আজকের পত্রিকা ডেস্ক
ব্যালট পেপার ছিনতাই, ভোট বর্জন ও স্থগিত, সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষসহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গতকাল সম্পন্ন হয়। এদিন বগুড়ার ১৩ ইউপি, সিরাজগঞ্জের শাহজাদপুরের ১০ ইউপি, চৌহালীর ৭ ইউপি, কামারখন্দের ৪ ইউপি এবং জয়পুরহাটের ৯ ইউপিতে গতকাল ভোট গ্রহণ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার ১৩ ইউপিতে ভোট গ্রহণ: গতকাল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নের ভোট গ্রহণ হয়। এগুলোর মধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোটাররা ভোট দেন।
এদিকে নন্দীগ্রামে সংঘর্ষ, অনিয়মের ঘটনা ঘটেনি। তবে কাহালুতে বুরইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কাহালুর আরেকটি ইউনিয়নে ব্যালটসহ একজন আটক হয়েছেন।
কামারখন্দে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ভোট দিলেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চার ইউপিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিকে উপজেলায় ১০৪ বছর বয়সী লিলি বেগম ভোট দিয়েছেন। তিনি রায়দৌলতপুর ইউপির জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বৃদ্ধা লিলি বেগম উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত রজযান আলীর স্ত্রী। ভোট দিয়ে তিনি বলেন, ‘ভোট দিয়া মেলা ভালো লাগত্যাছে। বুরা মানুষ নইরবার পারি না, তাই বেটার বউকে সঙ্গে আনছি।’ কামারখন্দ নির্বাচন কর্মকর্তা এস এম আব্দুর রহিম বলেন, আনুমানিক ৭০ হাজার ভোট পড়েছে।
শাহজাদপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোট স্থগিত: গতকাল ১০ ইউপিতে ভোট গ্রহণ হয়। এগুলোর মধ্যে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। আরেকটিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল উপজেলার রুপবাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ শুরুর সময় আন্ধারমানিক জুনিয়র উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বর প্রার্থী মালেক (মোরগ প্রতীক) ও আবুল কাশেম (টিউবওয়েল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে তিনজন আহত হন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বেলা ১১টার দিকে জালালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছিনতাইয়ের ঘটনায় কাজীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী একটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেন।
চৌহালীতে সাংবাদিকের ওপর হামলা: সাত ইউপির মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া কেন্দ্রে অন্যের ব্যালটে সিল মারার ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ৬৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে প্রায় সব কটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছিল।
জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন: উপজেলার ৯টি ইউপির মধ্যে পুরানাপৈল ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ও ভাদসা কেন্দ্রে ভোট বর্জনের ঘটনা ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সরেজমিন দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এদিকে বেলা ১১টার দিকে পুরানাপৈল ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের সমর্থকের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোরশেদ আলম সৈকতের দুজন কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত দুজনকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
অন্যদিকে, সদর উপজেলার ভাদসা ইউপিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী। গতকাল বেলা একটার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আমার ইউপির প্রায় সব কেন্দ্রই আওয়ামী লীগের প্রার্থীর মোতায়েন করা লোকজন দখল করে রাখেন। তাঁরা আমার লোকজনকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেননি। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। জাল ভোট দিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। তাঁরা দেখছি বলেই কেবল সান্ত্বনা দিয়েছেন, কোনো পদক্ষেপ নেননি। তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিই।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভাদসাসহ যখন যে কেন্দ্রের অভিযোগ পেয়েছি, আমরা সে বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’
ব্যালট পেপার ছিনতাই, ভোট বর্জন ও স্থগিত, সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষসহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গতকাল সম্পন্ন হয়। এদিন বগুড়ার ১৩ ইউপি, সিরাজগঞ্জের শাহজাদপুরের ১০ ইউপি, চৌহালীর ৭ ইউপি, কামারখন্দের ৪ ইউপি এবং জয়পুরহাটের ৯ ইউপিতে গতকাল ভোট গ্রহণ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার ১৩ ইউপিতে ভোট গ্রহণ: গতকাল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নের ভোট গ্রহণ হয়। এগুলোর মধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোটাররা ভোট দেন।
এদিকে নন্দীগ্রামে সংঘর্ষ, অনিয়মের ঘটনা ঘটেনি। তবে কাহালুতে বুরইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কাহালুর আরেকটি ইউনিয়নে ব্যালটসহ একজন আটক হয়েছেন।
কামারখন্দে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ভোট দিলেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চার ইউপিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিকে উপজেলায় ১০৪ বছর বয়সী লিলি বেগম ভোট দিয়েছেন। তিনি রায়দৌলতপুর ইউপির জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বৃদ্ধা লিলি বেগম উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত রজযান আলীর স্ত্রী। ভোট দিয়ে তিনি বলেন, ‘ভোট দিয়া মেলা ভালো লাগত্যাছে। বুরা মানুষ নইরবার পারি না, তাই বেটার বউকে সঙ্গে আনছি।’ কামারখন্দ নির্বাচন কর্মকর্তা এস এম আব্দুর রহিম বলেন, আনুমানিক ৭০ হাজার ভোট পড়েছে।
শাহজাদপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোট স্থগিত: গতকাল ১০ ইউপিতে ভোট গ্রহণ হয়। এগুলোর মধ্যে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। আরেকটিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল উপজেলার রুপবাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ শুরুর সময় আন্ধারমানিক জুনিয়র উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বর প্রার্থী মালেক (মোরগ প্রতীক) ও আবুল কাশেম (টিউবওয়েল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে তিনজন আহত হন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বেলা ১১টার দিকে জালালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছিনতাইয়ের ঘটনায় কাজীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী একটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেন।
চৌহালীতে সাংবাদিকের ওপর হামলা: সাত ইউপির মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া কেন্দ্রে অন্যের ব্যালটে সিল মারার ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ৬৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে প্রায় সব কটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছিল।
জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন: উপজেলার ৯টি ইউপির মধ্যে পুরানাপৈল ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ও ভাদসা কেন্দ্রে ভোট বর্জনের ঘটনা ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সরেজমিন দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এদিকে বেলা ১১টার দিকে পুরানাপৈল ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের সমর্থকের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোরশেদ আলম সৈকতের দুজন কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত দুজনকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
অন্যদিকে, সদর উপজেলার ভাদসা ইউপিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী। গতকাল বেলা একটার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আমার ইউপির প্রায় সব কেন্দ্রই আওয়ামী লীগের প্রার্থীর মোতায়েন করা লোকজন দখল করে রাখেন। তাঁরা আমার লোকজনকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেননি। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। জাল ভোট দিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। তাঁরা দেখছি বলেই কেবল সান্ত্বনা দিয়েছেন, কোনো পদক্ষেপ নেননি। তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিই।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভাদসাসহ যখন যে কেন্দ্রের অভিযোগ পেয়েছি, আমরা সে বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে