মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারকে না চেনায় নিরাপত্তাকর্মীর চুল কাটার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে ফুঁসে উঠছেন বাওয়ার কুমারজানী গ্রামবাসী। এ ঘটনার পর বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ঝড়।
এর আগে সোমবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী রোডের একটি ভবনের নিরাপত্তাকর্মী মো. আনোয়ার খানের মাথার চুল কেটে নেন সেলিম সিকদারের লোকজন। এ ঘটনার পর দিন গত মঙ্গলবার ওই নিরাপত্তাকর্মী সেলিম সিকদারসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতাও পেয়েছে পুলিশ। কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, যদি চুল কাটার ঘটনা সত্য হয় তবে তা ফৌজদারি অপরাধ।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রউফ জানান, এমন কাজ কোনো সুস্থ মানসিকতার লোক করতে পারেন না। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান খান বলেন, অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে এ ছাড়া নানা ধরনের অভিযোগ রয়েছে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সেলিম সিকদার বলেন, ‘পুলাপানে কী ঘটনা ঘটাইছে। সন্ধ্যার সময় (মঙ্গলবার) বিচারের তারিখ দিছিলাম, কেউ আসলো না তো। সে আমার সঙ্গে বেয়াদবি করছিল। কিন্তু আমি তাঁরে কোনো চড়-থাপ্পড় দেয় নাই। এইডা শুনার পরে পুলাপানে বোধ হয় য্যায়া ওর যে বড় বড় চুল আছিল, তা ক্যাইটা দিছে। কেউ অপরাধ করে থাকলে আমি বিচার করে দিমু।’
আনোয়ার খান বলেন, ‘সেলিম সরদার আমাকে বলে তুই আমারে দেইখ্যা দাড়াইলি ন্যা ক্যা। তখন সেলিমের সহযোগী মোশারফ বলে তুই বেদব। ওর কাছে মাফ চা। ২০ মিনিট পর তাঁর ছোট ভাই শামীম ও তাঁর সহযোগী লাভলুসহ তিন চারজন আইসা আমারে মারধর করেন। একজন পেটে ছুরি ধরে। এরপর লাভলু আমার চুল কাটে।’
মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারকে না চেনায় নিরাপত্তাকর্মীর চুল কাটার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে ফুঁসে উঠছেন বাওয়ার কুমারজানী গ্রামবাসী। এ ঘটনার পর বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ঝড়।
এর আগে সোমবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী রোডের একটি ভবনের নিরাপত্তাকর্মী মো. আনোয়ার খানের মাথার চুল কেটে নেন সেলিম সিকদারের লোকজন। এ ঘটনার পর দিন গত মঙ্গলবার ওই নিরাপত্তাকর্মী সেলিম সিকদারসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতাও পেয়েছে পুলিশ। কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, যদি চুল কাটার ঘটনা সত্য হয় তবে তা ফৌজদারি অপরাধ।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রউফ জানান, এমন কাজ কোনো সুস্থ মানসিকতার লোক করতে পারেন না। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান খান বলেন, অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে এ ছাড়া নানা ধরনের অভিযোগ রয়েছে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সেলিম সিকদার বলেন, ‘পুলাপানে কী ঘটনা ঘটাইছে। সন্ধ্যার সময় (মঙ্গলবার) বিচারের তারিখ দিছিলাম, কেউ আসলো না তো। সে আমার সঙ্গে বেয়াদবি করছিল। কিন্তু আমি তাঁরে কোনো চড়-থাপ্পড় দেয় নাই। এইডা শুনার পরে পুলাপানে বোধ হয় য্যায়া ওর যে বড় বড় চুল আছিল, তা ক্যাইটা দিছে। কেউ অপরাধ করে থাকলে আমি বিচার করে দিমু।’
আনোয়ার খান বলেন, ‘সেলিম সরদার আমাকে বলে তুই আমারে দেইখ্যা দাড়াইলি ন্যা ক্যা। তখন সেলিমের সহযোগী মোশারফ বলে তুই বেদব। ওর কাছে মাফ চা। ২০ মিনিট পর তাঁর ছোট ভাই শামীম ও তাঁর সহযোগী লাভলুসহ তিন চারজন আইসা আমারে মারধর করেন। একজন পেটে ছুরি ধরে। এরপর লাভলু আমার চুল কাটে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে