এস এম রকি, খানসামা (দিনাজপুর)
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ১৩ জুলাই দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁর এই সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহর বিরুদ্ধে এই চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকে রাখার ভয় দেখাচ্ছেন তিনি। এ নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী মিলিয়ে মোট ১০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন অনুযায়ী ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা নির্ধারণ করা হয়। এই টাকা সংগ্রহের জন্য স্বাস্থ্য কর্মকর্তা তাঁর পছন্দের কর্মচারীকে দায়িত্ব দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছিল। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ১৩ জুলাই সকালে এসে মাত্র ১৫-২০ মিনিট হাসপাতালে অবস্থান করে সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কোনো আপ্যায়ন নেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ও স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য সহকারীদের ৪০০ এবং সিএইচসিপিদের ৬০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য নিয়মিত চাপ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা। টাকা না দিলে বেতন বন্ধ রাখার ভয় দেখাচ্ছেন। এটা আসলেই লজ্জাজনক।
নাম প্রকাশ না করে একাধিক নার্স ও চিকিৎসক জানান, বেতন অনুযায়ী তাঁদের ১ হাজার থেকে ৩ হাজার টাকা করে চাঁদার জন্য চাপ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা। তবে তাঁরা কেউ এখনো চাঁদা দেননি। এই টাকা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিদিন নিজেই চাচ্ছেন।
বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, মন্ত্রীর সফরের খরচের জন্য নয়, এটি আপ্যায়ন বিল মেটাতে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আপ্যায়ন বাবদ কোনো বিল সরকার থেকে পাওয়া যায় না, তাই অফিসে আগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অতিথিদের আপ্যায়ন মেটাতে এই টাকা নেওয়া হচ্ছে। তবে চাঁদা না দিলে বেতন আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন এই কর্মকর্তা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডেপুটি সিভিল সার্জন মো. শরীফ আজকের পত্রিকাকে বলেন, কোনো ভিআইপির সফর শুধু নয়, যেকোনো বিষয়ে চাঁদা সংগ্রহ নিয়মবহির্ভূত কাজ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আপ্যায়ন বিলের বরাদ্দ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের জন্য সামগ্রিক বিষয়ে বার্ষিক একটা বরাদ্দ থাকে। সেটা কোন খাতে ব্যয় করবে, এটা তাদের বিষয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ১৩ জুলাই দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁর এই সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহর বিরুদ্ধে এই চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকে রাখার ভয় দেখাচ্ছেন তিনি। এ নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী মিলিয়ে মোট ১০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন অনুযায়ী ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা নির্ধারণ করা হয়। এই টাকা সংগ্রহের জন্য স্বাস্থ্য কর্মকর্তা তাঁর পছন্দের কর্মচারীকে দায়িত্ব দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছিল। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ১৩ জুলাই সকালে এসে মাত্র ১৫-২০ মিনিট হাসপাতালে অবস্থান করে সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কোনো আপ্যায়ন নেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ও স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য সহকারীদের ৪০০ এবং সিএইচসিপিদের ৬০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য নিয়মিত চাপ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা। টাকা না দিলে বেতন বন্ধ রাখার ভয় দেখাচ্ছেন। এটা আসলেই লজ্জাজনক।
নাম প্রকাশ না করে একাধিক নার্স ও চিকিৎসক জানান, বেতন অনুযায়ী তাঁদের ১ হাজার থেকে ৩ হাজার টাকা করে চাঁদার জন্য চাপ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা। তবে তাঁরা কেউ এখনো চাঁদা দেননি। এই টাকা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিদিন নিজেই চাচ্ছেন।
বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, মন্ত্রীর সফরের খরচের জন্য নয়, এটি আপ্যায়ন বিল মেটাতে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আপ্যায়ন বাবদ কোনো বিল সরকার থেকে পাওয়া যায় না, তাই অফিসে আগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অতিথিদের আপ্যায়ন মেটাতে এই টাকা নেওয়া হচ্ছে। তবে চাঁদা না দিলে বেতন আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন এই কর্মকর্তা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডেপুটি সিভিল সার্জন মো. শরীফ আজকের পত্রিকাকে বলেন, কোনো ভিআইপির সফর শুধু নয়, যেকোনো বিষয়ে চাঁদা সংগ্রহ নিয়মবহির্ভূত কাজ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আপ্যায়ন বিলের বরাদ্দ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের জন্য সামগ্রিক বিষয়ে বার্ষিক একটা বরাদ্দ থাকে। সেটা কোন খাতে ব্যয় করবে, এটা তাদের বিষয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে