আনিছুর লাডলা, লালমনিরহাট
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে। উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজের পাশে বাইপাস সড়কের কোল ঘেঁষে প্রায় ৩০ শতাংশ সরকারি জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন তিনি।
আবু বক্কর সিদ্দিক শ্যামল বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। এ ছাড়া তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্প্রতি জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সদস্য।
এদিকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গড্ডিমারী ইউপি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
হাতীবান্ধা থানায় দেওয়া পাউবোর অভিযোগ থেকে জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকার ৫ নম্বর চেক পোস্টের বিপরীত পাশে বাইপাসের ১০০ গজ দূরে পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। কাজ শুরুর ঘটনা জানার পরপরই তাঁকে নির্মাণকাজ বন্ধ করার জন্য মৌখিকভাবে বলা হলেও তা বন্ধ হয়নি। এরপর গত ১১ ও ২৫ আগস্ট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত) মো. রাশেদীন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পরপর দুটি নোটিশ দেন। এতেও কাজ না হলে হাতীবান্ধা থানায় গত ১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেছেন পাউবোর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব।
এদিকে নীলফামারীর ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সম্পত্তিতে ফ্লাড বাইপাস তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লালমনিরহাট জেলা প্রশাসককে গত ২ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে অনুরোধ করেন। সেই চিঠিরও কোনো সুরাহা করেনি লালমনিরহাট জেলা প্রশাসন।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব বলেন, গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো কাজ হচ্ছে না।
তিস্তা ব্যারাজ দোয়ানী এলাকায় পাউবোর জায়গায় অস্থায়ীভাবে বসবাসকারীরা জানান, দীর্ঘদিন ধরে পাউবোর জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে বাস করে আসছেন। তবে তাঁরা পাউবোর জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণের সাহস পাননি। কিন্তু আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল রাতারাতি পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন।
দখলের অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল পাউবোর নোটিশকে ভিত্তিহীন উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি মার্কেট নির্মাণ করছেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, দখলের এই ঘটনায় দোয়ানী পুলিশ বিশেষ ক্যাম্পের ইনচার্জ ১৩ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে। উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজের পাশে বাইপাস সড়কের কোল ঘেঁষে প্রায় ৩০ শতাংশ সরকারি জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন তিনি।
আবু বক্কর সিদ্দিক শ্যামল বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। এ ছাড়া তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্প্রতি জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সদস্য।
এদিকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গড্ডিমারী ইউপি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
হাতীবান্ধা থানায় দেওয়া পাউবোর অভিযোগ থেকে জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকার ৫ নম্বর চেক পোস্টের বিপরীত পাশে বাইপাসের ১০০ গজ দূরে পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। কাজ শুরুর ঘটনা জানার পরপরই তাঁকে নির্মাণকাজ বন্ধ করার জন্য মৌখিকভাবে বলা হলেও তা বন্ধ হয়নি। এরপর গত ১১ ও ২৫ আগস্ট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত) মো. রাশেদীন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পরপর দুটি নোটিশ দেন। এতেও কাজ না হলে হাতীবান্ধা থানায় গত ১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেছেন পাউবোর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব।
এদিকে নীলফামারীর ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সম্পত্তিতে ফ্লাড বাইপাস তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লালমনিরহাট জেলা প্রশাসককে গত ২ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে অনুরোধ করেন। সেই চিঠিরও কোনো সুরাহা করেনি লালমনিরহাট জেলা প্রশাসন।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব বলেন, গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো কাজ হচ্ছে না।
তিস্তা ব্যারাজ দোয়ানী এলাকায় পাউবোর জায়গায় অস্থায়ীভাবে বসবাসকারীরা জানান, দীর্ঘদিন ধরে পাউবোর জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে বাস করে আসছেন। তবে তাঁরা পাউবোর জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণের সাহস পাননি। কিন্তু আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল রাতারাতি পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন।
দখলের অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল পাউবোর নোটিশকে ভিত্তিহীন উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি মার্কেট নির্মাণ করছেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, দখলের এই ঘটনায় দোয়ানী পুলিশ বিশেষ ক্যাম্পের ইনচার্জ ১৩ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে