সম্পাদকীয়
মোহাম্মদ ফরহাদ ছিলেন আপাদমস্তক বিপ্লবী একজন কমিউনিস্ট নেতা। তাঁর জন্ম পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে, ১৯৩৮ সালের ৫ জুলাই।
দিনাজপুরের তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়াকালীন ভাষা আন্দোলনে যুক্ত থাকার কারণে বন্দী হয়ে আট মাস জেল খাটেন মোহাম্মদ ফরহাদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন।
ষাটের দশকে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ‘মস্তিষ্ক’ বলে পরিচিত ছিলেন মোহাম্মদ ফরহাদ। তিনি ১৯৬৮ সালে গোপন কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। একাত্তরে তিনি কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অধিনায়ক ছিলেন। স্বাধীন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে কাজ করার সুযোগ লাভ করে এবং ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৫।
১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি বোদা-দেবীগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খুব বেশি সময় না পেলেও তৃতীয় জাতীয় সংসদে ব্যতিক্রমী ভূমিকা, যুক্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত বাগ্মিতার কারণে একজন প্রতিশ্রুতিশীল পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন।
স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কৌশল নির্ধারণে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি ছিলেন আশির দশকের সিপিবির স্বর্ণযুগের স্থপতি।
এরশাদের আমলে নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ১৫০: ১৫০ আসনে লড়ার প্রস্তাব দিয়ে এরশাদের ঘুম হারাম করে দিয়েছিলেন। এরশাদ তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে একজন প্রার্থী পাঁচটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার বিধান সংযুক্ত করেন। তিনি যেমন পাকিস্তান আমলে, তেমনি জিয়া ও এরশাদের আমলেও কারারুদ্ধ ছিলেন।
তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর মস্কোয় মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ ফরহাদ ছিলেন আপাদমস্তক বিপ্লবী একজন কমিউনিস্ট নেতা। তাঁর জন্ম পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে, ১৯৩৮ সালের ৫ জুলাই।
দিনাজপুরের তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়াকালীন ভাষা আন্দোলনে যুক্ত থাকার কারণে বন্দী হয়ে আট মাস জেল খাটেন মোহাম্মদ ফরহাদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন।
ষাটের দশকে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ‘মস্তিষ্ক’ বলে পরিচিত ছিলেন মোহাম্মদ ফরহাদ। তিনি ১৯৬৮ সালে গোপন কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। একাত্তরে তিনি কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অধিনায়ক ছিলেন। স্বাধীন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে কাজ করার সুযোগ লাভ করে এবং ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৫।
১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি বোদা-দেবীগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খুব বেশি সময় না পেলেও তৃতীয় জাতীয় সংসদে ব্যতিক্রমী ভূমিকা, যুক্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত বাগ্মিতার কারণে একজন প্রতিশ্রুতিশীল পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন।
স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কৌশল নির্ধারণে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি ছিলেন আশির দশকের সিপিবির স্বর্ণযুগের স্থপতি।
এরশাদের আমলে নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ১৫০: ১৫০ আসনে লড়ার প্রস্তাব দিয়ে এরশাদের ঘুম হারাম করে দিয়েছিলেন। এরশাদ তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে একজন প্রার্থী পাঁচটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার বিধান সংযুক্ত করেন। তিনি যেমন পাকিস্তান আমলে, তেমনি জিয়া ও এরশাদের আমলেও কারারুদ্ধ ছিলেন।
তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর মস্কোয় মৃত্যুবরণ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে