তত ১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পত্রফলক ৬ থেকে ২০ সেন্টিমিটার, শীর্ষ অভিমুখ অনেকটাই অস্পষ্ট। ফুল একক, সুগন্ধি ও পাতার কোলেই ফোটে। বৃতি ফলক বেলানকার চকচকে ও পাতলা। এই ফুলের পাপড়ির সংখ্যা ৫। ফুলের রঙ প্রথমে হালকা হলুদ থাকে, পরে ধীরে ধীরে গাঢ় হলুদ রঙ ধারণ করে। ফুলের নল ৫ থেকে ১০ সেন্টিমিটার লম্বা। ফুল শেষ হওয়ার আগেই গাছে ফল আসে। ফল আড়াই সেন্টিমিটার লম্বা এবং মসৃণ খাঁজযুক্ত।
ফুলটির সঙ্গে প্রথম পরিচয় প্রায় ১৬ বছর আগে, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে। প্রথম দেখায় কিছুটা দ্বিধায় পড়েছিলাম সেদিন। পাতা ও গাছের গড়ন অনেকটা গন্ধরাজের মতো হলেও ফুল ঠিক তেমনটা নয়। আবার গন্ধরাজের তুলনায় গাছটিও বেশ বড়। তাহলে গাছটির সঠিক পরিচয় কী হতে পারে? নানা কিছু ভাবতে ভাবতে ছবি তুলে বাসায় ফিরি। পরে বই দেখে নিশ্চিত হই, এ গাছের নাম কনিয়ারি বা কইনার। প্রথম দেখার কয়েক বছর পর রাঙামাটির পাহাড়ে প্রাকৃতিক আবাসেই দুটি গাছ দেখি। ঢাকায় তেজগাঁও শিল্প এলাকায় বেগুনবাড়ি সড়কে প্রায় এক দশক থেকে একটি গাছ দেখছি। সম্প্রতি দুটো গাছ দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে। স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী কনিয়ারি বর্তমানে বিপন্ন বৃক্ষ। একহারা গড়ন, পাতার আলঙ্কারিক অবয়ব আর ফুলের অপার সৌন্দর্য ও সৌরভ এই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। এ কারণে এরা পথতরু হিসেবেও আদর্শ।
কনিয়ারি (Gardenia coronaria) আমাদের পাহাড়ি ফুল হলেও নগর-উদ্যানে অনেকটাই দুর্লভ। আমাদের তিন পার্বত্য জেলায় এরা খুব সহজেই জন্মে ও বেড়ে ওঠে। সেখানকার পাহাড়ি ঢাল এবং বনের প্রান্তে বেশি দেখা যায়। ঢাকায় মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কয়েকটি গাছ দেখা যায়। বসন্তের প্রায় শেষ দিকে সারা গাছজুড়ে অসংখ্য ফুল ফুটতে শুরু করে। এই ফুলের প্রস্ফুটন প্রক্রিয়া ততটা নিবিড় না হলেও ফুলের মধুগন্ধই প্রধান আকর্ষণ। স্থানীয়ভাবে এই গাছ আরও অনেক নামে পরিচিত, যেমন—বনকমল, বাতা, বেলা, কনিয়ারি, কইনর, কোনিয়ারা, রাঙখাই ইত্যাদি।
গন্ধরাজ গুল্মশ্রেণির ঝোপাল ধরনের গাছ হলেও কনিয়ারি মূলত মাঝারি উচ্চতার গাছ। ডালপালা বিক্ষিপ্ত, পাতাও ততটা ঘনবদ্ধ নয়। বছরে একবার পাতা ঝরায়। পাতা মসৃণ, বল্লমাকার এবং উপপত্রযুক্ত। পাতার বোঁটা খাটো, অন্তত ১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পত্রফলক ৬ থেকে ২০ সেন্টিমিটার, শীর্ষ অভিমুখ অনেকটাই অস্পষ্ট। ফুল একক, সুগন্ধি ও পাতার কোলেই ফোটে। বৃতি ফলক বেলানকার চকচকে ও পাতলা। এই ফুলের পাপড়ির সংখ্যা ৫। ফুলের রঙ প্রথমে হালকা হলুদ থাকে, পরে ধীরে ধীরে গাঢ় হলুদ রঙ ধারণ করে। ফুলের নল ৫ থেকে ১০ সেন্টিমিটার লম্বা। ফুল শেষ হওয়ার আগেই গাছে ফল আসে। ফল আড়াই সেন্টিমিটার লম্বা এবং মসৃণ খাঁজযুক্ত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে