বরিশাল প্রতিনিধি
বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে। ঈদুল ফিতর উদ্যাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঠেসে ভরা হয় বিলাসবহুল লঞ্চে। গত দুই দিনের এমন ঘটনায় বরিশাল নৌবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার কয়েকটি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। ধারণক্ষমতার যাত্রী উঠলে আগেই লঞ্চকে ঘাট ছাড়তে বাধ্য করছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল শনিবার বরিশাল বন্দর থেকে ১৫টির মতো বিলাসবহুল নৌযান ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আগের দিন শুক্রবার বরিশাল নৌবন্দর থেকে ১৪টি লঞ্চ রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়। এর অধিকাংশই অতিরিক্ত যাত্রী বহন করে। সন্ধ্যার মধ্যে হাজারো যাত্রীর ভিড়ে নৌবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বারবার লঞ্চ ছেড়ে দিতে বললেও মালিকেরা গুরুত্ব দিচ্ছিলেন না।
সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, ‘আমরা তো ওভারলোডিং চাই না। কিন্তু লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময় না থাকায় বিশৃঙ্খলা দেখা দেয়।’ তিনি জানান, তাঁর লঞ্চের ধারণক্ষমতা ১ হাজার ৩৫০ জন। শুক্রবার ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ যাত্রী হয়েছিল। তবে এই ধারণক্ষমতার ওপর লঞ্চ চলাচল নির্ভর করে না। ভ্রাম্যমাণ আদালত লঞ্চ আগে ছাড়তে বাধ্য করায় অনেকেই যেতে পারেননি। কোনো কোনো যাত্রী নদীতে পড়ে গেলে আনসাররা উঠিয়েছেন। আবার কারও লাগেজ অন্যে নিয়ে গেছে। তিনি এই অবস্থার জন্য বিআইডব্লিউটিএর গাফিলতিকে দায়ী করেছেন। শনিবারও যাত্রীর চাপ থাকায় সতর্কতা অবলম্বন করা হয়।
লঞ্চগুলোয় অতিরিক্ত যাত্রী বহন বন্ধে শুক্রবার বিকেল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ও মুশফিকুর রহমান নৌবন্দরে তদারকি করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা এবং ছাদে যাত্রী ওঠায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পারাবত-১০ ও ১৮ এবং সুরভী-৯ লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে মোট ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে বরিশাল নৌবন্দর ছেড়ে গেছে। তবে সন্ধ্যা ৭টার পরও বিপুলসংখ্যক যাত্রী ঘাটে অপেক্ষমাণ থাকায় রাজারহাট-বি নামে আরও একটি লঞ্চ বিশেষ ট্রিপে ওই যাত্রীদের নিয়ে রাত ৮টায় বরিশাল ত্যাগ করে। গতকাল শনিবারও বন্দরে একই রকমের যাত্রীর চাপ বলে জানান মোস্তাফিজ।
তবে লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লঞ্চ ছাড়ার সময় শুক্রবার খুব বিশৃঙ্খলা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন। তাঁর সুন্দরবন লঞ্চেরই ভিআইপিসহ ৫৫টি কেবিন খালি গেছে। র্যাব-৮ এর সিইওর সুন্দরবন ১০-এ যাওয়ার কথা ছিল। লঞ্চ আগে ছেড়ে দেওয়ায় তিনি শুক্রবার যেতে পারেননি। এমন অনেক ভিআইপি যেতে পারেননি।
রিন্টু আরও বলেন, ওভারলোডিং তেমন কিছুই না। ঢাকা থেকে তো এতটা যাত্রী নিয়েই ছেড়ে এসেছে।
এ প্রসঙ্গে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক আ. রশিদ নিলু বলেন, যাত্রীদের নিরাপত্তায় তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু মালিকেরা অতিলোভের কারণে ওভারলোডিং করে ঈদে যাত্রীদের ঝুঁকিতে ফেলছেন।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, শনিবার মানামী, সুরভী-৮, অ্যাডভেঞ্চার-১, কীর্তনখোলা-১০, সুন্দরবন-১০, কুয়াকাটা-২, আওলাদা-১০, সুন্দরবন-১১, সুরভী-৭, পারাবত-১২, গ্রিনলাইন, অ্যাডভেঞ্চার-৬সহ প্রায় ১৫টি নৌযান ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়ে যায়। শনিবার যাত্রী বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে। ঈদুল ফিতর উদ্যাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঠেসে ভরা হয় বিলাসবহুল লঞ্চে। গত দুই দিনের এমন ঘটনায় বরিশাল নৌবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার কয়েকটি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। ধারণক্ষমতার যাত্রী উঠলে আগেই লঞ্চকে ঘাট ছাড়তে বাধ্য করছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল শনিবার বরিশাল বন্দর থেকে ১৫টির মতো বিলাসবহুল নৌযান ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আগের দিন শুক্রবার বরিশাল নৌবন্দর থেকে ১৪টি লঞ্চ রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়। এর অধিকাংশই অতিরিক্ত যাত্রী বহন করে। সন্ধ্যার মধ্যে হাজারো যাত্রীর ভিড়ে নৌবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বারবার লঞ্চ ছেড়ে দিতে বললেও মালিকেরা গুরুত্ব দিচ্ছিলেন না।
সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, ‘আমরা তো ওভারলোডিং চাই না। কিন্তু লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময় না থাকায় বিশৃঙ্খলা দেখা দেয়।’ তিনি জানান, তাঁর লঞ্চের ধারণক্ষমতা ১ হাজার ৩৫০ জন। শুক্রবার ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ যাত্রী হয়েছিল। তবে এই ধারণক্ষমতার ওপর লঞ্চ চলাচল নির্ভর করে না। ভ্রাম্যমাণ আদালত লঞ্চ আগে ছাড়তে বাধ্য করায় অনেকেই যেতে পারেননি। কোনো কোনো যাত্রী নদীতে পড়ে গেলে আনসাররা উঠিয়েছেন। আবার কারও লাগেজ অন্যে নিয়ে গেছে। তিনি এই অবস্থার জন্য বিআইডব্লিউটিএর গাফিলতিকে দায়ী করেছেন। শনিবারও যাত্রীর চাপ থাকায় সতর্কতা অবলম্বন করা হয়।
লঞ্চগুলোয় অতিরিক্ত যাত্রী বহন বন্ধে শুক্রবার বিকেল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ও মুশফিকুর রহমান নৌবন্দরে তদারকি করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা এবং ছাদে যাত্রী ওঠায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পারাবত-১০ ও ১৮ এবং সুরভী-৯ লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে মোট ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে বরিশাল নৌবন্দর ছেড়ে গেছে। তবে সন্ধ্যা ৭টার পরও বিপুলসংখ্যক যাত্রী ঘাটে অপেক্ষমাণ থাকায় রাজারহাট-বি নামে আরও একটি লঞ্চ বিশেষ ট্রিপে ওই যাত্রীদের নিয়ে রাত ৮টায় বরিশাল ত্যাগ করে। গতকাল শনিবারও বন্দরে একই রকমের যাত্রীর চাপ বলে জানান মোস্তাফিজ।
তবে লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লঞ্চ ছাড়ার সময় শুক্রবার খুব বিশৃঙ্খলা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন। তাঁর সুন্দরবন লঞ্চেরই ভিআইপিসহ ৫৫টি কেবিন খালি গেছে। র্যাব-৮ এর সিইওর সুন্দরবন ১০-এ যাওয়ার কথা ছিল। লঞ্চ আগে ছেড়ে দেওয়ায় তিনি শুক্রবার যেতে পারেননি। এমন অনেক ভিআইপি যেতে পারেননি।
রিন্টু আরও বলেন, ওভারলোডিং তেমন কিছুই না। ঢাকা থেকে তো এতটা যাত্রী নিয়েই ছেড়ে এসেছে।
এ প্রসঙ্গে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক আ. রশিদ নিলু বলেন, যাত্রীদের নিরাপত্তায় তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু মালিকেরা অতিলোভের কারণে ওভারলোডিং করে ঈদে যাত্রীদের ঝুঁকিতে ফেলছেন।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, শনিবার মানামী, সুরভী-৮, অ্যাডভেঞ্চার-১, কীর্তনখোলা-১০, সুন্দরবন-১০, কুয়াকাটা-২, আওলাদা-১০, সুন্দরবন-১১, সুরভী-৭, পারাবত-১২, গ্রিনলাইন, অ্যাডভেঞ্চার-৬সহ প্রায় ১৫টি নৌযান ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়ে যায়। শনিবার যাত্রী বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে