স্বাধীনতা ঘোষণা

অনুপম সেন
প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০৮: ১৬
আপডেট : ১১ মার্চ ২০২২, ১০: ৩৫

১৯৭১ সালের ২৪ মার্চ চট্টগ্রামের প্যারেড ময়দানে, অর্থাৎ চট্টগ্রাম কলেজের মাঠে শিক্ষক সমিতি পরিচালিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ আর মল্লিক। রাত সাড়ে ৮টার দিকে যখন স্বাধীনতা আন্দোলন নিয়ে একটা নাটক হচ্ছিল, তখন খবর এল চট্টগ্রাম বন্দরে সদ্য আসা পাকিস্তানি সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানো হচ্ছে। এ কথা প্রচারিত হতেই উপস্থিত দর্শক-শ্রোতা রওনা দিল বন্দরের দিকে। বন্দরের শ্রমিকেরা এর আগেই অস্ত্র নামানো বন্ধ করে দিয়েছিলেন। তাঁদের ওপর গুলি ছুড়েছিল পাকিস্তানি সৈন্যরা। অনেক শ্রমিক সেদিন নিহত হয়েছেন, তাঁদের সংখ্যা আজও জানা যায়নি।

২৬ মার্চ সকাল ৭টা সাড়ে ৭টার দিকে অনুপম সেনের ঘুম ভাঙালেন তাঁর মা। জিজ্ঞেস করলেন, ‘আমাদের রেডিওটা বোধ হয় খারাপ হয়ে গেছে। বাংলাদেশের কোনো বেতারকেন্দ্র শোনা যাচ্ছে না!’

কী হতে পারে? অনুপম সেন ভেবে পান না।

এরপর হঠাৎ শুনতে পান, তাঁর স্ত্রীর কাছে এসে গাড়ির চালক বলছেন, ‘দেশ স্বাধীন হয়ে গেছে।’ অনুপম সেন এ কথার মানে বুঝতে পারছিলেন না। তখনো তিনি শুয়ে আছেন। এ সময় বন্ধু আবু জাফর এলেন।

এবার তাহলে কিছু খবর পাওয়া যাবে। আবু জাফর বললেন, ‘আন্দরকিল্লার মোড়ে সিটি করপোরেশন অফিসের সামনে ট্রাকে দাঁড়িয়ে আছেন কয়েকজন বাঙালি সৈন্য। তাঁরা জনগণের কাছে সব ধরনের সাহায্য চাইছেন। তাঁরা বলছেন, সেনানিবাসের মধ্যে পাকিস্তানিরা পাঁচ শর বেশি সৈন্যকে হত্যা করেছে। দেশ স্বাধীন হয়ে গেছে।’

জাফর সাহেবের সঙ্গে পথে বেরিয়ে এলেন অনুপম সেন। পথে পথে ব্যারিকেড দেওয়া হয়েছে। আন্দরকিল্লায় পথে যেতে যেতে তাঁরা দেখলেন, উৎসুক মানুষ ঘুরছে রাস্তায়। জানতে চাইছে, আসলে কী হয়েছে। মেটারনিটি হাসপাতালের পাশে আজাদী পত্রিকা অফিসে গিয়ে দেখলেন সাইক্লোস্টাইল করা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার অনেকগুলো কপি ছড়িয়ে আছে। রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানাসহ অনেক জায়গায় পাকিস্তানিরা আক্রমণ করেছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন।

সূত্র: মুহম্মদ শামসুল হক, চোখে দেখা ৭১, পৃষ্ঠা ১৩-১৫

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত