পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। রাতের আঁধারে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে সেচ নিয়ে আশঙ্কা করছেন কৃষকেরা।
চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক মাসে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চাষাবাদে সেচের জন্য এসব ট্রান্সফরমার কৃষকদের জমিতে স্থাপন করা হয়েছিল। ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ করে গভীর নলকূপ এবং সেচ পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হতো। বোদা উপজেলা থেকে ৮টি এবং দেবীগঞ্জ উপজেলা থেকে ৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ১৫টি ট্রান্সফরমারের দাম প্রায় ৬ লাখ টাকা। প্রতি ট্রান্সফরমার বাবদ কৃষকদের ৪৫ হাজার টাকা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে হয়েছে।
দেবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধূরী জর্জ বলেন, ‘আমার বাগান এবং পাশের দুটি গ্রাম থেকে গত ডিসেম্বরে এক দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এই এলাকার চাষিরা নিজেদের টাকা দিয়ে এসব ট্রান্সফরমার কিনেছিল। এখন আবার তাঁদের টাকা দিতে হবে। এতে কৃষকেরা সংকটে পড়েছেন।’
দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকার চাষি আকরাম আলী বলেন, ‘সামনে বোরো আবাদের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে সেচ দরকার, এমন সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছি। সময়মতো সেচ দিতে না পারলে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।’
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে। চাষিরা বিপদে পড়ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
এদিকে নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের ২৫০ ওয়াটের একটি, ১০০ ওয়াটের একটি এবং ৭৫ ওয়াটের একটি মোট তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। গত দুই মাসের মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়। এগুলোর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় দুটি এবং সদর উপজেলায় একটি।
নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, গত বছর পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তিনি বলেন, ‘আবার টাকা জমা দিলে নতুন ট্রান্সফরমার লাগানো হবে, এ ছাড়া আমাদের আর কিছু করার নেই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে বলে তাঁরা জানান।
পঞ্চগড়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। রাতের আঁধারে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে সেচ নিয়ে আশঙ্কা করছেন কৃষকেরা।
চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক মাসে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চাষাবাদে সেচের জন্য এসব ট্রান্সফরমার কৃষকদের জমিতে স্থাপন করা হয়েছিল। ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ করে গভীর নলকূপ এবং সেচ পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হতো। বোদা উপজেলা থেকে ৮টি এবং দেবীগঞ্জ উপজেলা থেকে ৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ১৫টি ট্রান্সফরমারের দাম প্রায় ৬ লাখ টাকা। প্রতি ট্রান্সফরমার বাবদ কৃষকদের ৪৫ হাজার টাকা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে হয়েছে।
দেবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধূরী জর্জ বলেন, ‘আমার বাগান এবং পাশের দুটি গ্রাম থেকে গত ডিসেম্বরে এক দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এই এলাকার চাষিরা নিজেদের টাকা দিয়ে এসব ট্রান্সফরমার কিনেছিল। এখন আবার তাঁদের টাকা দিতে হবে। এতে কৃষকেরা সংকটে পড়েছেন।’
দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকার চাষি আকরাম আলী বলেন, ‘সামনে বোরো আবাদের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে সেচ দরকার, এমন সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছি। সময়মতো সেচ দিতে না পারলে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।’
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে। চাষিরা বিপদে পড়ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
এদিকে নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের ২৫০ ওয়াটের একটি, ১০০ ওয়াটের একটি এবং ৭৫ ওয়াটের একটি মোট তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। গত দুই মাসের মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়। এগুলোর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় দুটি এবং সদর উপজেলায় একটি।
নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, গত বছর পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তিনি বলেন, ‘আবার টাকা জমা দিলে নতুন ট্রান্সফরমার লাগানো হবে, এ ছাড়া আমাদের আর কিছু করার নেই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে বলে তাঁরা জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে