২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু। তাঁকে হারানোর শোক এখনো বয়ে বেড়ান পরিচিতজন ও ভক্তরা। মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলও তাঁদের একজন। সেই স্কুলজীবন থেকে বাচ্চুকে চেনেন তিনি। একসঙ্গে অনেক স্মৃতি তাঁদের। সম্প্রতি আইয়ুব বাচ্চুর প্রয়াণদিবসের আয়োজনে এসেছিলেন নোবেল, জানিয়েছেন গিটার জাদুকরের সঙ্গে তাঁর কিছু স্মৃতি।
বাচ্চু ভাইকে আমি একটু অন্যভাবে চিনি। আমি যখন হাইস্কুলে পড়ি, বাচ্চু ভাই তখন চট্টগ্রামে, স্পাইডার ব্যান্ডে বাজাতেন। ওই সময় তাঁরা বিদেশি গান বাজাতেন। তখন থেকে আমি চমকে যেতাম তাঁর পারফরম্যান্স দেখে। একবার একটা ফ্যামিলি প্রোগ্রামে বাজাচ্ছিলেন তিনি, আমরা লাফাচ্ছিলাম তাঁর গান শুনে। শেষ হতেই দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন, অ্যাজ ইফ আমি তাঁর খুব পরিচিত। আসলে ওই দিনই তিনি আমাকে ফার্স্ট টাইম দেখেছেন। আমি লেট এইটটিজের কথা বলছি।
এরপর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। একদিন রিকশায় করে যাচ্ছি, হঠাৎ মিউজিক শুনতে পেলাম। আমি রিকশা থেকে নেমে গেলাম। একটা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। সেখানে একটা প্র্যাকটিস প্যাড। ঢুকেই দেখি, বাচ্চু ভাই বাজাচ্ছেন। তখন তিনি সোলসে। আমাকে দেখলেন, চিনলেন, ‘এই আয় আয়’ বলে ডেকে নিলেন। সেদিনও তাঁর বাজানো দেখে পাগল হয়ে গেলাম!
আমার কাছে আইয়ুব বাচ্চু তখন থেকেই তারকা। যখন ঢাকায় আসি, বাসা ছিল মগবাজার। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি, বাচ্চু ভাই একটা বাড়ির গেট খুলে বের হচ্ছেন। সেই ব্ল্যাক টি-শার্ট, ক্যাপ পরা। ‘বাচ্চু ভাই’ বলে চিৎকার করে ডাকলাম। ‘তুই এখানে কী করিস?’ জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার বাসা এখানে। তিনি বললেন, ‘এটা আমার বাসা’। আমি তো খুশিতে আত্মহারা। এখন থেকে তাঁর বাসায় আসা যাবে। আমার মডেলিংও শুরু হলো। সেদিন বাচ্চু ভাই বললেন, ‘তুই দেখি এখন আবার টেলিভিশনেও চলে আসছিস। সেই চিটাগংয়ে তোকে পেলাম!’ আমার প্রথম অ্যাডটা টিভিতে আসেনি, দ্বিতীয় অ্যাডের গানটা তিনি গেয়েছিলেন। আমার জন্য এটা বিশাল ভাগ্যের ব্যাপার ছিল।
তখনই আমার মনে হতো, হি ইজ আ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। পরে কোনো একটা অনুষ্ঠানে আমি তাঁকে বলেছিলাম, কখনো কখনো আপনাকে মনে হয় ডেভিড গিলমোর, কখনো স্ল্যাশ। অনেক পরে এলআরবির ফার্স্ট বা সেকেন্ড কনসার্টটাতে গেলাম, শিল্পকলা একাডেমিতে ছিল। পেপার পেপার গানটা যখন বাজাল, ওখানে হামিন ভাই, মানাম ভাই ছিলেন—সবাই স্টেজে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন।
বাচ্চু ভাই যা করে দিয়ে গেছেন, এটা অনেকে পারবে না। নতুন যেকোনো ব্যান্ড—সেটা হেভি মেটাল হোক বা থ্র্যাশ; সবাই কিন্তু বাচ্চু ভাইয়ের গান বাজায়। এই মানুষটা এতটাই ভার্সাটাইল!
২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু। তাঁকে হারানোর শোক এখনো বয়ে বেড়ান পরিচিতজন ও ভক্তরা। মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলও তাঁদের একজন। সেই স্কুলজীবন থেকে বাচ্চুকে চেনেন তিনি। একসঙ্গে অনেক স্মৃতি তাঁদের। সম্প্রতি আইয়ুব বাচ্চুর প্রয়াণদিবসের আয়োজনে এসেছিলেন নোবেল, জানিয়েছেন গিটার জাদুকরের সঙ্গে তাঁর কিছু স্মৃতি।
বাচ্চু ভাইকে আমি একটু অন্যভাবে চিনি। আমি যখন হাইস্কুলে পড়ি, বাচ্চু ভাই তখন চট্টগ্রামে, স্পাইডার ব্যান্ডে বাজাতেন। ওই সময় তাঁরা বিদেশি গান বাজাতেন। তখন থেকে আমি চমকে যেতাম তাঁর পারফরম্যান্স দেখে। একবার একটা ফ্যামিলি প্রোগ্রামে বাজাচ্ছিলেন তিনি, আমরা লাফাচ্ছিলাম তাঁর গান শুনে। শেষ হতেই দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন, অ্যাজ ইফ আমি তাঁর খুব পরিচিত। আসলে ওই দিনই তিনি আমাকে ফার্স্ট টাইম দেখেছেন। আমি লেট এইটটিজের কথা বলছি।
এরপর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। একদিন রিকশায় করে যাচ্ছি, হঠাৎ মিউজিক শুনতে পেলাম। আমি রিকশা থেকে নেমে গেলাম। একটা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। সেখানে একটা প্র্যাকটিস প্যাড। ঢুকেই দেখি, বাচ্চু ভাই বাজাচ্ছেন। তখন তিনি সোলসে। আমাকে দেখলেন, চিনলেন, ‘এই আয় আয়’ বলে ডেকে নিলেন। সেদিনও তাঁর বাজানো দেখে পাগল হয়ে গেলাম!
আমার কাছে আইয়ুব বাচ্চু তখন থেকেই তারকা। যখন ঢাকায় আসি, বাসা ছিল মগবাজার। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি, বাচ্চু ভাই একটা বাড়ির গেট খুলে বের হচ্ছেন। সেই ব্ল্যাক টি-শার্ট, ক্যাপ পরা। ‘বাচ্চু ভাই’ বলে চিৎকার করে ডাকলাম। ‘তুই এখানে কী করিস?’ জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার বাসা এখানে। তিনি বললেন, ‘এটা আমার বাসা’। আমি তো খুশিতে আত্মহারা। এখন থেকে তাঁর বাসায় আসা যাবে। আমার মডেলিংও শুরু হলো। সেদিন বাচ্চু ভাই বললেন, ‘তুই দেখি এখন আবার টেলিভিশনেও চলে আসছিস। সেই চিটাগংয়ে তোকে পেলাম!’ আমার প্রথম অ্যাডটা টিভিতে আসেনি, দ্বিতীয় অ্যাডের গানটা তিনি গেয়েছিলেন। আমার জন্য এটা বিশাল ভাগ্যের ব্যাপার ছিল।
তখনই আমার মনে হতো, হি ইজ আ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। পরে কোনো একটা অনুষ্ঠানে আমি তাঁকে বলেছিলাম, কখনো কখনো আপনাকে মনে হয় ডেভিড গিলমোর, কখনো স্ল্যাশ। অনেক পরে এলআরবির ফার্স্ট বা সেকেন্ড কনসার্টটাতে গেলাম, শিল্পকলা একাডেমিতে ছিল। পেপার পেপার গানটা যখন বাজাল, ওখানে হামিন ভাই, মানাম ভাই ছিলেন—সবাই স্টেজে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন।
বাচ্চু ভাই যা করে দিয়ে গেছেন, এটা অনেকে পারবে না। নতুন যেকোনো ব্যান্ড—সেটা হেভি মেটাল হোক বা থ্র্যাশ; সবাই কিন্তু বাচ্চু ভাইয়ের গান বাজায়। এই মানুষটা এতটাই ভার্সাটাইল!
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে