সাইফুল ইসলাম, চরফ্যাশন (ভোলা)
শীত বাড়ছে দক্ষিণাঞ্চলে। ঠান্ডা বাতাস আর শীতে ভোগান্তি বাড়ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। দীর্ঘ ২৩ বছরেও সংস্কার না করায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউসটি। পলেস্তারা খসে পড়া সিমেন্টের খুঁটির ওপর নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে এখানকার ঘরগুলো। ১৯৯৮ সালের জুলাই মাসের ১৬ তারিখে নৌবাহিনীর তত্ত্বাবধানে ব্যারাক হাউসটি নির্মিত হয়। প্রকল্পটির অবস্থান ভোলার চরফ্যাশন উপজেলার নায়ইবের পোল এলাকায়।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৬ জুলাই নৌবাহিনীর তত্ত্বাবধানে দুই একর জমিতে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউস নির্মিত হয়। ভিটাবাড়ি হারানো ৪০টি পরিবারের জন্য এই প্রকল্পের ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে ৪০টি পরিবারের জন্য দুটি শৌচাগার ও দুটি গোসলখানা নির্মাণ করে দেওয়া হয়। পরিবারগুলোর জন্য দুটি নলকূপ দেওয়া হয়। কিন্তু ১৬ বছর আগে নলকূপ, শৌচাগার ও ঘরসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।
আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ব্যারাকের প্রতিটি ঘর জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ছাউনির টিনগুলো মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই অঝোরে পানি পড়ে। সেগুলো বন্ধ করতে পলিথিন বিছিয়ে তার ওপর ইট চাপা দেওয়া হয়েছে। দরজা-জানালা ভেঙে গেছে বহু আগে। এসব দরজা-জানালা বন্ধ করার কাজ চালিয়ে নিচ্ছে চটের বস্তা টানিয়ে। শৌচাগারটির ভেঙে যাওয়া দরজা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে বাসিন্দারা। একটি নলকূপ অকেজো হয়ে রয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ব্যবহার অযোগ্য এসব ঘরে ৩৪টি পরিবারের অন্তত ২২০ ব্যক্তি বসবাস করেছেন। রোদ-বৃষ্টি ও শীত উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করেছেন পরিবারগুলো। এমন দুর্ভোগের জীবন সহ্য করতে না পেরে কয়েক বছর আগে ৬টি পরিবার চলে গেছে।
এই আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত বৃদ্ধ আবুল কালাম। ১৭ বছর আগে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাবার ভিটায় বসবাস করতেন। বাবা দেনার দায়ে বসতভিটা বিক্রি করে দিলে বিচ্ছিন্ন হয়ে পরে তাঁর পরিবার। স্ত্রী-সন্তানসহ তাঁর আশ্রয় মেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে। ছেলেরা অন্যত্র চলে গেলেও বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এই প্রকল্পের একটি ঘরে। কয়েক দশক মেরামত না হওয়ায় জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন তাঁরা।
তিন সন্তানের জননী বিউটি বেগম বলেন, ‘বৃষ্টি আইলে রানদনের (রান্নার) পাতিল নিয়া বইশ্যা (বসে) থাকি। বৃষ্টির কোপে টিন ফুঁটা হইয়্যা বিছানায় পানি পড়ে সব ভিইজ্যা যায়। আমাগো ঘরগুলা দশ বছর আগে ভাইংগা গেলেও ঠিক করে নাই। আমাগো খোঁজ কেউ নেয় না। সরকারের কোনো সহায়তা পাই নাই।’
আশ্রয়ণ প্রকল্পের জীর্ণ ঘরেই থাকেন ময়ফুল বেগম। শাশুড়ি, স্বামী ও দুই সন্তান মিলে পাঁচজনের সংসার। আঠারো বছর ধরে দুই কক্ষের একটা ঘরে বসবাস করলেও প্রায় পাঁচ বছর আগে একটি কক্ষের ছাউনির টিন মরিচা ধরে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওই ছাউনি টিন না থাকায় পরিত্যক্ত হয়ে আছে কক্ষটি। তাই একটি কক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে পাঁচজনের এই পরিবারটিকে।
ব্যারাক হাউসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলোতে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছেন বাসিন্দারা। এসব জরাজীর্ণ ঘর ও টয়লেট, টিউবওয়েল মেরামত করা প্রয়োজন। আমরা সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পাইনি। নেই শিশুদের কোনো শিক্ষার ব্যবস্থা। ওপর মহলকে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাইনি।’
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান জানান, আপাতত পুরোনো আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। সরকার উদ্যোগ নিলে সংস্কার হতে পারে।
চরফ্যাশন ইউএনও আল নোমান বলেন, ‘ইতিপূর্বে পুরোনো আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বসবাসের অনুপযোগী ঘরগুলো মেরামত করা হবে।’
শীত বাড়ছে দক্ষিণাঞ্চলে। ঠান্ডা বাতাস আর শীতে ভোগান্তি বাড়ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। দীর্ঘ ২৩ বছরেও সংস্কার না করায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউসটি। পলেস্তারা খসে পড়া সিমেন্টের খুঁটির ওপর নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে এখানকার ঘরগুলো। ১৯৯৮ সালের জুলাই মাসের ১৬ তারিখে নৌবাহিনীর তত্ত্বাবধানে ব্যারাক হাউসটি নির্মিত হয়। প্রকল্পটির অবস্থান ভোলার চরফ্যাশন উপজেলার নায়ইবের পোল এলাকায়।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৬ জুলাই নৌবাহিনীর তত্ত্বাবধানে দুই একর জমিতে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউস নির্মিত হয়। ভিটাবাড়ি হারানো ৪০টি পরিবারের জন্য এই প্রকল্পের ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে ৪০টি পরিবারের জন্য দুটি শৌচাগার ও দুটি গোসলখানা নির্মাণ করে দেওয়া হয়। পরিবারগুলোর জন্য দুটি নলকূপ দেওয়া হয়। কিন্তু ১৬ বছর আগে নলকূপ, শৌচাগার ও ঘরসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।
আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ব্যারাকের প্রতিটি ঘর জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ছাউনির টিনগুলো মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই অঝোরে পানি পড়ে। সেগুলো বন্ধ করতে পলিথিন বিছিয়ে তার ওপর ইট চাপা দেওয়া হয়েছে। দরজা-জানালা ভেঙে গেছে বহু আগে। এসব দরজা-জানালা বন্ধ করার কাজ চালিয়ে নিচ্ছে চটের বস্তা টানিয়ে। শৌচাগারটির ভেঙে যাওয়া দরজা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে বাসিন্দারা। একটি নলকূপ অকেজো হয়ে রয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ব্যবহার অযোগ্য এসব ঘরে ৩৪টি পরিবারের অন্তত ২২০ ব্যক্তি বসবাস করেছেন। রোদ-বৃষ্টি ও শীত উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করেছেন পরিবারগুলো। এমন দুর্ভোগের জীবন সহ্য করতে না পেরে কয়েক বছর আগে ৬টি পরিবার চলে গেছে।
এই আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত বৃদ্ধ আবুল কালাম। ১৭ বছর আগে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাবার ভিটায় বসবাস করতেন। বাবা দেনার দায়ে বসতভিটা বিক্রি করে দিলে বিচ্ছিন্ন হয়ে পরে তাঁর পরিবার। স্ত্রী-সন্তানসহ তাঁর আশ্রয় মেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে। ছেলেরা অন্যত্র চলে গেলেও বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এই প্রকল্পের একটি ঘরে। কয়েক দশক মেরামত না হওয়ায় জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন তাঁরা।
তিন সন্তানের জননী বিউটি বেগম বলেন, ‘বৃষ্টি আইলে রানদনের (রান্নার) পাতিল নিয়া বইশ্যা (বসে) থাকি। বৃষ্টির কোপে টিন ফুঁটা হইয়্যা বিছানায় পানি পড়ে সব ভিইজ্যা যায়। আমাগো ঘরগুলা দশ বছর আগে ভাইংগা গেলেও ঠিক করে নাই। আমাগো খোঁজ কেউ নেয় না। সরকারের কোনো সহায়তা পাই নাই।’
আশ্রয়ণ প্রকল্পের জীর্ণ ঘরেই থাকেন ময়ফুল বেগম। শাশুড়ি, স্বামী ও দুই সন্তান মিলে পাঁচজনের সংসার। আঠারো বছর ধরে দুই কক্ষের একটা ঘরে বসবাস করলেও প্রায় পাঁচ বছর আগে একটি কক্ষের ছাউনির টিন মরিচা ধরে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওই ছাউনি টিন না থাকায় পরিত্যক্ত হয়ে আছে কক্ষটি। তাই একটি কক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে পাঁচজনের এই পরিবারটিকে।
ব্যারাক হাউসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলোতে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছেন বাসিন্দারা। এসব জরাজীর্ণ ঘর ও টয়লেট, টিউবওয়েল মেরামত করা প্রয়োজন। আমরা সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পাইনি। নেই শিশুদের কোনো শিক্ষার ব্যবস্থা। ওপর মহলকে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাইনি।’
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান জানান, আপাতত পুরোনো আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। সরকার উদ্যোগ নিলে সংস্কার হতে পারে।
চরফ্যাশন ইউএনও আল নোমান বলেন, ‘ইতিপূর্বে পুরোনো আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বসবাসের অনুপযোগী ঘরগুলো মেরামত করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে