মেঘনার ইউপি নির্বাচন

মেঘনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ১০: ৪৪

মেঘনা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। প্রার্থীরা আচরণবিধি না মানলে তাঁদের শাস্তির আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাতটি ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রশাসনের কর্তাব্যক্তিরা এ আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছ উজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আ. রহিম প্রমুখ।

ইউএনও প্রবীর কুমার রায় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আচরণবিধি যথাযথভাবে পালন করবেন। এর যেন কোনো প্রকার ব্যত্যয় না ঘটে। অভিযোগ এলে কঠোর শাস্তি দেওয়া হবে।’

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘ধর্মীয় উপাসনালয়ে প্রচার নিষিদ্ধ। সবাই সহনশীল আচরণ করবেন।’

নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, সব পর্যায়ের প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। কোনো বিষয়ে প্রার্থীর অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাবেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত