জসিম উদ্দিন, নীলফামারী
ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর সারা দেশে উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। এর মধ্যে দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নীলফামারীর আদালতপাড়ায় বাড়তি কোনো নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা চোখে পড়েনি। সেখানে দেখা গেছে, খোলা মূল ফটক দিয়ে বিচারপ্রার্থীসহ সাধারণ লোকজন অবাধে যাতায়াত করছেন। এ সময় একটি খালি ট্রাক্টরকে আদালত চত্বর থেকে বের হতে দেখা যায়।
আদালতের মূল ভবনের প্রবেশদ্বার, বারান্দায় মানুষের অবাধ চলাচল থাকলেও বাড়তি কোনো নিরাপত্তারক্ষী কিংবা পুলিশ সদস্য ছিল না। এজলাসগুলোর সামনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষদের জটলা ছিল সাধারণ দিনের মতোই। এ ছাড়া আদালত চত্বরে ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকানদারদের বিচরণ ছিল স্বাভাবিক দিনের মতোই। মূল ফটকের ভেতরে মালামালের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে তাঁদের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নূর আমীন বলেন, বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তবে সবাই সজাগ আছেন। আদালতে বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গোটা জেলায় সতর্ক অবস্থানে থেকে পুলিশ কাজ করছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে একটি মামলায় গত রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে আদালত চত্বর ছেড়ে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা অন্য জঙ্গিরা পুলিশের চোখে-মুখে স্প্রে করে শামীম ও সাকিবকে ছিনিয়ে নিয়ে যান।
এই দুজন ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের ধরার জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর সারা দেশে উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। এর মধ্যে দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নীলফামারীর আদালতপাড়ায় বাড়তি কোনো নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা চোখে পড়েনি। সেখানে দেখা গেছে, খোলা মূল ফটক দিয়ে বিচারপ্রার্থীসহ সাধারণ লোকজন অবাধে যাতায়াত করছেন। এ সময় একটি খালি ট্রাক্টরকে আদালত চত্বর থেকে বের হতে দেখা যায়।
আদালতের মূল ভবনের প্রবেশদ্বার, বারান্দায় মানুষের অবাধ চলাচল থাকলেও বাড়তি কোনো নিরাপত্তারক্ষী কিংবা পুলিশ সদস্য ছিল না। এজলাসগুলোর সামনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষদের জটলা ছিল সাধারণ দিনের মতোই। এ ছাড়া আদালত চত্বরে ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকানদারদের বিচরণ ছিল স্বাভাবিক দিনের মতোই। মূল ফটকের ভেতরে মালামালের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে তাঁদের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নূর আমীন বলেন, বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তবে সবাই সজাগ আছেন। আদালতে বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গোটা জেলায় সতর্ক অবস্থানে থেকে পুলিশ কাজ করছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে একটি মামলায় গত রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে আদালত চত্বর ছেড়ে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা অন্য জঙ্গিরা পুলিশের চোখে-মুখে স্প্রে করে শামীম ও সাকিবকে ছিনিয়ে নিয়ে যান।
এই দুজন ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের ধরার জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে