নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘিরে মনোনয়নবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অস্বীকার করেন।
মোছলেম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে আমার নাম ব্যবহার করে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মানুষ। রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ আমি করিনি। তবুও আমার ভুল-ত্রুটি হয়ে থাকলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর মনোনয়নের তালিকা তৈরিতে কোনো কারচুপি হয়নি বলেও দাবি করেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এবার ইউপি নির্বাচনে নিয়ম অনুযায়ী তৃণমূল থেকে জেলা পর্যায়ে আলোচনা করে একটা তালিকা কেন্দ্রে পাঠাতে হয়েছে। চট্টগ্রাম থেকে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সবার তালিকা নিয়েছি, বক্তব্য নিয়েছি। আমাদের একার পক্ষে মনোনয়ন পাইয়ে দেওয়ার, সুপারিশ করার কোনো সুযোগ নেই।’
কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় করলে সেটির দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি আমার নাম উল্লেখ করে ফেসবুকে চেকের কপি দিয়ে পোস্ট করা হয়েছে। তবে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে এটার জন্য আমি দায়ী নই। কিন্তু যে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তিনি আবার গতকাল (পরশু) ফেসবুকে আমার প্রশংসাও করেছেন। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তাঁর নিরাপত্তা নিয়েই ভাবছি।’
এ ছাড়া সাতকানিয়ার চরতি ইউপিতে জামায়াতের সাবেক নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়েও কথা বলেছেন মোছলেম উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল হকের ছেলে রুহুল্লাহর নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। আমরা পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। তবে কেন্দ্র চাইলে নাম যোগ করতে পারে। জামায়াতের সঙ্গে রুহুল্লাহর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে।’
গত ৬ জানুয়ারি নিজের ফেসবুকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘিরে মনোনয়নবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অস্বীকার করেন।
মোছলেম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে আমার নাম ব্যবহার করে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মানুষ। রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ আমি করিনি। তবুও আমার ভুল-ত্রুটি হয়ে থাকলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর মনোনয়নের তালিকা তৈরিতে কোনো কারচুপি হয়নি বলেও দাবি করেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এবার ইউপি নির্বাচনে নিয়ম অনুযায়ী তৃণমূল থেকে জেলা পর্যায়ে আলোচনা করে একটা তালিকা কেন্দ্রে পাঠাতে হয়েছে। চট্টগ্রাম থেকে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সবার তালিকা নিয়েছি, বক্তব্য নিয়েছি। আমাদের একার পক্ষে মনোনয়ন পাইয়ে দেওয়ার, সুপারিশ করার কোনো সুযোগ নেই।’
কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় করলে সেটির দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি আমার নাম উল্লেখ করে ফেসবুকে চেকের কপি দিয়ে পোস্ট করা হয়েছে। তবে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে এটার জন্য আমি দায়ী নই। কিন্তু যে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তিনি আবার গতকাল (পরশু) ফেসবুকে আমার প্রশংসাও করেছেন। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তাঁর নিরাপত্তা নিয়েই ভাবছি।’
এ ছাড়া সাতকানিয়ার চরতি ইউপিতে জামায়াতের সাবেক নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়েও কথা বলেছেন মোছলেম উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল হকের ছেলে রুহুল্লাহর নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। আমরা পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। তবে কেন্দ্র চাইলে নাম যোগ করতে পারে। জামায়াতের সঙ্গে রুহুল্লাহর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে।’
গত ৬ জানুয়ারি নিজের ফেসবুকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে