ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশকে হাত করে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে চলছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়কে বেপরোয়া গতিতে চলছে এসব যানবাহন। ঘটছে একের পর এক দুর্ঘটনা। মারা যাচ্ছেন যাত্রী, চালক ও সাধারণ মানুষ।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিজয়নগর উপজেলার সাতবর্গ পর্যন্ত ৩৩ কিলোমিটার এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে কসবা উপজেলার কুটি চৌমুহনী কালামোড়া সেতু পর্যন্ত ৪৩ কিলোমিটার এলাকা খাঁটিহাতা হাইওয়ে থানার অধীনে। এই দুই মহাসড়কে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশকে হাত করে চলাচল করছে অটোরিকশা। এর মধ্যে অধিকাংশই অটোরিকশা নিবন্ধনবিহীন। নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজিচালক ও মালিক জানান, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত প্রতিটি অটোরিকশা মাসিক টোকেনের মাধ্যমে মহাসড়কে চলাচল করে। ফলে তাঁদের মহাসড়কে চলাচলে কোনো সমস্যা হয় না। তবে মাসোহারা না দিলে অটোরিকশা আটকে দেয় হাইওয়ে পুলিশ। তখন মামলা দিয়ে হয়রানি করা হয়। আবার অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে তাঁদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হয়।
সর্বশেষ ১৭ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়ায় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে ইটভাটার তিনজন শ্রমিক নিহত হন। এ ঘটনার আগে ১৬ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক বীর মুক্তিযোদ্ধার ভাই নিহত হন। একই দিন কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন একজন।
ব্রাহ্মণবাড়িয়া সিএনজি মালিক সমিতির সহসভাপতি কাজী মনির বলেন, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর আমরা চালকদের মহাসড়কে গাড়ি চালাতে নিষেধ করি। এরপরও চালকেরা পুলিশের সঙ্গে যোগসাজশে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, ‘মহাসড়কে থ্রি হুইলার ও ট্রাক্টরের বিষয়ে উচ্চ আদালত এবং মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও হাইওয়েতে থ্রি হুইলার ও ট্রাক্টর চলাচল থেমে নেই। এতে মহাসড়কে বাস-ট্রাক চলাচল করতে সমস্যা হয়, ঘটছে দুর্ঘটনা। আমরা এ নিয়ে আন্দোলন করলে সংশ্লিষ্ট প্রশাসন কয়েক দিন লোকদেখানো অভিযান চালিয়ে এসব যানবাহন আটক করে। কিন্তু পরে আবার ঠিকই মহাসড়কে চলে থ্রি হুইলার।’
মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়টি স্বীকার করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ১৭ ডিসেম্বর তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয় সিএনজিচালিত অটোরিকশার মালিক, চালক ও ট্রাকমালিকের বিরুদ্ধে।’
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার শহীদ উল্লাহ বলেন, ‘মহাসড়কে নিবন্ধন থাকুক বা না থাকুক, কোনো অবস্থাতেই সিএনজি চলতে পারবে না। এ ছাড়া নিবন্ধনবিহীন সিএনজি কীভাবে মহাসড়কে চলল এবং দুর্ঘটনা হলো তার জবাবদিহি সংশ্লিষ্ট কর্মকর্তাকে (ওসি) করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে অটোরিকশা চলাচল নিয়ে এরই মধ্যে ওসিকে শোকজ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার আমাদের দায়িত্ব দিয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে। জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। বিষয়টি শক্তভাবে দেখা হবে।’
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশকে হাত করে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে চলছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়কে বেপরোয়া গতিতে চলছে এসব যানবাহন। ঘটছে একের পর এক দুর্ঘটনা। মারা যাচ্ছেন যাত্রী, চালক ও সাধারণ মানুষ।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিজয়নগর উপজেলার সাতবর্গ পর্যন্ত ৩৩ কিলোমিটার এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে কসবা উপজেলার কুটি চৌমুহনী কালামোড়া সেতু পর্যন্ত ৪৩ কিলোমিটার এলাকা খাঁটিহাতা হাইওয়ে থানার অধীনে। এই দুই মহাসড়কে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশকে হাত করে চলাচল করছে অটোরিকশা। এর মধ্যে অধিকাংশই অটোরিকশা নিবন্ধনবিহীন। নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজিচালক ও মালিক জানান, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত প্রতিটি অটোরিকশা মাসিক টোকেনের মাধ্যমে মহাসড়কে চলাচল করে। ফলে তাঁদের মহাসড়কে চলাচলে কোনো সমস্যা হয় না। তবে মাসোহারা না দিলে অটোরিকশা আটকে দেয় হাইওয়ে পুলিশ। তখন মামলা দিয়ে হয়রানি করা হয়। আবার অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে তাঁদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হয়।
সর্বশেষ ১৭ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়ায় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে ইটভাটার তিনজন শ্রমিক নিহত হন। এ ঘটনার আগে ১৬ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক বীর মুক্তিযোদ্ধার ভাই নিহত হন। একই দিন কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন একজন।
ব্রাহ্মণবাড়িয়া সিএনজি মালিক সমিতির সহসভাপতি কাজী মনির বলেন, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর আমরা চালকদের মহাসড়কে গাড়ি চালাতে নিষেধ করি। এরপরও চালকেরা পুলিশের সঙ্গে যোগসাজশে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, ‘মহাসড়কে থ্রি হুইলার ও ট্রাক্টরের বিষয়ে উচ্চ আদালত এবং মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও হাইওয়েতে থ্রি হুইলার ও ট্রাক্টর চলাচল থেমে নেই। এতে মহাসড়কে বাস-ট্রাক চলাচল করতে সমস্যা হয়, ঘটছে দুর্ঘটনা। আমরা এ নিয়ে আন্দোলন করলে সংশ্লিষ্ট প্রশাসন কয়েক দিন লোকদেখানো অভিযান চালিয়ে এসব যানবাহন আটক করে। কিন্তু পরে আবার ঠিকই মহাসড়কে চলে থ্রি হুইলার।’
মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়টি স্বীকার করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ১৭ ডিসেম্বর তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয় সিএনজিচালিত অটোরিকশার মালিক, চালক ও ট্রাকমালিকের বিরুদ্ধে।’
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার শহীদ উল্লাহ বলেন, ‘মহাসড়কে নিবন্ধন থাকুক বা না থাকুক, কোনো অবস্থাতেই সিএনজি চলতে পারবে না। এ ছাড়া নিবন্ধনবিহীন সিএনজি কীভাবে মহাসড়কে চলল এবং দুর্ঘটনা হলো তার জবাবদিহি সংশ্লিষ্ট কর্মকর্তাকে (ওসি) করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে অটোরিকশা চলাচল নিয়ে এরই মধ্যে ওসিকে শোকজ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার আমাদের দায়িত্ব দিয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে। জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। বিষয়টি শক্তভাবে দেখা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে