রুবেল আহমেদ, কসবা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক চলাচল অব্যাহত রয়েছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডের পাশেই গড়ে উঠেছে অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড। এর ফলে একদিকে যেমন বেড়েছে যানজট, তেমনি রয়েছে মৃত্যুঝুঁকিও। এ সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তবে অটোরিকশা ও ইজিবাইকের চালকেরা বলছেন, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার তিনলাখপীর, সৈয়দাবাদ, মনকাশাইর, খাড়েরা, কাঠেরপুল ও কুটি-চৌমুহনী বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে শত শত অটোরিকশা ও ইজিবাইক। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে উঠানামা করতে হচ্ছে যাত্রীদের। বেপরোয়া গতির গাড়ি যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটতে পারে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে তিনলাখপীর ও কুটি-চৌমুহনী এলাকা বেশি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে-মধ্যে লোকদেখানো অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ স্ট্যান্ডগুলো তুলে নিলেও প্রশাসনের লোকজন চলে আসার পরপরই আবার আগের অবস্থা তৈরি হয়। কুটি-চৌমুহনীতে চতুর্দিক থেকে এসে যে যার মতো করে সড়কে দাঁড়িয়ে যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। প্রতিদিন এই চৌমুহনীর ওপর দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ ও সিলেটগামী কয়েক হাজার বাস ও ট্রাক যাতায়াত করে। অধিকাংশ সময় অটোরিকশা ও ইজিবাইকের কারণে সড়ক সরু হয়ে যানজট সৃষ্টি হয়।
কুটি-চৌমুহনীর আকবর হোসেন নামের এক ব্যবসায়ী জানান, কাঠেরপুল থেকে তিনলাখপীর সবগুলো বাসস্ট্যান্ড কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত। প্রতিটি জায়গায় মহাসড়কের ওপর অবৈধ স্ট্যান্ড বানিয়ে অবস্থান করছে অটোরিকশা ও ইজিবাইক। বিশেষ করে চৌমুহনী বাসস্ট্যান্ডে চতুর্দিক থেকে অটোরিকশা ও ইজিবাইক জটলার কারণে কিছুক্ষণ পরপরই যানজট সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের যাত্রী ও চালকেরা। আকবর হোসেন বলেন, যানজট নিরসন করতে এখানে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
তিনলাখপীর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী দিলীপ ভূইয়া জানান, আগে এত অটোরিকশা ও ইজিবাইক ছিল না। মহামারি করোনা হানা দেওয়ার পর অনেক প্রবাসী চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। তাঁদের অনেকই দেশে এসে পরিবারের জন্য জীবিকা নির্বাহে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ইজিবাইক কিনে চালাচ্ছেন। প্রতিটি গ্রামেই বর্তমানে গড়ে ৪০ টির অধিক করে গাড়ি রয়েছে। এই অটোগুলো প্রতিদিন সকালে বেরিয়ে এলে প্রতিটি বাসস্ট্যান্ডের জটলা তৈরি হয়। এসব অনুমোদনহীন অধিকাংশ চালকই ট্রাফিক আইন কী তা জানেন না। এ কারণে যানজট দিন দিন বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদেশফেরত এক চালক বলেন, করোনার কারণে খালি হাতে দেশে আসতে হয়েছে। আবার যে সেখানে যাব সে সামর্থ্য নেই। তাই পরিবার ও পেটের দায়ে ইজিবাইক চালাচ্ছি। বাসস্ট্যান্ডে অতিরিক্ত জায়গা না থাকায় মহাসড়কের পাশেই গাড়ি রাখতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি মহাসড়কে স্ট্যান্ড করে সারিবদ্ধভাবে গাড়ি না রাখার বিষয়ে মাঝে মাঝে অভিযান করা হচ্ছে। জানমালের নিরাপত্তা ও জনভোগান্তি লাঘবে শিগগিরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক চলাচল অব্যাহত রয়েছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডের পাশেই গড়ে উঠেছে অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড। এর ফলে একদিকে যেমন বেড়েছে যানজট, তেমনি রয়েছে মৃত্যুঝুঁকিও। এ সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তবে অটোরিকশা ও ইজিবাইকের চালকেরা বলছেন, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার তিনলাখপীর, সৈয়দাবাদ, মনকাশাইর, খাড়েরা, কাঠেরপুল ও কুটি-চৌমুহনী বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে শত শত অটোরিকশা ও ইজিবাইক। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে উঠানামা করতে হচ্ছে যাত্রীদের। বেপরোয়া গতির গাড়ি যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটতে পারে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে তিনলাখপীর ও কুটি-চৌমুহনী এলাকা বেশি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে-মধ্যে লোকদেখানো অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ স্ট্যান্ডগুলো তুলে নিলেও প্রশাসনের লোকজন চলে আসার পরপরই আবার আগের অবস্থা তৈরি হয়। কুটি-চৌমুহনীতে চতুর্দিক থেকে এসে যে যার মতো করে সড়কে দাঁড়িয়ে যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। প্রতিদিন এই চৌমুহনীর ওপর দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ ও সিলেটগামী কয়েক হাজার বাস ও ট্রাক যাতায়াত করে। অধিকাংশ সময় অটোরিকশা ও ইজিবাইকের কারণে সড়ক সরু হয়ে যানজট সৃষ্টি হয়।
কুটি-চৌমুহনীর আকবর হোসেন নামের এক ব্যবসায়ী জানান, কাঠেরপুল থেকে তিনলাখপীর সবগুলো বাসস্ট্যান্ড কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত। প্রতিটি জায়গায় মহাসড়কের ওপর অবৈধ স্ট্যান্ড বানিয়ে অবস্থান করছে অটোরিকশা ও ইজিবাইক। বিশেষ করে চৌমুহনী বাসস্ট্যান্ডে চতুর্দিক থেকে অটোরিকশা ও ইজিবাইক জটলার কারণে কিছুক্ষণ পরপরই যানজট সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের যাত্রী ও চালকেরা। আকবর হোসেন বলেন, যানজট নিরসন করতে এখানে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
তিনলাখপীর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী দিলীপ ভূইয়া জানান, আগে এত অটোরিকশা ও ইজিবাইক ছিল না। মহামারি করোনা হানা দেওয়ার পর অনেক প্রবাসী চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। তাঁদের অনেকই দেশে এসে পরিবারের জন্য জীবিকা নির্বাহে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ইজিবাইক কিনে চালাচ্ছেন। প্রতিটি গ্রামেই বর্তমানে গড়ে ৪০ টির অধিক করে গাড়ি রয়েছে। এই অটোগুলো প্রতিদিন সকালে বেরিয়ে এলে প্রতিটি বাসস্ট্যান্ডের জটলা তৈরি হয়। এসব অনুমোদনহীন অধিকাংশ চালকই ট্রাফিক আইন কী তা জানেন না। এ কারণে যানজট দিন দিন বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদেশফেরত এক চালক বলেন, করোনার কারণে খালি হাতে দেশে আসতে হয়েছে। আবার যে সেখানে যাব সে সামর্থ্য নেই। তাই পরিবার ও পেটের দায়ে ইজিবাইক চালাচ্ছি। বাসস্ট্যান্ডে অতিরিক্ত জায়গা না থাকায় মহাসড়কের পাশেই গাড়ি রাখতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি মহাসড়কে স্ট্যান্ড করে সারিবদ্ধভাবে গাড়ি না রাখার বিষয়ে মাঝে মাঝে অভিযান করা হচ্ছে। জানমালের নিরাপত্তা ও জনভোগান্তি লাঘবে শিগগিরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে