রহমান মৃধা
গোটা বিশ্বে জলবায়ুর বেশ পরিবর্তন দেখা দিয়েছে। গরমের সময় ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরমের ভাব। ঋতুর সময়গুলোও ঠিকমতো কাজ করছে না তাপমাত্রার কারণে। আমাদের ছোটবেলায় বিদ্যুৎ ছিল না। ঝড়, বৃষ্টি, শীত বা গরম যা-ই হোক না কেন, ম্যানেজ করে চলেছি। সরকারকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল না। প্রযুক্তির যুগও ছিল না যে কিছু একটা লিখে মনের ভাব প্রকাশ করে দায়ভার পালন করব বা কিছু একটা করেছি– এমন ভাব দেখাব, সবকিছু মেনে নিয়েই কিন্তু চলেছি।
পৃথিবী সৃষ্টি এবং পশুপাখি থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছুই কোনো না কোনোভাবে কল্যাণকর, সবকিছুই যে শুধু মানবকল্যাণে তা-ও না, তবে আমরা অনেক কিছুর শ্রেণি বিভক্ত করি; যেমন পশুর মধ্যে গরুকে যেভাবে প্রাধান্য দিই, শূকরকে সেভাবে দিই না, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী।
ইসলাম ধর্মে শূকর খেতে নিষেধ করা হয়েছে, তাই আমরা তার গুণাগুণ বা তা থেকে দূরে থাকতেই অভ্যস্ত। যদিও বিশ্বে শূকরের পরিমাণ অন্যান্য জীবজন্তুর তুলনায় কম নয়, তারপরও আমাদের ঘরে ঘরে গরু-ছাগলের মতো শূকর দেখা যায় না। কথিত রয়েছে, শূকরের নাম উচ্চারণ করলে অজু ভেঙে যায়। অথচ এই পশু সম্পর্কে যদি আমরা প্রকৃতপক্ষে সঠিক তথ্য জানি, হয়তো অনেকের ধারণা কিছুটা হলেও পাল্টাবে। শূকরের পুরো বর্ণনা দেওয়ার আগে বলতে চাই, মূলত আমরা অতি সহজে সবকিছুতেই একটি সারাংশে উপনীত হই, হোক সেটা ইতিবাচক বা নেতিবাচক। এ ধরনের মনমানসিকতা বেশির ভাগ মানুষের মধ্যে রয়েছে। আজ শূকরের জীবনবৃত্তান্ত জানার পর হয়তো আমাদের নৈতিকতার পরিবর্তন না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সম্পর্কে একটি ধারণা বিবেকে আসবে বলে আমি বিশ্বাস করি।
বিশ্বের অনেক দেশের মানুষ শূকর খায়। আমরা শূকর খাই না, তবে এর দ্বারা নানাভাবে উপকৃত হই। যেমন রোগব্যাধি নিরাময়ে এর যথেষ্ট অবদান রয়েছে। শূকরের নাড়ির চর্বি দ্বারা যে ওষুধটি তৈরি হয় (ডাল্টেপারিন বা ফ্রাগমিন, হেপারিন), মানুষ জাতি যখন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, তখন এ ওষুধটি ব্যবহৃত হয় (যে ইনজেকশনটি প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়)। শুধু ওষুধ হিসেবে নয়, এর অনেক অর্গান মানুষের দেহের গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করছে। যে জন্তুটি সমাজে সবচেয়ে অবহেলিত, তার অঢেল গুণাগুণ মানবকল্যাণে ব্যবহৃত হচ্ছে। অথচ আমরা সেটা কখনো উপলব্ধি করি না!
সুইডেনবাসী শূকরকে অনেক সময় জমিতে ছেড়ে দেয়। দেখা যায় অতি অল্প সময়ের মধ্যে মাটিতে যে আগাছা রয়েছে তা পরিষ্কার করতে শূকর সক্রিয় ভূমিকা রাখে। একই সঙ্গে সব আগাছার মূল তুলে শূকররা সেগুলো তাদের খাবার হিসেবে ব্যবহার করে। মাটিকে অতিযত্নের সঙ্গে শূকর যেভাবে পরিপাটি করে, সেভাবে আমরা কখনো করতে পারব না। কারণ লাঙল, কোদাল বা ট্রাক্টর যা-ই ব্যবহার করি না কেন, সেটা মাটির বুকে অমানবিক এবং পাষণ্ড নির্যাতন, যা শূকরের মাটি খনন পদ্ধতি না দেখলে বোঝা যাবে না। বাংলাদেশে যে পরিমাণ শূকর রয়েছে যদি তার সঠিক ব্যবহার করা যায়, তবে দেশের ভূমির যেমন উর্বরতা শক্তি বাড়বে, তেমনি মাটি আমাদের পাষণ্ড অত্যাচার থেকে রেহাই পাবে।
আসুন, মাটির প্রতি সচেতন হই। মেশিন বা ট্রাক্টর না ব্যবহার করে শূকরকে চাষাবাদে কাজে লাগান, দেখবেন মাটির উর্বরতা শক্তি বাড়বে, পৃথিবী ভালো থাকবে, মাটি স্বস্তি পাবে এবং আমরাও ভালো থাকব।
লেখক: সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
গোটা বিশ্বে জলবায়ুর বেশ পরিবর্তন দেখা দিয়েছে। গরমের সময় ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরমের ভাব। ঋতুর সময়গুলোও ঠিকমতো কাজ করছে না তাপমাত্রার কারণে। আমাদের ছোটবেলায় বিদ্যুৎ ছিল না। ঝড়, বৃষ্টি, শীত বা গরম যা-ই হোক না কেন, ম্যানেজ করে চলেছি। সরকারকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল না। প্রযুক্তির যুগও ছিল না যে কিছু একটা লিখে মনের ভাব প্রকাশ করে দায়ভার পালন করব বা কিছু একটা করেছি– এমন ভাব দেখাব, সবকিছু মেনে নিয়েই কিন্তু চলেছি।
পৃথিবী সৃষ্টি এবং পশুপাখি থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছুই কোনো না কোনোভাবে কল্যাণকর, সবকিছুই যে শুধু মানবকল্যাণে তা-ও না, তবে আমরা অনেক কিছুর শ্রেণি বিভক্ত করি; যেমন পশুর মধ্যে গরুকে যেভাবে প্রাধান্য দিই, শূকরকে সেভাবে দিই না, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী।
ইসলাম ধর্মে শূকর খেতে নিষেধ করা হয়েছে, তাই আমরা তার গুণাগুণ বা তা থেকে দূরে থাকতেই অভ্যস্ত। যদিও বিশ্বে শূকরের পরিমাণ অন্যান্য জীবজন্তুর তুলনায় কম নয়, তারপরও আমাদের ঘরে ঘরে গরু-ছাগলের মতো শূকর দেখা যায় না। কথিত রয়েছে, শূকরের নাম উচ্চারণ করলে অজু ভেঙে যায়। অথচ এই পশু সম্পর্কে যদি আমরা প্রকৃতপক্ষে সঠিক তথ্য জানি, হয়তো অনেকের ধারণা কিছুটা হলেও পাল্টাবে। শূকরের পুরো বর্ণনা দেওয়ার আগে বলতে চাই, মূলত আমরা অতি সহজে সবকিছুতেই একটি সারাংশে উপনীত হই, হোক সেটা ইতিবাচক বা নেতিবাচক। এ ধরনের মনমানসিকতা বেশির ভাগ মানুষের মধ্যে রয়েছে। আজ শূকরের জীবনবৃত্তান্ত জানার পর হয়তো আমাদের নৈতিকতার পরিবর্তন না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সম্পর্কে একটি ধারণা বিবেকে আসবে বলে আমি বিশ্বাস করি।
বিশ্বের অনেক দেশের মানুষ শূকর খায়। আমরা শূকর খাই না, তবে এর দ্বারা নানাভাবে উপকৃত হই। যেমন রোগব্যাধি নিরাময়ে এর যথেষ্ট অবদান রয়েছে। শূকরের নাড়ির চর্বি দ্বারা যে ওষুধটি তৈরি হয় (ডাল্টেপারিন বা ফ্রাগমিন, হেপারিন), মানুষ জাতি যখন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, তখন এ ওষুধটি ব্যবহৃত হয় (যে ইনজেকশনটি প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়)। শুধু ওষুধ হিসেবে নয়, এর অনেক অর্গান মানুষের দেহের গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করছে। যে জন্তুটি সমাজে সবচেয়ে অবহেলিত, তার অঢেল গুণাগুণ মানবকল্যাণে ব্যবহৃত হচ্ছে। অথচ আমরা সেটা কখনো উপলব্ধি করি না!
সুইডেনবাসী শূকরকে অনেক সময় জমিতে ছেড়ে দেয়। দেখা যায় অতি অল্প সময়ের মধ্যে মাটিতে যে আগাছা রয়েছে তা পরিষ্কার করতে শূকর সক্রিয় ভূমিকা রাখে। একই সঙ্গে সব আগাছার মূল তুলে শূকররা সেগুলো তাদের খাবার হিসেবে ব্যবহার করে। মাটিকে অতিযত্নের সঙ্গে শূকর যেভাবে পরিপাটি করে, সেভাবে আমরা কখনো করতে পারব না। কারণ লাঙল, কোদাল বা ট্রাক্টর যা-ই ব্যবহার করি না কেন, সেটা মাটির বুকে অমানবিক এবং পাষণ্ড নির্যাতন, যা শূকরের মাটি খনন পদ্ধতি না দেখলে বোঝা যাবে না। বাংলাদেশে যে পরিমাণ শূকর রয়েছে যদি তার সঠিক ব্যবহার করা যায়, তবে দেশের ভূমির যেমন উর্বরতা শক্তি বাড়বে, তেমনি মাটি আমাদের পাষণ্ড অত্যাচার থেকে রেহাই পাবে।
আসুন, মাটির প্রতি সচেতন হই। মেশিন বা ট্রাক্টর না ব্যবহার করে শূকরকে চাষাবাদে কাজে লাগান, দেখবেন মাটির উর্বরতা শক্তি বাড়বে, পৃথিবী ভালো থাকবে, মাটি স্বস্তি পাবে এবং আমরাও ভালো থাকব।
লেখক: সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে