বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নির্মাণশ্রমিকদের অস্থায়ী আবাসনে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঠিকাদারেরা বলছেন, ছাত্রলীগ নেতারা চাঁদার দাবি করছেন। চাঁদার টাকা না দেওয়ায় তারা ভাঙচুর করেছেন। তবে ছাত্রলীগের নেতারা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, ঠিকাদারকে কাজে গাফিলতির কথা বলা হলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা উত্তেজিত হয়ে তাঁদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তিনি বর্তমানে ঢাকায়। ক্যাম্পাসে গিয়ে বিষয়টি দেখবেন।
জানা গেছে, ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মীর কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ায় ওই হলের উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন ছাত্ররা।
প্রকল্পের সহকারী ঠিকাদার মো. রাকিব অভিযোগ করেন, ‘বেশ কয়েক দিন ধরে চাঁদার দাবি করে আসছেন ঈশা খাঁ হল ছাত্রলীগের কয়েক নেতা। চাঁদা না দেওয়ায় ভাঙচুর করা হয়। তাঁরা আমাদের ৩ দিনের আলটিমেটাম দেয় অস্থায়ী আবাসন তুলে নেওয়ার জন্য। আমরা তাঁদের জানিয়েছি এখানে থাকার জন্য কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে।’
এ বিষয়ে ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মী রাব্বি হাসান অপু বলেন, ‘হলে চলমান উন্নয়ন কাজ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে। রেজওয়ানের কক্ষের সিলিং ফ্যানটি খুলে পড়ে যে সময় সে নামাজে ছিল। তাই সে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। ঠিকাদার রাকিবকে তাঁর কাজের গাফিলতির কথা বলা হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা উত্তেজিত হয়ে তাঁদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দীন বলেন, ‘আমি ঢাকায়। ক্যাম্পাসে গেলে তাঁদের কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নির্মাণশ্রমিকদের অস্থায়ী আবাসনে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঠিকাদারেরা বলছেন, ছাত্রলীগ নেতারা চাঁদার দাবি করছেন। চাঁদার টাকা না দেওয়ায় তারা ভাঙচুর করেছেন। তবে ছাত্রলীগের নেতারা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, ঠিকাদারকে কাজে গাফিলতির কথা বলা হলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা উত্তেজিত হয়ে তাঁদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তিনি বর্তমানে ঢাকায়। ক্যাম্পাসে গিয়ে বিষয়টি দেখবেন।
জানা গেছে, ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মীর কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ায় ওই হলের উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন ছাত্ররা।
প্রকল্পের সহকারী ঠিকাদার মো. রাকিব অভিযোগ করেন, ‘বেশ কয়েক দিন ধরে চাঁদার দাবি করে আসছেন ঈশা খাঁ হল ছাত্রলীগের কয়েক নেতা। চাঁদা না দেওয়ায় ভাঙচুর করা হয়। তাঁরা আমাদের ৩ দিনের আলটিমেটাম দেয় অস্থায়ী আবাসন তুলে নেওয়ার জন্য। আমরা তাঁদের জানিয়েছি এখানে থাকার জন্য কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে।’
এ বিষয়ে ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মী রাব্বি হাসান অপু বলেন, ‘হলে চলমান উন্নয়ন কাজ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে। রেজওয়ানের কক্ষের সিলিং ফ্যানটি খুলে পড়ে যে সময় সে নামাজে ছিল। তাই সে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। ঠিকাদার রাকিবকে তাঁর কাজের গাফিলতির কথা বলা হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা উত্তেজিত হয়ে তাঁদের অস্থায়ী আবাসনে ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দীন বলেন, ‘আমি ঢাকায়। ক্যাম্পাসে গেলে তাঁদের কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে