পটুয়াখালী প্রতিনিধি
‘যুবলীগের দুইটি দায়িত্ব। এক, যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। দুই, রাজপথে থেকে বঙ্গবন্ধুকন্যার অর্জনগুলো রক্ষা করতে হবে।’
পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মান এনে দিয়েছেন, সফলতা এনে দিয়েছেন। এই সম্মান আমাদের ধরে রাখতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে, কীভাবে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, এই দিন দিন নয়, সামনে যে দিন আসছে তাতে দক্ষতার বিকল্প নাই। আমাদের যেমন রাজপথে লড়াকু সৈনিক দরকার, একই সঙ্গে আমাদের মেধাবী উদ্যোক্তা দরকার, সৃজনশীল প্রতিভার দরকার, আমাদের দক্ষ কারিগর দরকার।’
যুবলীগের চেয়ারম্যান নেতা–কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘বিজয় হবে দেশপ্রেমভিত্তিক রাজনীতির, বিজয় হবে সততার, বিজয় হবে পরিচ্ছন্ন রাজনীতির। সাগরকন্যা পটুয়াখালী থেকেই আমাদের সাংগঠনিক অধ্যায়ের সূচনা হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে। রাজনীতি মানে মানুষের অধিকার আদায় করা। যখনই কোনো ব্যক্তি, গোষ্ঠী বা গোত্রের অধিকার হরণ করা হবে, অথবা নিপীড়িত হবে তখনই বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখবে। আমরা এসেছি শুধু সম্মেলন করতে নয়, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের প্রত্যয় নিয়ে। আপনারা জানেন একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি ২০১৯ সালে নির্বাচিত হয়েছিল।’
এ সময় তিনি আরও বলেন, ‘আপনারাই মূল্যায়ন করবেন আমরা মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি না। আপনাদের দোয়া ও সহযোগিতায় অন্ধকার কাটিয়ে আমরা মানবিক যুবলীগে আবর্তিত হয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ শেখ পরশ তাঁর বক্তব্যে দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের নেতৃত্ব নিয়ে আশার কথা বলেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সংসদ সদস্য এস এম শাহজাদা, সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
‘যুবলীগের দুইটি দায়িত্ব। এক, যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। দুই, রাজপথে থেকে বঙ্গবন্ধুকন্যার অর্জনগুলো রক্ষা করতে হবে।’
পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মান এনে দিয়েছেন, সফলতা এনে দিয়েছেন। এই সম্মান আমাদের ধরে রাখতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে, কীভাবে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, এই দিন দিন নয়, সামনে যে দিন আসছে তাতে দক্ষতার বিকল্প নাই। আমাদের যেমন রাজপথে লড়াকু সৈনিক দরকার, একই সঙ্গে আমাদের মেধাবী উদ্যোক্তা দরকার, সৃজনশীল প্রতিভার দরকার, আমাদের দক্ষ কারিগর দরকার।’
যুবলীগের চেয়ারম্যান নেতা–কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘বিজয় হবে দেশপ্রেমভিত্তিক রাজনীতির, বিজয় হবে সততার, বিজয় হবে পরিচ্ছন্ন রাজনীতির। সাগরকন্যা পটুয়াখালী থেকেই আমাদের সাংগঠনিক অধ্যায়ের সূচনা হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে। রাজনীতি মানে মানুষের অধিকার আদায় করা। যখনই কোনো ব্যক্তি, গোষ্ঠী বা গোত্রের অধিকার হরণ করা হবে, অথবা নিপীড়িত হবে তখনই বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখবে। আমরা এসেছি শুধু সম্মেলন করতে নয়, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের প্রত্যয় নিয়ে। আপনারা জানেন একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি ২০১৯ সালে নির্বাচিত হয়েছিল।’
এ সময় তিনি আরও বলেন, ‘আপনারাই মূল্যায়ন করবেন আমরা মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি না। আপনাদের দোয়া ও সহযোগিতায় অন্ধকার কাটিয়ে আমরা মানবিক যুবলীগে আবর্তিত হয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ শেখ পরশ তাঁর বক্তব্যে দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের নেতৃত্ব নিয়ে আশার কথা বলেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সংসদ সদস্য এস এম শাহজাদা, সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে