আজকের পত্রিকা ডেস্ক
‘কই ছিলি কোত্থেকে এলি/আয় খেলি দেশ-দেশ খেলি/সীমান্ত কাকে বলে কাঁটাতার বুঝি/আই খুঁজি দুনিয়াটা খুঁজি’-ভারতের এনআরসির বিরুদ্ধে সরব কবীর সুমনের এ গানের কথাগুলো সীমান্ত আর কাঁটাতারের বেড়াকে ধিক্কার দেয়। ব্রিটিশ আমলে দেশভাগের সময় এমনই এক সীমান্ত নেমে আসে উপমহাদেশে। পাশের বাড়ির প্রতিবেশী হয়ে যায় অন্য দেশের মানুষ। ঘর এক দেশে আর রান্নাঘর চলে যায় অন্য দেশে।
আজকের গল্পটা সীমান্ত নিয়ে হলেও তা কোনো মানুষের ঘটনা নয়। ‘সীমান্ত’ নামক বাধার কারণে এক নেকড়ের নিজ ঘরে ফিরতে না পারার আকুতি নিয়ে এই গল্প। ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর এক প্রতিবেদনে জানানো হয়, গল্পের শুরু গত বছরের শেষ দিকে।
গল্পটা বলার আগে নেকড়ে নিয়ে কিছু জেনে নেওয়া যাক। নেকড়েরা দলবদ্ধ সামাজিক প্রাণী। দলবেঁধে ঘোরাফেরা করলেও নিজেদের এলাকা ভাগ করা আছে এদের। তেমনি একদল বিচরণ করছিল যুক্তরাষ্ট্রের পূর্ব অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি জঙ্গলে। ঘরে ফেরার টান অনুভব করে একটি বিরল মেক্সিকান ধূসর নেকড়ে। অনুভব করে একজন সঙ্গীর অভাব। পাশাপাশি নিজের এলাকা বানানোর সময় চলে আসে ‘মিস্টার গুডবার’ নামের এই নেকড়ে। সেই তাগিদ থেকেই চিহুয়াহুয়ান মরুভূমির দক্ষিণ-পূর্ব দিকে যেতে থাকে গুডবার। তৃণভূমি, গুল্মভূমি, উপত্যকা এবং পর্বত পেরিয়ে যেতে থাকে নিজের ঘরের পথে। গত ২২ নভেম্বর পূর্ব পোট্রিলো পাহাড়ে পৌঁছায় এটি। সেখানেই সম্প্রতি শুরু হয়েছে আগ্নেয়গিরির উদ্গিরণ। তবে পথ তার অনেকটা চেনা।
চলার পথে সহসাই থমকে যেতে হয় গুডবারকে। সামনে পড়েছে ৩০ ফুট লম্বা এক দেয়াল। কয়েক বছর আগেও এখানে কাঁটাতারের বেড়া দেখেছে সে। সেটি দিয়ে গাড়ি আটকানো গেলেও প্রাণীদের চলাফেরায় কোনো বাধা ছিল না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে বাড়ি ফেরা আটকে যায় নেকড়েটির। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এ দেয়াল বানানো হয়।
কিন্তু গুডবার দমে যাওয়ার পাত্র নয়। টানা পাঁচ দিন দেয়াল ঘেঁষে এদিক-ওদিক যেতে থাকে সে। ২৩ মাইল ঘুরে দেখার পরও কোনো কূলকিনারা করতে না পেরে অবশেষে ঘরে ফেরার আশা ছেড়ে দেয় নেকড়েটি। ফিরে আসে উত্তরের দিকে। এদিকে জিপিএসের সুবিধা ব্যবহার করে গুডবারের পুরো যাত্রাপথ পর্যবেক্ষণ করে মার্কিন মাছ ও বন্য প্রাণী সেবা প্রতিষ্ঠান।
প্রাণিবিদ মাইকেল রবিনসন বলেন, ‘এ ঘটনা দেখে আমি অবাক হইনি। আগেই জানতাম এমন হবে। তবে নেকড়ের জন্য কিছুটা খারাপ লেগেছে। শুধু নেকড়ে নয়, সীমান্ত দেয়ালের কারণে অন্যান্য প্রাণীর বাস্তুসংস্থানও হুমকির মুখে পড়েছে। নেকড়ের ঘটনাটি আমরা জানতে পারলেও প্রতিদিন এমন ঘটনা ঘটছে।’
মেক্সিকান ধূসর নেকড়ে একটি বিরল প্রজাতি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশাসন একে ‘বিপন্ন প্রাণীর’ তালিকাভুক্ত করেছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে এদের আনাগোনা ছিল। কয়েক বছর আগেও দুই দেশে ছিল এ জীববৈচিত্র্য। কিন্তু দেয়াল নির্মাণের কারণে এ প্রাণীর বিচরণক্ষেত্র কমে গেছে।
মিস্টার গুডবার এখন গিলা জাতীয় উদ্যানে বিচরণ করে। ঘরে ফিরতে আবার চেষ্টা করেছিল কি না, তা জানা যায়নি।
‘কই ছিলি কোত্থেকে এলি/আয় খেলি দেশ-দেশ খেলি/সীমান্ত কাকে বলে কাঁটাতার বুঝি/আই খুঁজি দুনিয়াটা খুঁজি’-ভারতের এনআরসির বিরুদ্ধে সরব কবীর সুমনের এ গানের কথাগুলো সীমান্ত আর কাঁটাতারের বেড়াকে ধিক্কার দেয়। ব্রিটিশ আমলে দেশভাগের সময় এমনই এক সীমান্ত নেমে আসে উপমহাদেশে। পাশের বাড়ির প্রতিবেশী হয়ে যায় অন্য দেশের মানুষ। ঘর এক দেশে আর রান্নাঘর চলে যায় অন্য দেশে।
আজকের গল্পটা সীমান্ত নিয়ে হলেও তা কোনো মানুষের ঘটনা নয়। ‘সীমান্ত’ নামক বাধার কারণে এক নেকড়ের নিজ ঘরে ফিরতে না পারার আকুতি নিয়ে এই গল্প। ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর এক প্রতিবেদনে জানানো হয়, গল্পের শুরু গত বছরের শেষ দিকে।
গল্পটা বলার আগে নেকড়ে নিয়ে কিছু জেনে নেওয়া যাক। নেকড়েরা দলবদ্ধ সামাজিক প্রাণী। দলবেঁধে ঘোরাফেরা করলেও নিজেদের এলাকা ভাগ করা আছে এদের। তেমনি একদল বিচরণ করছিল যুক্তরাষ্ট্রের পূর্ব অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি জঙ্গলে। ঘরে ফেরার টান অনুভব করে একটি বিরল মেক্সিকান ধূসর নেকড়ে। অনুভব করে একজন সঙ্গীর অভাব। পাশাপাশি নিজের এলাকা বানানোর সময় চলে আসে ‘মিস্টার গুডবার’ নামের এই নেকড়ে। সেই তাগিদ থেকেই চিহুয়াহুয়ান মরুভূমির দক্ষিণ-পূর্ব দিকে যেতে থাকে গুডবার। তৃণভূমি, গুল্মভূমি, উপত্যকা এবং পর্বত পেরিয়ে যেতে থাকে নিজের ঘরের পথে। গত ২২ নভেম্বর পূর্ব পোট্রিলো পাহাড়ে পৌঁছায় এটি। সেখানেই সম্প্রতি শুরু হয়েছে আগ্নেয়গিরির উদ্গিরণ। তবে পথ তার অনেকটা চেনা।
চলার পথে সহসাই থমকে যেতে হয় গুডবারকে। সামনে পড়েছে ৩০ ফুট লম্বা এক দেয়াল। কয়েক বছর আগেও এখানে কাঁটাতারের বেড়া দেখেছে সে। সেটি দিয়ে গাড়ি আটকানো গেলেও প্রাণীদের চলাফেরায় কোনো বাধা ছিল না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে বাড়ি ফেরা আটকে যায় নেকড়েটির। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এ দেয়াল বানানো হয়।
কিন্তু গুডবার দমে যাওয়ার পাত্র নয়। টানা পাঁচ দিন দেয়াল ঘেঁষে এদিক-ওদিক যেতে থাকে সে। ২৩ মাইল ঘুরে দেখার পরও কোনো কূলকিনারা করতে না পেরে অবশেষে ঘরে ফেরার আশা ছেড়ে দেয় নেকড়েটি। ফিরে আসে উত্তরের দিকে। এদিকে জিপিএসের সুবিধা ব্যবহার করে গুডবারের পুরো যাত্রাপথ পর্যবেক্ষণ করে মার্কিন মাছ ও বন্য প্রাণী সেবা প্রতিষ্ঠান।
প্রাণিবিদ মাইকেল রবিনসন বলেন, ‘এ ঘটনা দেখে আমি অবাক হইনি। আগেই জানতাম এমন হবে। তবে নেকড়ের জন্য কিছুটা খারাপ লেগেছে। শুধু নেকড়ে নয়, সীমান্ত দেয়ালের কারণে অন্যান্য প্রাণীর বাস্তুসংস্থানও হুমকির মুখে পড়েছে। নেকড়ের ঘটনাটি আমরা জানতে পারলেও প্রতিদিন এমন ঘটনা ঘটছে।’
মেক্সিকান ধূসর নেকড়ে একটি বিরল প্রজাতি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশাসন একে ‘বিপন্ন প্রাণীর’ তালিকাভুক্ত করেছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে এদের আনাগোনা ছিল। কয়েক বছর আগেও দুই দেশে ছিল এ জীববৈচিত্র্য। কিন্তু দেয়াল নির্মাণের কারণে এ প্রাণীর বিচরণক্ষেত্র কমে গেছে।
মিস্টার গুডবার এখন গিলা জাতীয় উদ্যানে বিচরণ করে। ঘরে ফিরতে আবার চেষ্টা করেছিল কি না, তা জানা যায়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে