মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। মহানবী (সা.) বলেন, ‘কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত।’ (তিরমিজি) সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা আবশ্যক। ছয় ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা যায়। তবে পশুগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। কারণ, মহান আল্লাহর জন্য উৎসর্গিত পশু শরিয়তের মানদণ্ডে উত্তীর্ণ হওয়া চাই। এখানে কোরবানির পশুর কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো—
উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বার মধ্য থেকে যেকোনো পশু দিয়ে কোরবানি করা যাবে। এর মধ্যে উট চান্দ্রমাসের হিসাবে পাঁচ বছর, গরু ও মহিষ দুই বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার এক বছর বয়স পূর্ণ হতে হবে। অবশ্য ভেড়া ও দুম্বা হৃষ্টপুষ্ট হলে এবং এক বছর বয়সীর মতো দেখালে এক বছর পূর্ণ হওয়ার আগেও কোরবানি করা যাবে। তবে তা ছয় মাসের কম বয়সী হতে পারবে না। একটি ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে একজন কোরবানি দিতে পারবে। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ ৭ জন অংশ নিতে পারবে।
কোরবানির পশু সুস্থ হওয়া চাই। সুন্দর ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বয়স পূর্ণ হয়েছে কি না, তা বিক্রেতার স্বীকারোক্তি এবং পশুর শারীরিক অবস্থা দেখে বিবেচনা করতে হবে। অন্ধ, কানা ও পঙ্গু পশু দিয়ে কোরবানি বৈধ নয়। জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না—এমন দুর্বল পশুও পরিত্যাজ্য। পশুর কোনো অঙ্গ এক-তৃতীয়াংশ বা তার চেয়ে বেশি কাটা হলেও গ্রহণযোগ্য নয়। দাঁত পড়ে যাওয়ার কারণে ঘাস-খাদ্য চিবোতে পারে না বা শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে—এমন পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। তবে বন্ধ্যা পশু দিয়ে কোরবানি করা বৈধ।
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। মহানবী (সা.) বলেন, ‘কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত।’ (তিরমিজি) সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা আবশ্যক। ছয় ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা যায়। তবে পশুগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। কারণ, মহান আল্লাহর জন্য উৎসর্গিত পশু শরিয়তের মানদণ্ডে উত্তীর্ণ হওয়া চাই। এখানে কোরবানির পশুর কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো—
উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বার মধ্য থেকে যেকোনো পশু দিয়ে কোরবানি করা যাবে। এর মধ্যে উট চান্দ্রমাসের হিসাবে পাঁচ বছর, গরু ও মহিষ দুই বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার এক বছর বয়স পূর্ণ হতে হবে। অবশ্য ভেড়া ও দুম্বা হৃষ্টপুষ্ট হলে এবং এক বছর বয়সীর মতো দেখালে এক বছর পূর্ণ হওয়ার আগেও কোরবানি করা যাবে। তবে তা ছয় মাসের কম বয়সী হতে পারবে না। একটি ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে একজন কোরবানি দিতে পারবে। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ ৭ জন অংশ নিতে পারবে।
কোরবানির পশু সুস্থ হওয়া চাই। সুন্দর ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বয়স পূর্ণ হয়েছে কি না, তা বিক্রেতার স্বীকারোক্তি এবং পশুর শারীরিক অবস্থা দেখে বিবেচনা করতে হবে। অন্ধ, কানা ও পঙ্গু পশু দিয়ে কোরবানি বৈধ নয়। জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না—এমন দুর্বল পশুও পরিত্যাজ্য। পশুর কোনো অঙ্গ এক-তৃতীয়াংশ বা তার চেয়ে বেশি কাটা হলেও গ্রহণযোগ্য নয়। দাঁত পড়ে যাওয়ার কারণে ঘাস-খাদ্য চিবোতে পারে না বা শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে—এমন পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। তবে বন্ধ্যা পশু দিয়ে কোরবানি করা বৈধ।
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে