রহমান মৃধা
জীবনে যে অর্থের খুব প্রয়োজন, সেটা তো অস্বীকার করা যায় না। অন্যদিকে ক্ষমতার জোর না থাকলে তো সমাজে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। সে ক্ষেত্রে অর্থ ও ক্ষমতা থাকলে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা অনেক সহজ হয়। কিন্তু নিজের কোনো জ্ঞান না থাকলে শুধু অর্থ বা ক্ষমতা দিয়ে সেটা অর্জন করা কি সম্ভব? তবে অর্থ দিয়ে অনেক টাকাওয়ালা ব্যক্তি জ্ঞানী লোক ভাড়া করে অসম্ভবকে সম্ভব করছে।
যেমন ভারতের কথাই ধরা যাক। কত বড় একটি দেশ আর দেশটিতে জ্ঞানী লোকে ভরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতীতে নাকি চা বিক্রি করেছেন। গুজরাটের ভাদনগর রেলস্টেশনেই চা বিক্রি করতেন তিনি। এটাই তাঁর ব্র্যান্ড নেম। বাস্তবে হয়তো তাঁর বা তাঁর বাবার একটি চায়ের দোকান ছিল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই ছেলেবেলার সেই লড়াইয়ের গল্প তুলে ধরেন তিনি। ভাদনগর রেলস্টেশনে কেমন ছিল তাঁর দিনগুলো, তা দেশবাসীকে জানিয়েছিলেন মোদি। এই ভাদনগর তাঁর জন্মস্থানও। তাই এই অঞ্চলের প্রতি মোদির একটা টান থাকা স্বাভাবিক।
প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই রেলস্টেশনটি নতুন রূপে নির্মাণ করে দেশের সব এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। এখন সব ধরনের ট্রেন এখানে থামে। সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখেই একেবারে অন্যরূপে এই স্টেশনকে সাজানো হয়েছে। বেশ কিছু কারুকাজও রাখা হয়েছে। এখানে বেশ কিছু পৌরাণিক স্থাপত্য ও মন্দিরও রয়েছে; যা পর্যটনের ক্ষেত্রেও এই স্টেশনের গুরুত্ব বাড়িয়ে তুলেছে।প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, তিনি যে সময়ে এই স্টেশনে চা বিক্রি করতেন, তখন এটি ছিল একেবারে বেনামি স্টেশন। কেউ নামও জানত না। অনেক ট্রেনও পাশ কাটিয়ে চলে যেত।
সম্প্রতি আমার এক সুইডিশ বন্ধু ভারত ভ্রমণ করে ফিরেছেন। তার সঙ্গে কথা হলে তিনি জ্ঞানী হিসেবে নরেন্দ্র মোদির কথা বললেন। কী আশ্চর্য! গণতন্ত্রের দেশে জনগণের ভোটে পাস করে প্রধানমন্ত্রী হয়েছেন মানলাম, কিন্তু জ্ঞানী ব্যক্তি কীভাবে হলেন বুঝলাম না! ভদ্রলোক যা বললেন তাতে মনে হলো জ্ঞানী হতে পুথিগত বিদ্যার দরকার নেই। যার জ্ঞান আছে এবং সেই জ্ঞানকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে-ই জ্ঞানী। তাহলে যার অর্থ, ক্ষমতা এবং জ্ঞান আছে সে জ্ঞানী? না, কারণ জ্ঞান আছে অথচ সঠিক ব্যবহার নেই, ক্ষমতা আছে অথচ সঠিক নিকনির্দেশনার অভাব, অর্থ আছে কিন্তু তার সঠিক ব্যবহার নেই। জীবনে দেখবেন অনেকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার তৈরি করে। এতে করে জীবনে হয়তো বিলাসিতা আসে, তবে প্রকৃত সুখ কিন্তু খুঁজে পাওয়া যায় না।
খোঁজ নিয়ে দেখেছি, আমার অতি আদরের ভাই-বোনগুলোই আমাকে নিয়ে সমালোচনা ও বদনাম করে বেশি। আমি পরিবারকে ঠকাইনি; তবে ঠকেছি এবং যারা ঠকিয়েছে, আমি তাদের চিনি। এতসব জানার পরও যদি আমি ঠকতেই থাকি তাহলে কি আমি নিজেকে জ্ঞানী বলতে পারি? জ্ঞান থাকলেই যে জ্ঞানী হওয়া যায়, এটা যেমন শতভাগ ঠিক না; আবার জ্ঞানী মানেই একজন ব্যক্তির সব বিষয়ে জ্ঞান আছে, সেটাও সঠিক না। বর্তমান পৃথিবী এমন একটি জায়গায় পৌঁছেছে, যেখানে অর্থ, ক্ষমতা, দক্ষতা, জ্ঞান, ভাষা, কালচার, আচরণ, বিবেক, শালীনতাসহ সবকিছুর সমন্বয় দরকার। এই সমন্বয়কে যে সৃজনশীলভাবে করতে সক্ষম, সে-ই হলো প্রকৃত জ্ঞানী।
লেখক: সাবেক পরিচালক ফাইজার, সুইডেন
জীবনে যে অর্থের খুব প্রয়োজন, সেটা তো অস্বীকার করা যায় না। অন্যদিকে ক্ষমতার জোর না থাকলে তো সমাজে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। সে ক্ষেত্রে অর্থ ও ক্ষমতা থাকলে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা অনেক সহজ হয়। কিন্তু নিজের কোনো জ্ঞান না থাকলে শুধু অর্থ বা ক্ষমতা দিয়ে সেটা অর্জন করা কি সম্ভব? তবে অর্থ দিয়ে অনেক টাকাওয়ালা ব্যক্তি জ্ঞানী লোক ভাড়া করে অসম্ভবকে সম্ভব করছে।
যেমন ভারতের কথাই ধরা যাক। কত বড় একটি দেশ আর দেশটিতে জ্ঞানী লোকে ভরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতীতে নাকি চা বিক্রি করেছেন। গুজরাটের ভাদনগর রেলস্টেশনেই চা বিক্রি করতেন তিনি। এটাই তাঁর ব্র্যান্ড নেম। বাস্তবে হয়তো তাঁর বা তাঁর বাবার একটি চায়ের দোকান ছিল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই ছেলেবেলার সেই লড়াইয়ের গল্প তুলে ধরেন তিনি। ভাদনগর রেলস্টেশনে কেমন ছিল তাঁর দিনগুলো, তা দেশবাসীকে জানিয়েছিলেন মোদি। এই ভাদনগর তাঁর জন্মস্থানও। তাই এই অঞ্চলের প্রতি মোদির একটা টান থাকা স্বাভাবিক।
প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই রেলস্টেশনটি নতুন রূপে নির্মাণ করে দেশের সব এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। এখন সব ধরনের ট্রেন এখানে থামে। সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখেই একেবারে অন্যরূপে এই স্টেশনকে সাজানো হয়েছে। বেশ কিছু কারুকাজও রাখা হয়েছে। এখানে বেশ কিছু পৌরাণিক স্থাপত্য ও মন্দিরও রয়েছে; যা পর্যটনের ক্ষেত্রেও এই স্টেশনের গুরুত্ব বাড়িয়ে তুলেছে।প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, তিনি যে সময়ে এই স্টেশনে চা বিক্রি করতেন, তখন এটি ছিল একেবারে বেনামি স্টেশন। কেউ নামও জানত না। অনেক ট্রেনও পাশ কাটিয়ে চলে যেত।
সম্প্রতি আমার এক সুইডিশ বন্ধু ভারত ভ্রমণ করে ফিরেছেন। তার সঙ্গে কথা হলে তিনি জ্ঞানী হিসেবে নরেন্দ্র মোদির কথা বললেন। কী আশ্চর্য! গণতন্ত্রের দেশে জনগণের ভোটে পাস করে প্রধানমন্ত্রী হয়েছেন মানলাম, কিন্তু জ্ঞানী ব্যক্তি কীভাবে হলেন বুঝলাম না! ভদ্রলোক যা বললেন তাতে মনে হলো জ্ঞানী হতে পুথিগত বিদ্যার দরকার নেই। যার জ্ঞান আছে এবং সেই জ্ঞানকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে-ই জ্ঞানী। তাহলে যার অর্থ, ক্ষমতা এবং জ্ঞান আছে সে জ্ঞানী? না, কারণ জ্ঞান আছে অথচ সঠিক ব্যবহার নেই, ক্ষমতা আছে অথচ সঠিক নিকনির্দেশনার অভাব, অর্থ আছে কিন্তু তার সঠিক ব্যবহার নেই। জীবনে দেখবেন অনেকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার তৈরি করে। এতে করে জীবনে হয়তো বিলাসিতা আসে, তবে প্রকৃত সুখ কিন্তু খুঁজে পাওয়া যায় না।
খোঁজ নিয়ে দেখেছি, আমার অতি আদরের ভাই-বোনগুলোই আমাকে নিয়ে সমালোচনা ও বদনাম করে বেশি। আমি পরিবারকে ঠকাইনি; তবে ঠকেছি এবং যারা ঠকিয়েছে, আমি তাদের চিনি। এতসব জানার পরও যদি আমি ঠকতেই থাকি তাহলে কি আমি নিজেকে জ্ঞানী বলতে পারি? জ্ঞান থাকলেই যে জ্ঞানী হওয়া যায়, এটা যেমন শতভাগ ঠিক না; আবার জ্ঞানী মানেই একজন ব্যক্তির সব বিষয়ে জ্ঞান আছে, সেটাও সঠিক না। বর্তমান পৃথিবী এমন একটি জায়গায় পৌঁছেছে, যেখানে অর্থ, ক্ষমতা, দক্ষতা, জ্ঞান, ভাষা, কালচার, আচরণ, বিবেক, শালীনতাসহ সবকিছুর সমন্বয় দরকার। এই সমন্বয়কে যে সৃজনশীলভাবে করতে সক্ষম, সে-ই হলো প্রকৃত জ্ঞানী।
লেখক: সাবেক পরিচালক ফাইজার, সুইডেন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে