সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সঙ্গে ভাঙনও। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত) যমুনার পানি সিরাজগঞ্জ রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৮ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে দেখা দিয়েছে নদীভাঙন। তিন দিনে এই গ্রামের অন্তত ১৫টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, তাঁত কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা ঘরসহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
জালালপুর গ্রামের আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ভাঙন দেখা দিয়েছে। তারা সময়মতো কাজ করেন না। শুষ্ক মৌসুমে ঠিকমতো কাজ করলে আজ ভাঙনের কবলে পড়তে হতো না এলাকাবাসীকে।’
জালালপুর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েক দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্টে তীব্র স্রোতে নদী পাড়ের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড নদীপাড়ের দুই পাশে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে অনেক স্থানে মাঝখানে ফাঁকা রাখে। তীব্র স্রোতে সেই ফাঁকা জায়গা থেকে ভাঙনের সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে যদি পাড়ের কিছুটা দূর থেকে জিও ব্যাগ ফেলা হয়, তা হলে বর্ষা মৌসুমে আমাদের আর ভিটেমাটি হারাতে হয় না।’
সিরাজগঞ্জ পাউবোর জালালপুর ১০ নম্বর পয়েন্টের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আবদুল ওহাব বলেন, ‘এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহজাদপুর উপজেলা পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটারে স্থায়ী বাঁধের কাজ শুরু হয়েছে। হঠাৎ যমুনায় পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, ‘৩১ আগস্ট থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় কাজিপুর-মেঘাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সঙ্গে ভাঙনও। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত) যমুনার পানি সিরাজগঞ্জ রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৮ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে দেখা দিয়েছে নদীভাঙন। তিন দিনে এই গ্রামের অন্তত ১৫টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, তাঁত কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা ঘরসহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
জালালপুর গ্রামের আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ভাঙন দেখা দিয়েছে। তারা সময়মতো কাজ করেন না। শুষ্ক মৌসুমে ঠিকমতো কাজ করলে আজ ভাঙনের কবলে পড়তে হতো না এলাকাবাসীকে।’
জালালপুর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েক দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্টে তীব্র স্রোতে নদী পাড়ের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড নদীপাড়ের দুই পাশে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে অনেক স্থানে মাঝখানে ফাঁকা রাখে। তীব্র স্রোতে সেই ফাঁকা জায়গা থেকে ভাঙনের সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে যদি পাড়ের কিছুটা দূর থেকে জিও ব্যাগ ফেলা হয়, তা হলে বর্ষা মৌসুমে আমাদের আর ভিটেমাটি হারাতে হয় না।’
সিরাজগঞ্জ পাউবোর জালালপুর ১০ নম্বর পয়েন্টের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আবদুল ওহাব বলেন, ‘এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহজাদপুর উপজেলা পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটারে স্থায়ী বাঁধের কাজ শুরু হয়েছে। হঠাৎ যমুনায় পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, ‘৩১ আগস্ট থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় কাজিপুর-মেঘাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে