হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
নিখোঁজের তিন মাস পরও সন্ধান মেলেনি লালমনিরহাটের হাতীবান্ধার শরিফুল ইসলামের (২৬)। এ ঘটনায় গত রোববার বিকেলে তাঁর বাবা আশরাফ আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১২ জুন তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এদিকে ছেলেকে ফিরে পেতে পাগলপ্রায় তাঁর মা-বাবা।
শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম গত ১২ জুন রংপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ছেলে বাড়ি ফিরবে বলে তিন মাস ধরে অপেক্ষায় ছিলেন বাবা-মা। গত রোববার হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আশরাফ আলী।
শরিফুল ইসলামের মা আন্না বেগম (৪৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রংপুরে যাওয়ার কথা বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিন মাস ধরে সে নিখোঁজ। সে বেঁচে আছে, না মরে গেছে তা আল্লাহ জানেন। বাড়িতে বসে আছি ছেলে আসার অপেক্ষায়।’
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘ছেলেটি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। আমরাও তাঁর সন্ধানের চেষ্টা করছি।’ এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য পুলিশ তৎপর রয়েছে।
নিখোঁজের তিন মাস পরও সন্ধান মেলেনি লালমনিরহাটের হাতীবান্ধার শরিফুল ইসলামের (২৬)। এ ঘটনায় গত রোববার বিকেলে তাঁর বাবা আশরাফ আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১২ জুন তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এদিকে ছেলেকে ফিরে পেতে পাগলপ্রায় তাঁর মা-বাবা।
শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম গত ১২ জুন রংপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ছেলে বাড়ি ফিরবে বলে তিন মাস ধরে অপেক্ষায় ছিলেন বাবা-মা। গত রোববার হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আশরাফ আলী।
শরিফুল ইসলামের মা আন্না বেগম (৪৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রংপুরে যাওয়ার কথা বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিন মাস ধরে সে নিখোঁজ। সে বেঁচে আছে, না মরে গেছে তা আল্লাহ জানেন। বাড়িতে বসে আছি ছেলে আসার অপেক্ষায়।’
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘ছেলেটি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। আমরাও তাঁর সন্ধানের চেষ্টা করছি।’ এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য পুলিশ তৎপর রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে