নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাবা-মায়ের কাছ থেকে নেশার টাকা জোগাতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোর অপহরণ নাটক সাজিয়েছে। গত শনিবার রাতে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত কিশোর একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় পুলিশ রহস্য উদ্ঘাটনের পর বয়স বিবেচনা করে শোধরানোর সময় দিয়ে অভিযুক্ত কিশোরকে পরে ছেড়ে দিয়েছে। এ কাজে তাকে ক্রাইম পেট্রল সিরিয়াল উৎসাহ জোগায় বলে সে জিজ্ঞাসাবাদে জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, মূলত মা-বাবার সঙ্গে প্রতারণা করে টাকা নিতে অপহরণ নাটক সাজিয়েছিল ওই কিশোর।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এত দিন ছেলে ভালোভাবেই পড়ালেখা করছিল। খারাপ বন্ধুবান্ধব ও অসৎ সঙ্গের কারণে ইমরুল সিগারেট খাওয়া শুরু করে। ছেলেটি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্রথমে সিগারেট, পরে হেরোইন, গাঁজাসহ ইত্যাদি নেশা পেয়ে থাকে। এ নেশার টাকা জোগাড়ের জন্য সে বন্ধুবান্ধবসহ বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করতে শুরু করে।
একপর্যায়ে পাওনাদারেরা টাকা ফেরত পেতে ওই কিশোরকে চাপ দেয়। এদিকে সে তার মা-বাবার কাছেও অতিরিক্ত টাকা চাইতে পারছিল না। পরে টিভিতে ক্রাইম পেট্রল সিরিয়াল অনুসরণ করে বন্ধুদের নিয়ে একটি মিথ্যা অপহরণ নাটক সাজায়।
পুলিশ জানায়, গত শনিবার সকালে চকবাজার থানার লালচান রোডে একটি পূর্বপরিচিত দোকানে অভিযুক্ত কিশোর ও তার এক বন্ধু আসে। পরে অন্য বন্ধুদের যোগসাজশে ওই কিশোরের মাকে ফোন দিয়ে বলে, ‘আপনার ছেলে আমাদের কবজায়। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে টাকা পাঠান। ছেলের সঙ্গে কথা বলেন।’
এ সময় ছেলেটি তার মাকে জানায়, তাকে গুলজার মোড় থেকে একটি মাইক্রোবাসে চারজন লোক জোর করে তুলে নিয়ে যায়। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। তাকে ইলেকট্রিক শক ও মারধর করছে। দ্রুত টাকার ব্যবস্থা করতে হবে। এটা শোনার পর ছেলেটির বাবা চকবাজার থানায় গিয়ে পুলিশের সহায়তা নেন।
চট্টগ্রামে বাবা-মায়ের কাছ থেকে নেশার টাকা জোগাতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোর অপহরণ নাটক সাজিয়েছে। গত শনিবার রাতে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত কিশোর একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় পুলিশ রহস্য উদ্ঘাটনের পর বয়স বিবেচনা করে শোধরানোর সময় দিয়ে অভিযুক্ত কিশোরকে পরে ছেড়ে দিয়েছে। এ কাজে তাকে ক্রাইম পেট্রল সিরিয়াল উৎসাহ জোগায় বলে সে জিজ্ঞাসাবাদে জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, মূলত মা-বাবার সঙ্গে প্রতারণা করে টাকা নিতে অপহরণ নাটক সাজিয়েছিল ওই কিশোর।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এত দিন ছেলে ভালোভাবেই পড়ালেখা করছিল। খারাপ বন্ধুবান্ধব ও অসৎ সঙ্গের কারণে ইমরুল সিগারেট খাওয়া শুরু করে। ছেলেটি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্রথমে সিগারেট, পরে হেরোইন, গাঁজাসহ ইত্যাদি নেশা পেয়ে থাকে। এ নেশার টাকা জোগাড়ের জন্য সে বন্ধুবান্ধবসহ বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করতে শুরু করে।
একপর্যায়ে পাওনাদারেরা টাকা ফেরত পেতে ওই কিশোরকে চাপ দেয়। এদিকে সে তার মা-বাবার কাছেও অতিরিক্ত টাকা চাইতে পারছিল না। পরে টিভিতে ক্রাইম পেট্রল সিরিয়াল অনুসরণ করে বন্ধুদের নিয়ে একটি মিথ্যা অপহরণ নাটক সাজায়।
পুলিশ জানায়, গত শনিবার সকালে চকবাজার থানার লালচান রোডে একটি পূর্বপরিচিত দোকানে অভিযুক্ত কিশোর ও তার এক বন্ধু আসে। পরে অন্য বন্ধুদের যোগসাজশে ওই কিশোরের মাকে ফোন দিয়ে বলে, ‘আপনার ছেলে আমাদের কবজায়। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে টাকা পাঠান। ছেলের সঙ্গে কথা বলেন।’
এ সময় ছেলেটি তার মাকে জানায়, তাকে গুলজার মোড় থেকে একটি মাইক্রোবাসে চারজন লোক জোর করে তুলে নিয়ে যায়। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। তাকে ইলেকট্রিক শক ও মারধর করছে। দ্রুত টাকার ব্যবস্থা করতে হবে। এটা শোনার পর ছেলেটির বাবা চকবাজার থানায় গিয়ে পুলিশের সহায়তা নেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে