ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ১৮ জন চিকিৎসক নেই। এ ছাড়া জনবলসহ চিকিৎসা উপকরণস্বল্পতা দেখা দেওয়ায় সেবাবঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও চারটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে।
এসব স্বাস্থ্যকেন্দ্রে ১৮টি বিভিন্ন চিকিৎসকের পদ শূন্য ও চিকিৎসা উপকরণস্বল্পতা রয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি জুনিয়র কনসালট্যান্টের পদ থাকলেও জুনিয়র কনসালট্যান্ট আছেন মাত্র একজন। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশুরোগ, কার্ডিওলজি, চক্ষু, অর্থোপেডিকস, নাক, কান ও গলা এবং চর্মরোগ বিশেষজ্ঞ জুনিয়র কনসালট্যান্ট পদে চিকিৎসক নেই। এ ছাড়া ডেন্টাল সার্জনের পদ ফাঁকা রয়েছে।
নির্ভুল রোগনির্ণয়ের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি-সুবিধা চালু করা হলেও রোগনির্ণয়ের ক্ষেত্রে রোগীরা এসব সুবিধা পাচ্ছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি বিকল। দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিনের একটি নষ্ট। চারটি ইসিজি মেশিনের তিনটি অকেজো। এক্স-রে মেশিন চালানোর টেকনিশিয়ান নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অপারেশন থিয়েটারে অপারেশন টেবিল নেই। এর সঙ্গে নেই অপারেশন লাইট। এতে দরিদ্র রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপারেশনের সুবিধা পাচ্ছেন না।
উপজেলার শিলখুড়ী, চর ভূরুঙ্গামারী, সোনাহাট ও শাহীবাজারে চারটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে মেডিকেল অফিসারের পদ থাকলেও শিলখুড়ী, চর ভূরুঙ্গামারী ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার নেই।
উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকম) নামে পদ রয়েছে। সোনাহাট ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই। এ ছাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে ফার্মাসিস্ট থাকেন। চর ভূরুঙ্গামারী, শিলখুড়ী ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে নেই ফার্মাসিস্ট।
পর্যাপ্ত লোকবল না থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রগুলো সপ্তাহের অধিকাংশ সময় বন্ধ থাকে। এতে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ হাতের নাগালে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
উপজেলার পাথরডুবি, তিলাই, পাইকেরছড়া, জয়মনিরহাট এবং আন্ধারীঝাড় ইউনিয়নে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে একজন করে সহকারী সার্জন চিকিৎসক হিসেবে থাকার কথা থাকলেও পাথরডুবি, তিলাই, পাইকেরছড়া এবং জয়মনিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে।
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন করে স্যাকম পদ থাকলে পাথরডুবি, তিলাই, জয়মনিরহাট এবং আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই।
শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা সামসুল আলম জানান, এই ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটি বেশির ভাগ সময়ে বন্ধই থাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীর স্বজনেরা জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম হয় না। এসবের জন্য বেসরকারি ক্লিনিকে ছুটতে হয়। তাতে বেশি টাকা খরচ করতে হয়।
পরিচয় প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি-সুবিধা চালু থাকলে একদিকে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে সেবা পাবে, অন্যদিকে সরকার এখান থেকে নিয়মিত বিপুল পরিমাণে রাজস্ব আয় করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহম্মদ সায়েম জানান, চিকিৎসক ও চিকিৎসা উপকরণস্বল্পতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চিকিৎসক ও উপকরণস্বল্পতা দূর হলে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ১৮ জন চিকিৎসক নেই। এ ছাড়া জনবলসহ চিকিৎসা উপকরণস্বল্পতা দেখা দেওয়ায় সেবাবঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও চারটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে।
এসব স্বাস্থ্যকেন্দ্রে ১৮টি বিভিন্ন চিকিৎসকের পদ শূন্য ও চিকিৎসা উপকরণস্বল্পতা রয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি জুনিয়র কনসালট্যান্টের পদ থাকলেও জুনিয়র কনসালট্যান্ট আছেন মাত্র একজন। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশুরোগ, কার্ডিওলজি, চক্ষু, অর্থোপেডিকস, নাক, কান ও গলা এবং চর্মরোগ বিশেষজ্ঞ জুনিয়র কনসালট্যান্ট পদে চিকিৎসক নেই। এ ছাড়া ডেন্টাল সার্জনের পদ ফাঁকা রয়েছে।
নির্ভুল রোগনির্ণয়ের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি-সুবিধা চালু করা হলেও রোগনির্ণয়ের ক্ষেত্রে রোগীরা এসব সুবিধা পাচ্ছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি বিকল। দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিনের একটি নষ্ট। চারটি ইসিজি মেশিনের তিনটি অকেজো। এক্স-রে মেশিন চালানোর টেকনিশিয়ান নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অপারেশন থিয়েটারে অপারেশন টেবিল নেই। এর সঙ্গে নেই অপারেশন লাইট। এতে দরিদ্র রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপারেশনের সুবিধা পাচ্ছেন না।
উপজেলার শিলখুড়ী, চর ভূরুঙ্গামারী, সোনাহাট ও শাহীবাজারে চারটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে মেডিকেল অফিসারের পদ থাকলেও শিলখুড়ী, চর ভূরুঙ্গামারী ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার নেই।
উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকম) নামে পদ রয়েছে। সোনাহাট ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই। এ ছাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে ফার্মাসিস্ট থাকেন। চর ভূরুঙ্গামারী, শিলখুড়ী ও শাহীবাজার উপস্বাস্থ্যকেন্দ্রে নেই ফার্মাসিস্ট।
পর্যাপ্ত লোকবল না থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রগুলো সপ্তাহের অধিকাংশ সময় বন্ধ থাকে। এতে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ হাতের নাগালে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
উপজেলার পাথরডুবি, তিলাই, পাইকেরছড়া, জয়মনিরহাট এবং আন্ধারীঝাড় ইউনিয়নে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে একজন করে সহকারী সার্জন চিকিৎসক হিসেবে থাকার কথা থাকলেও পাথরডুবি, তিলাই, পাইকেরছড়া এবং জয়মনিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে।
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন করে স্যাকম পদ থাকলে পাথরডুবি, তিলাই, জয়মনিরহাট এবং আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই।
শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা সামসুল আলম জানান, এই ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটি বেশির ভাগ সময়ে বন্ধই থাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীর স্বজনেরা জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম হয় না। এসবের জন্য বেসরকারি ক্লিনিকে ছুটতে হয়। তাতে বেশি টাকা খরচ করতে হয়।
পরিচয় প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি-সুবিধা চালু থাকলে একদিকে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে সেবা পাবে, অন্যদিকে সরকার এখান থেকে নিয়মিত বিপুল পরিমাণে রাজস্ব আয় করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহম্মদ সায়েম জানান, চিকিৎসক ও চিকিৎসা উপকরণস্বল্পতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চিকিৎসক ও উপকরণস্বল্পতা দূর হলে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে