বেরোবি প্রতিনিধি
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তোপের মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. হাসিবুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তি খাতে অব্যবস্থাপনা, পর্যাপ্ত জায়গা না থাকা এবং পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই তোপে ফেলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মোবাইল গেম ও অ্যাপস টেস্টিং ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ায় তিনি উপাচার্যকে প্রশ্নবাণে জর্জরিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের সব আছে মুখে মুখে। আপনাদের কী আছে আমাকে দেখান। আপনাদের ল্যাব থাকলে আমাকে দেখান। আপনাদের বিবেক থাকলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দ্রুত আধুনিকায়ন করতে কাজ করবেন। এখন সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।’
জুনাইদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে চারটি খাতে (সাইবার নিরাপত্তা, রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাইক্রো প্রসেসর ডিজাইনিং) মানবসম্পদ উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে সক্ষমতা তৈরি করতে হবে।
এই চার খাত উন্নয়নে উপাচার্যকে পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মন্ত্রণালয় যাবতীয় সমস্যার সমাধান করবে।
বেরোবি উপাচার্যকে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের কী আছে, কী নাই, কী চাই, কবে করবেন, কে করবেন, কীভাবে করবেন আর কত টাকা লাগবে-এই সাতটি প্রশ্নের উত্তর তিন দিনের মধ্যে আমাদের লিখিত আকারে দেবেন।’
বেরোবি প্রশাসনের সাড়া না পাওয়ার কথা তুলে ধরে জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা ১০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে একখণ্ড জমি চেয়েছিলাম ‘বিজনেস ইন কমিশন সেন্টার’ করব বলে, কিন্তু পাই নাই। আপনারা জায়গা দেননি, তাই হয়নি। কিন্তু চুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিকই নির্মাণ করা হয়েছে।
আমরা কিছুদিন আগে দেশের ১০০ বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ করেছি। কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি। আপনারা উদ্যোগ নেননি তাই হয়নি। আমরা আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ হারাচ্ছে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর ছাড়াও সহউপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা, প্রক্টর গোলাম রব্বানী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তোপের মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. হাসিবুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তি খাতে অব্যবস্থাপনা, পর্যাপ্ত জায়গা না থাকা এবং পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই তোপে ফেলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মোবাইল গেম ও অ্যাপস টেস্টিং ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ায় তিনি উপাচার্যকে প্রশ্নবাণে জর্জরিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের সব আছে মুখে মুখে। আপনাদের কী আছে আমাকে দেখান। আপনাদের ল্যাব থাকলে আমাকে দেখান। আপনাদের বিবেক থাকলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দ্রুত আধুনিকায়ন করতে কাজ করবেন। এখন সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।’
জুনাইদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে চারটি খাতে (সাইবার নিরাপত্তা, রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাইক্রো প্রসেসর ডিজাইনিং) মানবসম্পদ উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে সক্ষমতা তৈরি করতে হবে।
এই চার খাত উন্নয়নে উপাচার্যকে পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মন্ত্রণালয় যাবতীয় সমস্যার সমাধান করবে।
বেরোবি উপাচার্যকে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের কী আছে, কী নাই, কী চাই, কবে করবেন, কে করবেন, কীভাবে করবেন আর কত টাকা লাগবে-এই সাতটি প্রশ্নের উত্তর তিন দিনের মধ্যে আমাদের লিখিত আকারে দেবেন।’
বেরোবি প্রশাসনের সাড়া না পাওয়ার কথা তুলে ধরে জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা ১০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে একখণ্ড জমি চেয়েছিলাম ‘বিজনেস ইন কমিশন সেন্টার’ করব বলে, কিন্তু পাই নাই। আপনারা জায়গা দেননি, তাই হয়নি। কিন্তু চুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিকই নির্মাণ করা হয়েছে।
আমরা কিছুদিন আগে দেশের ১০০ বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ করেছি। কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি। আপনারা উদ্যোগ নেননি তাই হয়নি। আমরা আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ হারাচ্ছে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর ছাড়াও সহউপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা, প্রক্টর গোলাম রব্বানী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে