মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত তিন দিনে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় কয়েক মাস হাসপাতালের কোভিড বুথে পরীক্ষা প্রায় বন্ধ ছিল। গত ৩০ জুন থেকে বুথে পুনরায় করোনা পরীক্ষা শুরু করা হয়।
গতকাল সোমবার ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জনের নমুনা পরীক্ষা এই রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। গত রোববার ২১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের এবং শনিবার ২৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। তিনদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ।
উপজেলা স্যানেটারি পরিদর্শক জানাহারা বেগম জানান, করোনা সংক্রমণ কমে যাওয়ায় হাসপাতালের করোনা ইউনিট বুথে পরীক্ষা বন্ধ করা হয়েছিল। ২-১ জন রোগী এলে ল্যাবে পরীক্ষা করা হতো। হঠাৎ করে আবার করোনা সংক্রমন বেড়ে গেছে। তাই বুথে পরীক্ষা শুরু হয়েছে। তিন দিনে করোনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ৩০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে মুলাদী উপজেলা করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছিল। চলতি বছর ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ৫০ শতাংশের বেশি রোগী শনাক্ত হয়েছিল। এর মধ্যে কোনো কোনো দিন শনাক্তের হার ৭০ শতাংশেরও বেশি ছিল বলে জানিয়েছেন হাসপাতালের করোনা পরীক্ষা ইউনিট।
করোনা রোগী শনাক্তের হার ঊর্ধ্বমুখী হলেও বুস্টার ডোজের টিকায় তেমন সারা মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। গত ৩০ জুন পর্যন্ত উপজেলায় মাত্র ২৮ হাজার ৫০০ জন করোনার বুস্টার ডোজ নিয়েছেন।
উপজেলা সমন্বিত টিকাদান কর্মসূচির সমন্বয়ক মো. আল মামুন কবির মিয়া জানান, টিকা কার্যক্রম অনেকটা সহজ করা হয়েছে। টিকা কার্ড ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেওয়া যাচ্ছে। এরপরও সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ তুলনামূলক কম। তবে টিকাদান কর্মীরা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, টিকাকেন্দ্রসহ তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের শরণাপন্ন হলে নমুনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মুলাদীতে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত তিন দিনে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় কয়েক মাস হাসপাতালের কোভিড বুথে পরীক্ষা প্রায় বন্ধ ছিল। গত ৩০ জুন থেকে বুথে পুনরায় করোনা পরীক্ষা শুরু করা হয়।
গতকাল সোমবার ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জনের নমুনা পরীক্ষা এই রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। গত রোববার ২১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের এবং শনিবার ২৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। তিনদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ।
উপজেলা স্যানেটারি পরিদর্শক জানাহারা বেগম জানান, করোনা সংক্রমণ কমে যাওয়ায় হাসপাতালের করোনা ইউনিট বুথে পরীক্ষা বন্ধ করা হয়েছিল। ২-১ জন রোগী এলে ল্যাবে পরীক্ষা করা হতো। হঠাৎ করে আবার করোনা সংক্রমন বেড়ে গেছে। তাই বুথে পরীক্ষা শুরু হয়েছে। তিন দিনে করোনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ৩০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে মুলাদী উপজেলা করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছিল। চলতি বছর ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ৫০ শতাংশের বেশি রোগী শনাক্ত হয়েছিল। এর মধ্যে কোনো কোনো দিন শনাক্তের হার ৭০ শতাংশেরও বেশি ছিল বলে জানিয়েছেন হাসপাতালের করোনা পরীক্ষা ইউনিট।
করোনা রোগী শনাক্তের হার ঊর্ধ্বমুখী হলেও বুস্টার ডোজের টিকায় তেমন সারা মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। গত ৩০ জুন পর্যন্ত উপজেলায় মাত্র ২৮ হাজার ৫০০ জন করোনার বুস্টার ডোজ নিয়েছেন।
উপজেলা সমন্বিত টিকাদান কর্মসূচির সমন্বয়ক মো. আল মামুন কবির মিয়া জানান, টিকা কার্যক্রম অনেকটা সহজ করা হয়েছে। টিকা কার্ড ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেওয়া যাচ্ছে। এরপরও সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ তুলনামূলক কম। তবে টিকাদান কর্মীরা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, টিকাকেন্দ্রসহ তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের শরণাপন্ন হলে নমুনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে