ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সরকারি হালট ভরাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার এলাকায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে জানা গেছে, চিতারবাজারের দুর্গা মন্দিরের পেছনে মোবারকদিয়া মৌজার ৩৯৬ নম্বর দাগে ২ শতাংশ জমির সরকারি হালট রয়েছে।
চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে ওই জায়গা বন্দোবস্ত নেওয়ার জন্য ভরাটের কাজ করছেন। ভরাটের জন্য ওই সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন।
ওই নদের ওপর একটি সেতু রয়েছে। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখান থেকে সেতুটির দূরত্ব প্রায় দেড় শ মিটারের মতো। এতে সেতুটি ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
সেতুর আশপাশের বাসিন্দারা জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বাজারের লোকদের ব্যবহারের জন্য কুমার নদের তীরে নির্মিত আধা পাকা শৌচাগারের নিচের মাটি ভেঙে পড়ায় সেটি ঝুঁকির মধ্যে পড়েছে।
চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, বাজারের উন্নয়নের স্বার্থে সরকারি হালট ভরাট করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে। ইউএনও স্যার আমাদের মৌখিকভাবে ওই জায়গা ভরাট করতে বলেছেন। পরবর্তী সময়ে বিধি মোতাবেক বন্দোবস্ত দেওয়া হবে।
ইউএনও মোশারেফ হোসাইন বলেন, সেতুর ২০০ মিটারের মধ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যাবে না-এ কথা সঠিক নয়। আর যেখানে বালু দিয়ে ভরাট করা হচ্ছে সেখানে সরকারের প্রয়োজনেই ভরাট করা হচ্ছে।
ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান খান বলেন, সেতুর ৫০০ মিটারের মধ্যে ড্রেজার বসানো ঠিক নয়। তারপরও নদীর গভীরতা, স্রোতের অনুকূল-প্রতিকূলের ওপরও ড্রেজার বসানোর দূরত্বের বিষয় নির্ভরশীল।
ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সরকারি হালট ভরাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার এলাকায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে জানা গেছে, চিতারবাজারের দুর্গা মন্দিরের পেছনে মোবারকদিয়া মৌজার ৩৯৬ নম্বর দাগে ২ শতাংশ জমির সরকারি হালট রয়েছে।
চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে ওই জায়গা বন্দোবস্ত নেওয়ার জন্য ভরাটের কাজ করছেন। ভরাটের জন্য ওই সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন।
ওই নদের ওপর একটি সেতু রয়েছে। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখান থেকে সেতুটির দূরত্ব প্রায় দেড় শ মিটারের মতো। এতে সেতুটি ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
সেতুর আশপাশের বাসিন্দারা জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বাজারের লোকদের ব্যবহারের জন্য কুমার নদের তীরে নির্মিত আধা পাকা শৌচাগারের নিচের মাটি ভেঙে পড়ায় সেটি ঝুঁকির মধ্যে পড়েছে।
চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, বাজারের উন্নয়নের স্বার্থে সরকারি হালট ভরাট করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে। ইউএনও স্যার আমাদের মৌখিকভাবে ওই জায়গা ভরাট করতে বলেছেন। পরবর্তী সময়ে বিধি মোতাবেক বন্দোবস্ত দেওয়া হবে।
ইউএনও মোশারেফ হোসাইন বলেন, সেতুর ২০০ মিটারের মধ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যাবে না-এ কথা সঠিক নয়। আর যেখানে বালু দিয়ে ভরাট করা হচ্ছে সেখানে সরকারের প্রয়োজনেই ভরাট করা হচ্ছে।
ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান খান বলেন, সেতুর ৫০০ মিটারের মধ্যে ড্রেজার বসানো ঠিক নয়। তারপরও নদীর গভীরতা, স্রোতের অনুকূল-প্রতিকূলের ওপরও ড্রেজার বসানোর দূরত্বের বিষয় নির্ভরশীল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে