মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর পৌরশহরের থানা রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সময়ের গুদামঘরটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। গত পাঁচ বছরে এখানকার সরকারি জমির ৬ দশমিক ৫ শতাংশ বেদখল হয়ে গেছে। জমির একটা অংশ চলে গেছে স্থানীয় বাসিন্দাদের নির্মাণ করা ভবনের পেটে। সরকারি জমি এভাবে বেদখল হওয়ার পেছনে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় সচেতনমহল।
এদিকে পরিত্যক্ত ওই গুদাম ঘরটি এখন স্থানীয় বাসিন্দাদের ফেলানো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরশহরের থানা রোডের শহীদ মিনারের উত্তর পাশে ৩০ দাগে মির্জাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৪ শতাংশ জমি ছিল। এর বর্তমান বাজার মূল্য কমপক্ষে ১০ কোটি টাকা। এই জমির ওপর রয়েছে একটি ভবন, যেটি পিপি গোডাউন নামে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে ভবনটি। ইতিমধ্যে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, স্বাধীনতার পর এই জমির ওপর কৃষি বিভাগ পিপি গোডাউনটি নির্মাণ করে। এখান থেকে বীজ বিতরণ এবং ফসলে কীটনাশক প্রয়োগের কাজ চলত। আশির দশকে কীটনাশক বাজারে বিক্রি শুরু হলে পিপি গোডাউনটির কার্যক্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কার্যক্রম বন্ধ হওয়ার পর কয়েক বছর গোডাউনটিতে জনবলও ছিল।
তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নৈশপ্রহরী কয়েক বছর ওখানে দায়িত্ব পালন করেন। গত ৫-৬ বছর ধরে নৈশপ্রহরীও জরাজীর্ণ ভবনে আর থাকছেন না। এ অবস্থায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভবনটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই এর জায়গা বেদখল হতে শুরু করেছে। এই সুযোগে ভবনের দুই পাশের ফাঁকা জায়গা দখল হয়ে গেছে।
সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের উদ্দেশ্যে জায়গাটি পরিমাপের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। পরিমাপে দেখা যায়, ২৪ শতাংশ জমির মধ্যে রয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। ভবনের দুই পাশে থাকা বাকি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এই পিপি ভবনের পূর্ব পাশ দিয়ে রয়েছে সরকারি রাস্তা, যা নিয়ে কৃষি বিভাগের কোনো অভিযোগ নেই।
দক্ষিণ পাশের ভবনের মালিক বেল্লাল হোসেন বলেন, ‘আমি আমার কেনা জমির ওপরই ভবন নির্মাণ করেছি। এখানে কৃষি বিভাগের কোনো জায়গা নেই।’
একই ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের চারতলা একটি বাড়ি। তিনি মারা যাওয়ার পর তাঁর উত্তরাধিকারীরা এ ব্যাপারে কিছু বলতে পারেননি। এ ছাড়া ভবনের উত্তর পাশের একটি ছয়তলা ভবন নির্মিত হয়েছে যার মালিক অরুন, বরুন এবং করুন সাহা। যোগাযোগ করা হলে তাঁরা জানান, ছয় শতাংশ জমি কৃষি বিভাগের লোকজনের উপস্থিতিতে পরিমাপ করা হয়েছে। তবে পশ্চিম পাশে কোনো স্থাপনা নির্মিত না হওয়ায় জমির মালিককে তা জানা সম্ভব হয়নি। পশ্চিম পাশে অব্যবহৃত ছোট একটি পুকুরও রয়েছে।
এদিকে ওই পরিত্যক্ত গুদাম ঘরটির সামনে পৌরসভার ময়লা ফেলার ভাগাড় করা হয়েছে। এতে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ময়লা-আবর্জনার গন্ধে দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দারা।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, ‘সম্প্রতি কৃষি বিভাগের ওই জায়গাটি পরিমাপ করতে গিয়ে আশপাশের জায়গা দখল হওয়ার বিষয়টি বোঝা গেছে। এ কারণে সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলদারদের উচ্ছেদ করতে আইনগত প্রক্রিয়া চলমান।’
মির্জাপুর পৌরশহরের থানা রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সময়ের গুদামঘরটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। গত পাঁচ বছরে এখানকার সরকারি জমির ৬ দশমিক ৫ শতাংশ বেদখল হয়ে গেছে। জমির একটা অংশ চলে গেছে স্থানীয় বাসিন্দাদের নির্মাণ করা ভবনের পেটে। সরকারি জমি এভাবে বেদখল হওয়ার পেছনে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় সচেতনমহল।
এদিকে পরিত্যক্ত ওই গুদাম ঘরটি এখন স্থানীয় বাসিন্দাদের ফেলানো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরশহরের থানা রোডের শহীদ মিনারের উত্তর পাশে ৩০ দাগে মির্জাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৪ শতাংশ জমি ছিল। এর বর্তমান বাজার মূল্য কমপক্ষে ১০ কোটি টাকা। এই জমির ওপর রয়েছে একটি ভবন, যেটি পিপি গোডাউন নামে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে ভবনটি। ইতিমধ্যে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, স্বাধীনতার পর এই জমির ওপর কৃষি বিভাগ পিপি গোডাউনটি নির্মাণ করে। এখান থেকে বীজ বিতরণ এবং ফসলে কীটনাশক প্রয়োগের কাজ চলত। আশির দশকে কীটনাশক বাজারে বিক্রি শুরু হলে পিপি গোডাউনটির কার্যক্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কার্যক্রম বন্ধ হওয়ার পর কয়েক বছর গোডাউনটিতে জনবলও ছিল।
তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নৈশপ্রহরী কয়েক বছর ওখানে দায়িত্ব পালন করেন। গত ৫-৬ বছর ধরে নৈশপ্রহরীও জরাজীর্ণ ভবনে আর থাকছেন না। এ অবস্থায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভবনটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই এর জায়গা বেদখল হতে শুরু করেছে। এই সুযোগে ভবনের দুই পাশের ফাঁকা জায়গা দখল হয়ে গেছে।
সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের উদ্দেশ্যে জায়গাটি পরিমাপের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। পরিমাপে দেখা যায়, ২৪ শতাংশ জমির মধ্যে রয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। ভবনের দুই পাশে থাকা বাকি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এই পিপি ভবনের পূর্ব পাশ দিয়ে রয়েছে সরকারি রাস্তা, যা নিয়ে কৃষি বিভাগের কোনো অভিযোগ নেই।
দক্ষিণ পাশের ভবনের মালিক বেল্লাল হোসেন বলেন, ‘আমি আমার কেনা জমির ওপরই ভবন নির্মাণ করেছি। এখানে কৃষি বিভাগের কোনো জায়গা নেই।’
একই ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের চারতলা একটি বাড়ি। তিনি মারা যাওয়ার পর তাঁর উত্তরাধিকারীরা এ ব্যাপারে কিছু বলতে পারেননি। এ ছাড়া ভবনের উত্তর পাশের একটি ছয়তলা ভবন নির্মিত হয়েছে যার মালিক অরুন, বরুন এবং করুন সাহা। যোগাযোগ করা হলে তাঁরা জানান, ছয় শতাংশ জমি কৃষি বিভাগের লোকজনের উপস্থিতিতে পরিমাপ করা হয়েছে। তবে পশ্চিম পাশে কোনো স্থাপনা নির্মিত না হওয়ায় জমির মালিককে তা জানা সম্ভব হয়নি। পশ্চিম পাশে অব্যবহৃত ছোট একটি পুকুরও রয়েছে।
এদিকে ওই পরিত্যক্ত গুদাম ঘরটির সামনে পৌরসভার ময়লা ফেলার ভাগাড় করা হয়েছে। এতে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ময়লা-আবর্জনার গন্ধে দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দারা।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, ‘সম্প্রতি কৃষি বিভাগের ওই জায়গাটি পরিমাপ করতে গিয়ে আশপাশের জায়গা দখল হওয়ার বিষয়টি বোঝা গেছে। এ কারণে সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলদারদের উচ্ছেদ করতে আইনগত প্রক্রিয়া চলমান।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে