মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
‘বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বাদাম-বুট বেচা শুরু করায় হামার কাছোত আর কেউ খাবার চায় না। আগের মতোন বেচা হওছে না। কামাই কম হওয়ায় মাগ ছাওয়া নিয়া সংসার চালবার পাওছি না। হামারগুলাক নিয়া এ্যাকনা লেখালেখি করেন।’ কথাগুলো বলছিলেন বাদাম ও আলুর চিপসের ফেরিওয়ালা ইব্রাহিম মিয়া।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া ১৫ বছর ধরে বুট, বাদাম ও আলুর চিপস ফেরি করে বিক্রি করছেন। আগে আয় ভালো করতেন, এখন আগের মতো বেচা হয় না।
ইব্রাহিম বলেন, ‘বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের বাদাম-বুট গাঁও-গেরামে হাত বাড়ালেই পাওয়া যায়। রংবেরঙের প্যাকেটে ভরা চিপস, বাদাম, মোটর ভাজা, ডাল ভাজা ও ঝাল মুড়ি পাওয়া যাচ্ছে। দাম নাগালের মধ্যে। ৫ থেকে ১০ টাকায় মেলে এসব খাবার। হামার খোলা বাদাম-বুট ভাজা ও পাঁপড় কেউ খাবার চায় না।’
ইব্রাহিম প্রতিদিন আফতাবগঞ্জ থেকে অটোরিকশা বা ভ্যানে করে মিঠাপুকুর উপজেলা সদরে আসেন। সারা দিন অলিগলি, অফিসপাড়া ও হাটবাজার চষে বেড়ান। এতে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন বলে জানান তিনি।
তপন নামের আরেক ফেরিওয়ালা জানান, কম পুঁজিতে অনেক গরিব মানুষ মুড়ি মাখা, বাদাম-বুট ও আলুর চিপস বিক্রি করে সংসার চালাতেন। বর্তমানে বাজারে সুন্দর সুন্দর প্যাকেটে ভরা মুড়ি, ডাল ভাজা, বাদাম ও চিপস কিনতে পাওয়া যায়। এসব প্যাকেটজাত খাবারের তুলনায় বাড়িতে ভাজা মুড়ি, বুট ও বাদাম ভাজার মান অনেক ভালো বলে দাবি করেন তিনি।
তপন আরও জানান, প্যাকেটজাত খাবারে তিন থেকে ছয় মাস মেয়াদ থাকে। অপরদিকে বাড়িতে তৈরি খাবারের মেয়াদ থাকে দু-এক দিন। যাঁরা ফেরি করে খাবার বিক্রি করেন, তাঁরা প্রায় প্রতিদিন এসব খাবার তৈরি করেন।
বাজারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান আকর্ষণীয় মোড়কে বুট, বাদাম, ঝাল মুড়ি ও চিপস বাজারজাত করছে। এসব প্রতিষ্ঠানের খাবার বেশি বিক্রি হওয়ায় ফেরিওয়ালাদের অনেকে পেশা ছেড়ে দিনমজুরি ও রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। যাঁরা এই পেশা আগলে রেখেছেন, তাঁরা কষ্টে আছেন।
‘বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বাদাম-বুট বেচা শুরু করায় হামার কাছোত আর কেউ খাবার চায় না। আগের মতোন বেচা হওছে না। কামাই কম হওয়ায় মাগ ছাওয়া নিয়া সংসার চালবার পাওছি না। হামারগুলাক নিয়া এ্যাকনা লেখালেখি করেন।’ কথাগুলো বলছিলেন বাদাম ও আলুর চিপসের ফেরিওয়ালা ইব্রাহিম মিয়া।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া ১৫ বছর ধরে বুট, বাদাম ও আলুর চিপস ফেরি করে বিক্রি করছেন। আগে আয় ভালো করতেন, এখন আগের মতো বেচা হয় না।
ইব্রাহিম বলেন, ‘বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের বাদাম-বুট গাঁও-গেরামে হাত বাড়ালেই পাওয়া যায়। রংবেরঙের প্যাকেটে ভরা চিপস, বাদাম, মোটর ভাজা, ডাল ভাজা ও ঝাল মুড়ি পাওয়া যাচ্ছে। দাম নাগালের মধ্যে। ৫ থেকে ১০ টাকায় মেলে এসব খাবার। হামার খোলা বাদাম-বুট ভাজা ও পাঁপড় কেউ খাবার চায় না।’
ইব্রাহিম প্রতিদিন আফতাবগঞ্জ থেকে অটোরিকশা বা ভ্যানে করে মিঠাপুকুর উপজেলা সদরে আসেন। সারা দিন অলিগলি, অফিসপাড়া ও হাটবাজার চষে বেড়ান। এতে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন বলে জানান তিনি।
তপন নামের আরেক ফেরিওয়ালা জানান, কম পুঁজিতে অনেক গরিব মানুষ মুড়ি মাখা, বাদাম-বুট ও আলুর চিপস বিক্রি করে সংসার চালাতেন। বর্তমানে বাজারে সুন্দর সুন্দর প্যাকেটে ভরা মুড়ি, ডাল ভাজা, বাদাম ও চিপস কিনতে পাওয়া যায়। এসব প্যাকেটজাত খাবারের তুলনায় বাড়িতে ভাজা মুড়ি, বুট ও বাদাম ভাজার মান অনেক ভালো বলে দাবি করেন তিনি।
তপন আরও জানান, প্যাকেটজাত খাবারে তিন থেকে ছয় মাস মেয়াদ থাকে। অপরদিকে বাড়িতে তৈরি খাবারের মেয়াদ থাকে দু-এক দিন। যাঁরা ফেরি করে খাবার বিক্রি করেন, তাঁরা প্রায় প্রতিদিন এসব খাবার তৈরি করেন।
বাজারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান আকর্ষণীয় মোড়কে বুট, বাদাম, ঝাল মুড়ি ও চিপস বাজারজাত করছে। এসব প্রতিষ্ঠানের খাবার বেশি বিক্রি হওয়ায় ফেরিওয়ালাদের অনেকে পেশা ছেড়ে দিনমজুরি ও রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। যাঁরা এই পেশা আগলে রেখেছেন, তাঁরা কষ্টে আছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে