রাহুল শর্মা, ঢাকা
উচ্চশিক্ষার ছুটি নিয়ে বিদেশে গিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপুল-সংখ্যক শিক্ষক। ছুটি শেষ হয়েছে। কিন্তু অনেকেই ফেরেননি। যোগ দেননি কর্মস্থলে। ১২টি বিশ্ববিদ্যালয়ের এমন ১১৪ শিক্ষককে গত এক বছরে চাকরিচ্যুত করা হয়েছে। ছুটির মেয়াদ শেষে না ফেরায় ২২ বিশ্ববিদ্যালয়ের আরও ১৩০ শিক্ষকের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত এক বছরে চাকরিচ্যুত ব্যক্তিদের সবচেয়ে বড় অংশই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে ইউজিসির সদস্য ড. মোহাম্মদ আলমগীর বলেন, শিক্ষাছুটি শেষে দেশে না ফেরা বড় ধরনের ক্ষতি। কেননা, এতে বিশ্ববিদ্যালয়ের পাঠ পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। সৃষ্টি হয় শিক্ষক-সংকট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা।
ছুটির নিয়ম অনুযায়ী, বিদেশে যাওয়া শিক্ষকেরা বৈতনিক, অবৈতনিকসহ বিভিন্নভাবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত ছুটি নিতে পারেন। এ সময় কারও ডিগ্রি বা গবেষণা শেষ না হলে আরও দুই বছরের অবৈতনিক ছুটি নিতে পারেন। তবে নিয়ম হলো, চার বছর ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়ে আবেদন করতে হবে পরবর্তী দুই বছরের ছুটির জন্য। কেউ যদি চার অথবা ছয় বছর ছুটি ভোগের পর পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে ছুটির সময় নেওয়া অর্থ ফেরত দিতে হয়। অথবা সমপরিমাণ সময় চাকরি করার পর নিতে হবে অব্যাহতি।
বিষয়টি নিয়ে ২৯ বিশ্ববিদ্যালয়ের ওপর প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। এতে দেখা যায়, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে না ফেরায় ২০২১-২২ অর্থবছরে ৯টি বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। আর ছুটি শেষে এখনো ফেরেননি ১৮ বিশ্ববিদ্যালয়ের ১১২ জন শিক্ষক। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই প্রতিবেদনের বাইরে আরও ১৭ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে না ফেরায় চাকরিচ্যুত হয়েছেন ৩১ জন শিক্ষক। এসব বিশ্ববিদ্যালয়ের আরও ১৮ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫২। এর মধ্যে কার্যক্রম চলছে ৪৬ বিশ্ববিদ্যালয়ে। বাকি ছয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি।
শিক্ষা ছুটি শেষে না ফেরায় গত এক বছরে সবচেয়ে বেশি শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ২৭ জন। এরপরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ২৫ জন। ২১ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন বুয়েটে। এ ছাড়া ৮ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে চাকরিচ্যুত হয়েছেন ৭ জন করে শিক্ষক। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হয়েছেন ৫ জন শিক্ষক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে চাকরিচ্যুত হয়েছেন ৪ জন করে শিক্ষক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হয়েছেন ৩ জন। এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আর ১ জন চাকরিচ্যুত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষা ছুটি শেষে না ফেরা প্রসঙ্গে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, বিদেশে ভালো সুযোগের কারণে অনেকে দেশে ফেরেন না, এটা বাস্তবতা। কিন্তু নৈতিকতার প্রশ্ন তোলা হলে অবশ্যই ফিরে আসা উচিত। এখানে দেশপ্রেমের প্রশ্ন জড়িত। কেন তাঁরা ফিরে আসছেন না, বাস্তবতার নিরিখে তা খতিয়ে দেখতে হবে। এবং প্রাপ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
উচ্চশিক্ষা শেষে ফিরে না আসাকে দুঃখজনক এবং দেশের প্রতি দায়িত্বহীনতা বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ছুটি শেষে না ফেরা শিক্ষকদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ বিধি অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হয়। ছুটি শেষে সংশ্লিষ্ট শিক্ষককে চিঠি দিয়ে আট সপ্তাহ সময় দেওয়া হয়। এরপরও তিনি সাড়া না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কঠোর নিয়ম মানার কারণে চাকরিচ্যুতির সংখ্যা হয়তো বেশি।
শিক্ষকদের মধ্যে দেশে না ফেরার প্রবণতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, মানুষ যেখানে ভালো সুযোগ পাবে, সেখানেই যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সুযোগ-সুবিধা থাকার কথা, তা শিক্ষকেরা পাচ্ছেন না বলেই ভালো সুযোগ খুঁজছেন। এ ছাড়া স্বাধীনভাবে কাজ করা এবং মতপ্রকাশের জায়গা ক্রমশই সংকুচিত হয়ে যাচ্ছে, এটাই অন্যতম কারণ হতে পারে।
বিদেশে উচ্চশিক্ষা শেষে কেন দেশে ফেরেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের এমন একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষে গবেষণার জন্য বড় ধরনের ফান্ড পাওয়ার কারণে আমার আর দেশে ফেরা হয়নি। এ ছাড়া পরিবারসহ এ দেশে স্থায়ীভাবে বসবাস করার বিষয়টিও ছিল।’
আর না ফেরায় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন—এমন তালিকায় শীর্ষে আছে বুয়েট। এ প্রতিষ্ঠানের মোট ৪১ জন শিক্ষক ছুটি শেষেও কর্মস্থলে যোগদান করছেন না। দেশে ফেরার নাম নেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষকের। তালিকায় এর পরের অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এই তিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে ৮ জন করে শিক্ষকের ছুটি ইতিমধ্যে শেষ হয়েছে। ছুটির সময় শেষেও দেশের বাইরে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক। এ ছাড়া আরও ১৫ বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক ছুটি শেষেও দেশে ফিরছেন না।
উচ্চশিক্ষার ছুটি নিয়ে বিদেশে গিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপুল-সংখ্যক শিক্ষক। ছুটি শেষ হয়েছে। কিন্তু অনেকেই ফেরেননি। যোগ দেননি কর্মস্থলে। ১২টি বিশ্ববিদ্যালয়ের এমন ১১৪ শিক্ষককে গত এক বছরে চাকরিচ্যুত করা হয়েছে। ছুটির মেয়াদ শেষে না ফেরায় ২২ বিশ্ববিদ্যালয়ের আরও ১৩০ শিক্ষকের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত এক বছরে চাকরিচ্যুত ব্যক্তিদের সবচেয়ে বড় অংশই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে ইউজিসির সদস্য ড. মোহাম্মদ আলমগীর বলেন, শিক্ষাছুটি শেষে দেশে না ফেরা বড় ধরনের ক্ষতি। কেননা, এতে বিশ্ববিদ্যালয়ের পাঠ পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। সৃষ্টি হয় শিক্ষক-সংকট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা।
ছুটির নিয়ম অনুযায়ী, বিদেশে যাওয়া শিক্ষকেরা বৈতনিক, অবৈতনিকসহ বিভিন্নভাবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত ছুটি নিতে পারেন। এ সময় কারও ডিগ্রি বা গবেষণা শেষ না হলে আরও দুই বছরের অবৈতনিক ছুটি নিতে পারেন। তবে নিয়ম হলো, চার বছর ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়ে আবেদন করতে হবে পরবর্তী দুই বছরের ছুটির জন্য। কেউ যদি চার অথবা ছয় বছর ছুটি ভোগের পর পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে ছুটির সময় নেওয়া অর্থ ফেরত দিতে হয়। অথবা সমপরিমাণ সময় চাকরি করার পর নিতে হবে অব্যাহতি।
বিষয়টি নিয়ে ২৯ বিশ্ববিদ্যালয়ের ওপর প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। এতে দেখা যায়, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে না ফেরায় ২০২১-২২ অর্থবছরে ৯টি বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। আর ছুটি শেষে এখনো ফেরেননি ১৮ বিশ্ববিদ্যালয়ের ১১২ জন শিক্ষক। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই প্রতিবেদনের বাইরে আরও ১৭ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে না ফেরায় চাকরিচ্যুত হয়েছেন ৩১ জন শিক্ষক। এসব বিশ্ববিদ্যালয়ের আরও ১৮ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫২। এর মধ্যে কার্যক্রম চলছে ৪৬ বিশ্ববিদ্যালয়ে। বাকি ছয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি।
শিক্ষা ছুটি শেষে না ফেরায় গত এক বছরে সবচেয়ে বেশি শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ২৭ জন। এরপরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ২৫ জন। ২১ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন বুয়েটে। এ ছাড়া ৮ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে চাকরিচ্যুত হয়েছেন ৭ জন করে শিক্ষক। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হয়েছেন ৫ জন শিক্ষক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে চাকরিচ্যুত হয়েছেন ৪ জন করে শিক্ষক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হয়েছেন ৩ জন। এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আর ১ জন চাকরিচ্যুত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষা ছুটি শেষে না ফেরা প্রসঙ্গে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, বিদেশে ভালো সুযোগের কারণে অনেকে দেশে ফেরেন না, এটা বাস্তবতা। কিন্তু নৈতিকতার প্রশ্ন তোলা হলে অবশ্যই ফিরে আসা উচিত। এখানে দেশপ্রেমের প্রশ্ন জড়িত। কেন তাঁরা ফিরে আসছেন না, বাস্তবতার নিরিখে তা খতিয়ে দেখতে হবে। এবং প্রাপ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
উচ্চশিক্ষা শেষে ফিরে না আসাকে দুঃখজনক এবং দেশের প্রতি দায়িত্বহীনতা বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ছুটি শেষে না ফেরা শিক্ষকদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ বিধি অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হয়। ছুটি শেষে সংশ্লিষ্ট শিক্ষককে চিঠি দিয়ে আট সপ্তাহ সময় দেওয়া হয়। এরপরও তিনি সাড়া না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কঠোর নিয়ম মানার কারণে চাকরিচ্যুতির সংখ্যা হয়তো বেশি।
শিক্ষকদের মধ্যে দেশে না ফেরার প্রবণতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, মানুষ যেখানে ভালো সুযোগ পাবে, সেখানেই যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সুযোগ-সুবিধা থাকার কথা, তা শিক্ষকেরা পাচ্ছেন না বলেই ভালো সুযোগ খুঁজছেন। এ ছাড়া স্বাধীনভাবে কাজ করা এবং মতপ্রকাশের জায়গা ক্রমশই সংকুচিত হয়ে যাচ্ছে, এটাই অন্যতম কারণ হতে পারে।
বিদেশে উচ্চশিক্ষা শেষে কেন দেশে ফেরেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের এমন একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষে গবেষণার জন্য বড় ধরনের ফান্ড পাওয়ার কারণে আমার আর দেশে ফেরা হয়নি। এ ছাড়া পরিবারসহ এ দেশে স্থায়ীভাবে বসবাস করার বিষয়টিও ছিল।’
আর না ফেরায় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন—এমন তালিকায় শীর্ষে আছে বুয়েট। এ প্রতিষ্ঠানের মোট ৪১ জন শিক্ষক ছুটি শেষেও কর্মস্থলে যোগদান করছেন না। দেশে ফেরার নাম নেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষকের। তালিকায় এর পরের অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এই তিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে ৮ জন করে শিক্ষকের ছুটি ইতিমধ্যে শেষ হয়েছে। ছুটির সময় শেষেও দেশের বাইরে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক। এ ছাড়া আরও ১৫ বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক ছুটি শেষেও দেশে ফিরছেন না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে