অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে ‘ত্রিরত্ন’ উপাধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০৯: ০৮

অনলাইনে বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণার দায়িত্বে ছিলেন তাঁরা তিনজন। ভালো কাজ দেখানোর সুবাদে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম থেকে ‘ত্রিরত্ন’ উপাধিও পান এঁরা। তিনজনের দুজন আগেই গ্রেপ্তার হয়েছিলেন। বাকি ছিলেন একজন। অবশেষে সংগঠনের সেই দাওয়াতি শাখার প্রধান হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

সিটিটিসির কর্মকর্তাদের দাবি, হাসিবুরের গ্রেপ্তারের মধ্য দিয়ে অনলাইনে জঙ্গিবাদকে অনেকাংশেই নস্যাৎ করা যাবে। যাতে অনলাইন ও অফলাইন জঙ্গিবাদের ৮০ শতাংশ ঝুঁকিও কমে আসবে। সিটিটিসি সূত্রে জানা গেছে, গত রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে হাসিবুর রহমান নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ‘ত্রিরত্নের’ অন্য দুজন হলেন আল আমিন সিদ্দিকী ও নারী জঙ্গি জোবায়দা সিদ্দিকী নাবিলা। চলতি বছরেই দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। অবশ্য এর আগে জঙ্গিবাদের ত্রিরত্নের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা।

এদিকে হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডে নেওয়ার এ আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুর রহমান আসামিকে আদালতে হাজির করে মামলাটির তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত