বিনোদন ডেস্ক
এবারের ভেনিস উৎসবের শুরু থেকেই আলোচিত ছিল নিকোল কিডম্যানের নাম। তার একমাত্র কারণ ‘বেবিগার্ল’ সিনেমা। এই ইরোটিক থ্রিলার দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিকোল কিডম্যান সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন, এমন গুঞ্জনও ছিল। ৭ সেপ্টেম্বর ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নিকোল এসেছিলেন। প্রতিযোগিতা বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে তাঁর নামও ঘোষণা করা হয়। তবে নিজ হাতে পুরস্কারটি নিতে পারলেন না অভিনেত্রী।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকোল কিডম্যানের কাছে উড়ে আসে দুঃসংবাদ। তাঁর মা জেনেলি অ্যান কিডম্যান আর নেই। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নিকোল। তাঁর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করেন বেবিগার্ল সিনেমার নির্মাতা হালিনা রেজিন। তিনিই জানান অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর, পড়ে শোনান নিকোলের লিখিত বক্তব্য।
ভেনিস উৎসবের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার কার হাতে যাবে, এ নিয়ে জল্পনার শেষ ছিল না। শেষ দিনও উৎসবের জুরিরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। ভেনিসের গত কয়েকটি আসরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাই সেরার পুরস্কার গোল্ডেন লায়ন বা স্বর্ণসিংহ পেয়েছে। ফলে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সিনেমা সেরার পুরস্কার না-ও পেতে পারে, এমন অনুমান ছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় তৈরি ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার প্রিমিয়ারের পর হিসাব অনেকটাই উল্টে গিয়েছিল। সমালোচকদের পছন্দের তালিকার শীর্ষে ছিল এ সিনেমার নাম।
তবে শেষ পর্যন্ত সেরার পুরস্কার গেল দুবার অস্কার পাওয়া নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। স্প্যানিশ এ নির্মাতার এটিই প্রথম ইংরেজি ভাষার সিনেমা। টিল্ডা সুইনটন ও জুলিয়ান মুর অভিনীত সিনেমাটি প্রিমিয়ারে ১৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। ভেনিস উৎসবের সঙ্গে পেদ্রোর সম্পর্ক নতুন নয়, ২০১৯ সালে আজীবন সম্মাননা পেয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে তাঁর ‘প্যারালাল মাদার’ ছিল ওই বছর ভেনিসের উদ্বোধনী চলচ্চিত্র।
এবার স্বর্ণসিংহ পাওয়া দ্য রুম নেক্সট ডোর সিনেমায় দেখানো হয়েছে মার্থা ও ইনগ্রিড নামের দুই নারীর গল্প। যারা একসময় নিউইয়র্কে একই ম্যাগাজিনে কাজ করত। ইনগ্রিড এখন জনপ্রিয় ঔপন্যাসিক। ক্যানসারে ভুগছে সে। এমন পরিস্থিতিতে মার্থার সঙ্গে আবারও যোগাযোগ করে ইনগ্রিড।এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য লড়েছে ২১টি সিনেমা। বিশ্বের প্রাচীনতম এই উৎসব দিয়ে হলিউডে শুরু হয় অ্যাওয়ার্ডের মৌসুম। এ আসরে অংশ নেওয়া কিংবা জয়ী হওয়া সিনেমাগুলোই অস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এগিয়ে থাকে। গত তিন বছরে ভেনিসে নির্বাচিত সিনেমাগুলোর বেশিরভাগই অস্কারে মনোনয়ন পেয়েছে। এবারও ভেনিসে প্রদর্শিত সিনেমা অস্কারে এগিয়ে থাকবে, এ আশা করাই যায়।
এবারের ভেনিস উৎসবের শুরু থেকেই আলোচিত ছিল নিকোল কিডম্যানের নাম। তার একমাত্র কারণ ‘বেবিগার্ল’ সিনেমা। এই ইরোটিক থ্রিলার দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিকোল কিডম্যান সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন, এমন গুঞ্জনও ছিল। ৭ সেপ্টেম্বর ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নিকোল এসেছিলেন। প্রতিযোগিতা বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে তাঁর নামও ঘোষণা করা হয়। তবে নিজ হাতে পুরস্কারটি নিতে পারলেন না অভিনেত্রী।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকোল কিডম্যানের কাছে উড়ে আসে দুঃসংবাদ। তাঁর মা জেনেলি অ্যান কিডম্যান আর নেই। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নিকোল। তাঁর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করেন বেবিগার্ল সিনেমার নির্মাতা হালিনা রেজিন। তিনিই জানান অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর, পড়ে শোনান নিকোলের লিখিত বক্তব্য।
ভেনিস উৎসবের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার কার হাতে যাবে, এ নিয়ে জল্পনার শেষ ছিল না। শেষ দিনও উৎসবের জুরিরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। ভেনিসের গত কয়েকটি আসরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাই সেরার পুরস্কার গোল্ডেন লায়ন বা স্বর্ণসিংহ পেয়েছে। ফলে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সিনেমা সেরার পুরস্কার না-ও পেতে পারে, এমন অনুমান ছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় তৈরি ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার প্রিমিয়ারের পর হিসাব অনেকটাই উল্টে গিয়েছিল। সমালোচকদের পছন্দের তালিকার শীর্ষে ছিল এ সিনেমার নাম।
তবে শেষ পর্যন্ত সেরার পুরস্কার গেল দুবার অস্কার পাওয়া নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। স্প্যানিশ এ নির্মাতার এটিই প্রথম ইংরেজি ভাষার সিনেমা। টিল্ডা সুইনটন ও জুলিয়ান মুর অভিনীত সিনেমাটি প্রিমিয়ারে ১৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। ভেনিস উৎসবের সঙ্গে পেদ্রোর সম্পর্ক নতুন নয়, ২০১৯ সালে আজীবন সম্মাননা পেয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে তাঁর ‘প্যারালাল মাদার’ ছিল ওই বছর ভেনিসের উদ্বোধনী চলচ্চিত্র।
এবার স্বর্ণসিংহ পাওয়া দ্য রুম নেক্সট ডোর সিনেমায় দেখানো হয়েছে মার্থা ও ইনগ্রিড নামের দুই নারীর গল্প। যারা একসময় নিউইয়র্কে একই ম্যাগাজিনে কাজ করত। ইনগ্রিড এখন জনপ্রিয় ঔপন্যাসিক। ক্যানসারে ভুগছে সে। এমন পরিস্থিতিতে মার্থার সঙ্গে আবারও যোগাযোগ করে ইনগ্রিড।এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য লড়েছে ২১টি সিনেমা। বিশ্বের প্রাচীনতম এই উৎসব দিয়ে হলিউডে শুরু হয় অ্যাওয়ার্ডের মৌসুম। এ আসরে অংশ নেওয়া কিংবা জয়ী হওয়া সিনেমাগুলোই অস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এগিয়ে থাকে। গত তিন বছরে ভেনিসে নির্বাচিত সিনেমাগুলোর বেশিরভাগই অস্কারে মনোনয়ন পেয়েছে। এবারও ভেনিসে প্রদর্শিত সিনেমা অস্কারে এগিয়ে থাকবে, এ আশা করাই যায়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে