জাহীদ রেজা নূর, ঢাকা
‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ গঠন করার জন্য ১৯৭৫ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ৭ লাখ টাকার একটি চেক তুলে দিয়েছিলেন তখনকার তথ্য ও বেতারমন্ত্রী এম কোরবান আলী। চেক হাতে পেয়েই বঙ্গবন্ধু সেটি শ্রম, সমাজকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীর কাছে হস্তান্তর করেন। পরদিনের পত্রিকার প্রথম পাতায় যে ছবিটি ছাপা হয়েছিল, তাতে বঙ্গবন্ধু এবং উল্লিখিত দুই মন্ত্রীর সঙ্গে মুজিব কোট পরিহিত তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুরকেও দেখা যায়। বঙ্গবন্ধু কি বুঝতে পেরেছিলেন, তাহেরউদ্দিন ঠাকুর তলে তলে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত?
মাহবুবুল আলম চাষী যখন কুমিল্লার বার্ডে (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন, তখন প্রায় প্রতিদিন তিনি ঢাকায় তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে কথা বলতেন। মাহবুবুল আলম চাষী তাহেরউদ্দিন ঠাকুরের ছেলেবেলার বন্ধু ছিলেন না। ১৯৭১ সালে কলকাতায় বাংলাদেশ সরকারের মধ্যেই যে অশুভ চক্রটি গড়ে উঠেছিল, তার নেতা ছিলেন খন্দকার মোশতাক আহমদ। সেই মোশতাকের দুই হাত ছিলেন মাহবুবুল আলম চাষী আর তাহেরউদ্দিন ঠাকুর। বার্ডে চাষীর কাছে একটা বাঁধানো ছবি ছিল, তাতে এই তিন ‘কীর্তিমান’কে একসঙ্গে দেখা যেত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওই তিনজন একই সঙ্গে সব কাজ করতেন। ১৯৭৫ সালে চাষী বার্ডে চাকরি করছিলেন বটে, কিন্তু মূলত এটাকে তিনি ‘টেম্পোরারি হাইডআউট’ বলে মনে করতেন। ১৯৭১ সালে যে ষড়যন্ত্র সফল করতে পারেননি, সেটাই ঘটিয়ে ফেলবেন ১৯৭৫ সালে—এই বিশ্বাস তাঁর ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর খন্দকার মোশতাক ক্ষমতায় এলে কুমিল্লা থেকে সোজা বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে এসেছিলেন মাহবুবুল আলম চাষী।
মোশতাক-চাষী-ঠাকুরের একসঙ্গে চলার গল্পটি ওখানেই শেষ হওয়ার নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা এবং নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য মার্কিনদের সহযোগিতা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তাঁদের। ১৯৭১ সালে মার্কিনরা তাঁদের সঙ্গেই যোগাযোগ করেছিল, ১৯৭৪ সালের শেষ দিক থেকে তাঁদের সঙ্গেই মার্কিনিদের যোগাযোগ নতুন করে গড়ে ওঠে।
গোপনে গোপনে মোশতাক-চাষী-ঠাকুর যে ষড়যন্ত্র করেছেন, তার সব তথ্য হয়তো এখনো উদ্ঘাটিত হয়নি। কিন্তু তাঁদের অশুভ তৎপরতা নিয়ে এ পর্যন্ত যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে এটা পরিষ্কার হয়েছে যে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড মোটেই কিছু বিপথগামী সেনাসদস্যের আকস্মিক আক্রমণ ছিল না। সেটি ছিল একটি স্বাধীন দেশকে বিপদে ফেলার গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন। খন্দকার মোশতাক ও পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের গতিপথের দিকে তাকালেই বোঝা যায়, দেশটিকে উল্টো দিকে ঘুরিয়ে মিনি পাকিস্তানে পরিণত করা হয়েছিল। দেশি-বিদেশি চক্র ঠান্ডা মাথায় এই ষড়যন্ত্র করেছিল। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশটিকে তার যাত্রাপথ থেকে সরিয়ে নেওয়ার পরিণতি ছিল সুদূরপ্রসারী। এখনো সেই সংকট কাটিয়ে ওঠা যায়নি।
[সূত্র: আহমদ ছফা, রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ; মিজানুর রহমান খান, মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড]
‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ গঠন করার জন্য ১৯৭৫ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ৭ লাখ টাকার একটি চেক তুলে দিয়েছিলেন তখনকার তথ্য ও বেতারমন্ত্রী এম কোরবান আলী। চেক হাতে পেয়েই বঙ্গবন্ধু সেটি শ্রম, সমাজকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীর কাছে হস্তান্তর করেন। পরদিনের পত্রিকার প্রথম পাতায় যে ছবিটি ছাপা হয়েছিল, তাতে বঙ্গবন্ধু এবং উল্লিখিত দুই মন্ত্রীর সঙ্গে মুজিব কোট পরিহিত তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুরকেও দেখা যায়। বঙ্গবন্ধু কি বুঝতে পেরেছিলেন, তাহেরউদ্দিন ঠাকুর তলে তলে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত?
মাহবুবুল আলম চাষী যখন কুমিল্লার বার্ডে (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন, তখন প্রায় প্রতিদিন তিনি ঢাকায় তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে কথা বলতেন। মাহবুবুল আলম চাষী তাহেরউদ্দিন ঠাকুরের ছেলেবেলার বন্ধু ছিলেন না। ১৯৭১ সালে কলকাতায় বাংলাদেশ সরকারের মধ্যেই যে অশুভ চক্রটি গড়ে উঠেছিল, তার নেতা ছিলেন খন্দকার মোশতাক আহমদ। সেই মোশতাকের দুই হাত ছিলেন মাহবুবুল আলম চাষী আর তাহেরউদ্দিন ঠাকুর। বার্ডে চাষীর কাছে একটা বাঁধানো ছবি ছিল, তাতে এই তিন ‘কীর্তিমান’কে একসঙ্গে দেখা যেত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওই তিনজন একই সঙ্গে সব কাজ করতেন। ১৯৭৫ সালে চাষী বার্ডে চাকরি করছিলেন বটে, কিন্তু মূলত এটাকে তিনি ‘টেম্পোরারি হাইডআউট’ বলে মনে করতেন। ১৯৭১ সালে যে ষড়যন্ত্র সফল করতে পারেননি, সেটাই ঘটিয়ে ফেলবেন ১৯৭৫ সালে—এই বিশ্বাস তাঁর ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর খন্দকার মোশতাক ক্ষমতায় এলে কুমিল্লা থেকে সোজা বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে এসেছিলেন মাহবুবুল আলম চাষী।
মোশতাক-চাষী-ঠাকুরের একসঙ্গে চলার গল্পটি ওখানেই শেষ হওয়ার নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা এবং নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য মার্কিনদের সহযোগিতা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তাঁদের। ১৯৭১ সালে মার্কিনরা তাঁদের সঙ্গেই যোগাযোগ করেছিল, ১৯৭৪ সালের শেষ দিক থেকে তাঁদের সঙ্গেই মার্কিনিদের যোগাযোগ নতুন করে গড়ে ওঠে।
গোপনে গোপনে মোশতাক-চাষী-ঠাকুর যে ষড়যন্ত্র করেছেন, তার সব তথ্য হয়তো এখনো উদ্ঘাটিত হয়নি। কিন্তু তাঁদের অশুভ তৎপরতা নিয়ে এ পর্যন্ত যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে এটা পরিষ্কার হয়েছে যে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড মোটেই কিছু বিপথগামী সেনাসদস্যের আকস্মিক আক্রমণ ছিল না। সেটি ছিল একটি স্বাধীন দেশকে বিপদে ফেলার গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন। খন্দকার মোশতাক ও পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের গতিপথের দিকে তাকালেই বোঝা যায়, দেশটিকে উল্টো দিকে ঘুরিয়ে মিনি পাকিস্তানে পরিণত করা হয়েছিল। দেশি-বিদেশি চক্র ঠান্ডা মাথায় এই ষড়যন্ত্র করেছিল। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশটিকে তার যাত্রাপথ থেকে সরিয়ে নেওয়ার পরিণতি ছিল সুদূরপ্রসারী। এখনো সেই সংকট কাটিয়ে ওঠা যায়নি।
[সূত্র: আহমদ ছফা, রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ; মিজানুর রহমান খান, মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড]
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে