যশোর ও মেহেরপুর প্রতিনিধি
খুলনায় বিএনপির গণসমাবেশ ঘিরে দুই দিনের অঘোষিত বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গত শুক্রবার থেকে খুলনাগামী বাস চলাচল বন্ধ থাকায় প্রথম দিনের মতো গতকাল শনিবারও যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বাস যশোরে আটকে যায়। একই সঙ্গে আঞ্চলিক রুটের বাস চলাচলও বন্ধ ছিল।
এদিকে ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। গুনতে হয় বাড়তি ভাড়া। বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চালু থাকায় বাড়তি যাত্রীর চাপ সামলাতে হয়েছে। দেরিতে হলেও অতিরিক্ত যাত্রী নিয়ে খুলনায় যায় ট্রেন।
পরিবহনশ্রমিকেরা জানান, গতকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ থাকায় শুক্রবার সকাল থেকে যশোর থেকে খুলনাগামী যাত্রীবাহী সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ছিল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ রুটের বাস যশোর টার্মিনালে এসে থেমে যাচ্ছে। শুক্রবারের মতো শনিবারও যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী পরিবহন যশোর বাস টার্মিনালে এসে থেমে যাচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই মানুষকে বাস থেকে যশোরে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে ইজিবাইক বা নছিমনে করে কেটে কেটে যেতে হচ্ছে। মানুষের যেন ভোগান্তির শেষ নেই।
যশোর টার্মিনালে কথা হয় পিরোজপুর মঠবাড়িয়ার মালতি রানীর (৫৫) সঙ্গে। দেড় মাস ভারতের কলকাতার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে গতকাল সকালে বেনাপোল দিয়ে যশোরে আসেন তিনি। বেনাপোল থেকে আঞ্চলিক রুটের বাসে করে যশোর টার্মিনালে এসে তিনি খুলনাগামী কোনো বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন।
ক্ষুব্ধ এই নারী বলেন, কলকাতা থেকে অপারেশন শেষে শনিবার সকালে যশোর পৌঁছেছি। অসুস্থ শরীর নিয়ে একটা বাস কাউন্টারে ৪-৫ ঘণ্টা বসে আছি, কোনো উপায় পাচ্ছি না। বসে থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে যাচ্ছি।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন জানান, সোমবার তাঁর ভাইভা রয়েছে। গাড়ি বন্ধ থাকায় খুলনায় যেতে পারছি না। তিন ঘণ্টা বসে থাকার পরে ভাবছি, অতিরিক্ত ভাড়া নিয়ে ইজিবাইক বা নছিমনে করে কেটে কেটে যাব।
যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘এটা আমাদের কোনো ধর্মঘট না। সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞাও নেই। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য পরিবহনমালিকেরা পরিবহন বন্ধ রেখেছেন। শনিবার সন্ধ্যার পর থেকে পরিবহনগুলো স্বাভাবিক হবে বলে মালিকপক্ষ থেকে ইঙ্গিত পেয়েছি।’
এদিকে বিএনপির নেতারা জানান, যশোর থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী খুলনার সমাবেশে যোগ দিয়েছেন। গত তিন দিনে জেলার ৬৩ জন বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। গণগ্রেপ্তার, পুলিশের বাধার পরেও বৃহস্পতিবার থেকে যশোরের নেতা-কর্মীরা খুলনার সমাবেশে যোগ দিয়েছেন। মহাসড়ক বাদ দিয়ে আঞ্চলিক সড়কে নছিমন, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল করে তাঁরা সমাবেশস্থলে যোগ দিয়েছেন। এ ছাড়া ট্রেনে করেও বিএনপির নেতারা খুলনায় পৌঁছেছেন বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘খুলনার মহাসমাবেশে যাওয়া ঠেকাতে সরকার অঘোষিত নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পরিবহনমালিকেরা খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সব বাধা পেরিয়ে যশোর জেলার প্রায় ১০ হাজার নেতা-কর্মী খুলনার মহাসমাবেশে পৌঁছে যান। সমাবেশে আসা বন্ধ করতে বিএনপির অন্তত ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রেলস্টেশনে কর্মীদের মারপিট করা হয়েছে।’
এদিকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ডাকা ধর্মঘটের কারণে মেহেরপুর থেকে-খুলনাগামী যে চারটি বাস সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো ছেড়ে যায়নি। ফলে দুর্ভোগে পড়ে খুলনাগামী যাত্রীরা।
এদিকে হঠাৎ করে বাস বন্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনাগামী মেহেরপুরের যাত্রীরা। তাঁরা বলেছেন, হঠাৎ করেই পরিবহন বন্ধ করে দেওয়া হয়। এমনকি আগেও কোনো কিছু জানানো হয় না। ফলে সকালে সাধারণ মানুষ এখানে এসে দুর্ভোগের শিকার হন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ জানান, খুলনায় বিএনপির আয়োজিত মহাসমাবেশকে বানচাল করতে সরকার কৌশলে এমন ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু কোনো বাধাই বিএনপির কর্মীদের আটকিয়ে রাখা যায়নি। এক দিন আগেই সব বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে চলে গেছেন।
খুলনায় বিএনপির গণসমাবেশ ঘিরে দুই দিনের অঘোষিত বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গত শুক্রবার থেকে খুলনাগামী বাস চলাচল বন্ধ থাকায় প্রথম দিনের মতো গতকাল শনিবারও যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বাস যশোরে আটকে যায়। একই সঙ্গে আঞ্চলিক রুটের বাস চলাচলও বন্ধ ছিল।
এদিকে ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। গুনতে হয় বাড়তি ভাড়া। বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চালু থাকায় বাড়তি যাত্রীর চাপ সামলাতে হয়েছে। দেরিতে হলেও অতিরিক্ত যাত্রী নিয়ে খুলনায় যায় ট্রেন।
পরিবহনশ্রমিকেরা জানান, গতকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ থাকায় শুক্রবার সকাল থেকে যশোর থেকে খুলনাগামী যাত্রীবাহী সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ছিল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ রুটের বাস যশোর টার্মিনালে এসে থেমে যাচ্ছে। শুক্রবারের মতো শনিবারও যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী পরিবহন যশোর বাস টার্মিনালে এসে থেমে যাচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই মানুষকে বাস থেকে যশোরে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে ইজিবাইক বা নছিমনে করে কেটে কেটে যেতে হচ্ছে। মানুষের যেন ভোগান্তির শেষ নেই।
যশোর টার্মিনালে কথা হয় পিরোজপুর মঠবাড়িয়ার মালতি রানীর (৫৫) সঙ্গে। দেড় মাস ভারতের কলকাতার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে গতকাল সকালে বেনাপোল দিয়ে যশোরে আসেন তিনি। বেনাপোল থেকে আঞ্চলিক রুটের বাসে করে যশোর টার্মিনালে এসে তিনি খুলনাগামী কোনো বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন।
ক্ষুব্ধ এই নারী বলেন, কলকাতা থেকে অপারেশন শেষে শনিবার সকালে যশোর পৌঁছেছি। অসুস্থ শরীর নিয়ে একটা বাস কাউন্টারে ৪-৫ ঘণ্টা বসে আছি, কোনো উপায় পাচ্ছি না। বসে থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে যাচ্ছি।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন জানান, সোমবার তাঁর ভাইভা রয়েছে। গাড়ি বন্ধ থাকায় খুলনায় যেতে পারছি না। তিন ঘণ্টা বসে থাকার পরে ভাবছি, অতিরিক্ত ভাড়া নিয়ে ইজিবাইক বা নছিমনে করে কেটে কেটে যাব।
যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘এটা আমাদের কোনো ধর্মঘট না। সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞাও নেই। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য পরিবহনমালিকেরা পরিবহন বন্ধ রেখেছেন। শনিবার সন্ধ্যার পর থেকে পরিবহনগুলো স্বাভাবিক হবে বলে মালিকপক্ষ থেকে ইঙ্গিত পেয়েছি।’
এদিকে বিএনপির নেতারা জানান, যশোর থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী খুলনার সমাবেশে যোগ দিয়েছেন। গত তিন দিনে জেলার ৬৩ জন বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। গণগ্রেপ্তার, পুলিশের বাধার পরেও বৃহস্পতিবার থেকে যশোরের নেতা-কর্মীরা খুলনার সমাবেশে যোগ দিয়েছেন। মহাসড়ক বাদ দিয়ে আঞ্চলিক সড়কে নছিমন, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল করে তাঁরা সমাবেশস্থলে যোগ দিয়েছেন। এ ছাড়া ট্রেনে করেও বিএনপির নেতারা খুলনায় পৌঁছেছেন বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘খুলনার মহাসমাবেশে যাওয়া ঠেকাতে সরকার অঘোষিত নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পরিবহনমালিকেরা খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সব বাধা পেরিয়ে যশোর জেলার প্রায় ১০ হাজার নেতা-কর্মী খুলনার মহাসমাবেশে পৌঁছে যান। সমাবেশে আসা বন্ধ করতে বিএনপির অন্তত ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রেলস্টেশনে কর্মীদের মারপিট করা হয়েছে।’
এদিকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ডাকা ধর্মঘটের কারণে মেহেরপুর থেকে-খুলনাগামী যে চারটি বাস সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো ছেড়ে যায়নি। ফলে দুর্ভোগে পড়ে খুলনাগামী যাত্রীরা।
এদিকে হঠাৎ করে বাস বন্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনাগামী মেহেরপুরের যাত্রীরা। তাঁরা বলেছেন, হঠাৎ করেই পরিবহন বন্ধ করে দেওয়া হয়। এমনকি আগেও কোনো কিছু জানানো হয় না। ফলে সকালে সাধারণ মানুষ এখানে এসে দুর্ভোগের শিকার হন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ জানান, খুলনায় বিএনপির আয়োজিত মহাসমাবেশকে বানচাল করতে সরকার কৌশলে এমন ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু কোনো বাধাই বিএনপির কর্মীদের আটকিয়ে রাখা যায়নি। এক দিন আগেই সব বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে চলে গেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে