নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জ্বালানি খাতে নাগরিকদের অধিকার নিশ্চিতে সুষ্ঠু জ্বালানি নীতিমালা প্রণয়নের বিকল্প নেই। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নাগরিকের জ্বালানির অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ে (ইউএসটিসি) খসড়া জ্বালানি নীতির ওপর এক নাগরিক মতবিনিময় সভায় বক্তারা এসব বলেন।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ‘আমরা জ্বালানি সম্পদ রক্ষা করতে পারিনি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিযুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো নিস্ক্রিয় থাকে। মন্ত্রণালয়ে যে লোকগুলো রাখা হয়েছে তাঁরা যদি ব্যবসার অংশ হন, এই সমস্যা হবে। এ সুযোগে বেসরকারি খাত সুযোগ খুঁজবে।’
ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘নেপালে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। এটার দাম আমরা জানি। প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কত টাকা খরচ পড়ছে সেটা আমরা জানি। কিন্তু নিউক্লিয়ার, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের অন্ধকারে রেখেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, ‘মৌলিক অধিকারের বিবেচনায় জ্বালানির ওপর আমাদের অধিকার জন্মায়। এই অধিকার সঠিকভাবে বাস্তবায়ন সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমানে জ্বালানি সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। এই সমস্যার কারণে আমাদের অধিকার লুণ্ঠনের শিকার হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসেন কবীর বলেন, ‘জ্বালানি সরকারের আওতায় থাকতে হবে। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা নিজেরা ব্যবসা করছেন। সবাই ব্যবসা করলে ইকোসিস্টেমের কী হবে? রাষ্ট্রের দায়িত্ব আমার অধিকার সুরক্ষা দেওয়ার, সে কাজ হচ্ছে না।’
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘এখানে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়। এলপিজির ক্ষেত্রে আমরা দেখি ৫৪টি কোম্পানির মধ্যে মাত্র ৪-৫টি কোম্পানি ব্যবসা করছে। বাকিরা দেওলিয়া হওয়ার পথে। এখনো এটা নিয়ে কোনো নীতিমালা হয়নি। বাস্তব সম্মত প্রস্তাবনা নিয়ে জ্বালানি অধিকার নিশ্চিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
ক্যাব কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এস এম সোহরাব উদ্দীন, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ সামাজিক-রাজনৈতিক নেতারা।
জ্বালানি খাতে নাগরিকদের অধিকার নিশ্চিতে সুষ্ঠু জ্বালানি নীতিমালা প্রণয়নের বিকল্প নেই। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নাগরিকের জ্বালানির অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ে (ইউএসটিসি) খসড়া জ্বালানি নীতির ওপর এক নাগরিক মতবিনিময় সভায় বক্তারা এসব বলেন।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ‘আমরা জ্বালানি সম্পদ রক্ষা করতে পারিনি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিযুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো নিস্ক্রিয় থাকে। মন্ত্রণালয়ে যে লোকগুলো রাখা হয়েছে তাঁরা যদি ব্যবসার অংশ হন, এই সমস্যা হবে। এ সুযোগে বেসরকারি খাত সুযোগ খুঁজবে।’
ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘নেপালে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। এটার দাম আমরা জানি। প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কত টাকা খরচ পড়ছে সেটা আমরা জানি। কিন্তু নিউক্লিয়ার, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের অন্ধকারে রেখেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, ‘মৌলিক অধিকারের বিবেচনায় জ্বালানির ওপর আমাদের অধিকার জন্মায়। এই অধিকার সঠিকভাবে বাস্তবায়ন সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমানে জ্বালানি সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। এই সমস্যার কারণে আমাদের অধিকার লুণ্ঠনের শিকার হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসেন কবীর বলেন, ‘জ্বালানি সরকারের আওতায় থাকতে হবে। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা নিজেরা ব্যবসা করছেন। সবাই ব্যবসা করলে ইকোসিস্টেমের কী হবে? রাষ্ট্রের দায়িত্ব আমার অধিকার সুরক্ষা দেওয়ার, সে কাজ হচ্ছে না।’
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘এখানে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়। এলপিজির ক্ষেত্রে আমরা দেখি ৫৪টি কোম্পানির মধ্যে মাত্র ৪-৫টি কোম্পানি ব্যবসা করছে। বাকিরা দেওলিয়া হওয়ার পথে। এখনো এটা নিয়ে কোনো নীতিমালা হয়নি। বাস্তব সম্মত প্রস্তাবনা নিয়ে জ্বালানি অধিকার নিশ্চিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
ক্যাব কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এস এম সোহরাব উদ্দীন, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ সামাজিক-রাজনৈতিক নেতারা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪৩ মিনিট আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ ঘণ্টা আগে