নতুন মোড়কে ‘মেঘে ঢাকা তারা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০৭: ০৫

সান বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মেঘে ঢাকা তারা’। ২৮ মার্চ থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাবে এই নতুন ধারাবাহিক। যাঁরা ঋত্বিক ঘটকের এই নামের বিখ্যাত সিনেমাটি দেখেছেন, তাঁরা অল্প মিল পেলেও পেতে পারেন। অনেকেই তাই প্রশ্ন তুলছেন, কী মিল থাকছে সেই সিনেমার সঙ্গে? সান বাংলার এই নতুন ধারাবাহিকের প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় বলেছেন, জনপ্রিয় এক তামিল ধারাবাহিকের বাংলা রূপ এটি। মূল চরিত্র বৃন্দা। খোলা চুলে, শাড়িতে আজকের নারীর প্রতিনিধি। নিজের পায়ে দাঁড়িয়ে যে নিজের কাঁধে পুরো সংসারের দায়িত্ব অনায়াসে বইতে পারে। পরিবারে বিধবা মা, ভাই-বোন, বোনঝি। এই সংসারকেই বৃন্দা সারা জীবন বয়ে নিয়ে যেতে চায়।’

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, পেশায় নার্স বৃন্দা। হাসপাতালে সারা দিন রোগীর সেবায় দিন কাটে। বাড়িতে তাঁর আরও বড় দায়িত্ব। ফিরতি পথে বাজার করে আনা, ঘরের কাজ, মায়ের সেবা—সবটাই এক হাতে সামলাতে হয়। আসলে ধারাবাহিকটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলবে। এক নারীর লড়াইয়ের গল্প এটি। কখনো সে জয়ী হয়, আবার কখনো হেরে যায়।

‘মেঘে ঢাকা তারা’ ধারাবাহিকে বৃন্দার ভূমিকায় অভিনয় করছেন পৃথা চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে পৌলমী দাস, কৃত্তিকা চক্রবর্তী, নবনীতা মুখোপাধ্যায় প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত