পিরোজপুর প্রতিনিধি
জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ এ আসনে এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই আসন থেকেই চারবার জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁর স্ত্রী তাসমিমা হোসেন একবার সংসদ সদস্য হয়েছেন। তাই আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন আনোয়ার হোসেন মঞ্জু।
দক্ষিণাঞ্চলের এ সংসদীয় আসনে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৮৫ এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৫৭ জন। আসনটি পিরোজপুরের তিনটি আসনের মধ্যে তারকা আসন। আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক জোটের জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আনোয়ার হোসেন মঞ্জু আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে থাকলে এবারও জোট থেকে তিনিই মনোনয়ন পাবেন, এমনটাই প্রত্যাশা করেন মঞ্জুর নেতা-কর্মীরা।
মনোনয়ন বিষয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভান্ডারিয়া উপজেলা জেপির সহসভাপতি গোলাম সরোয়ার জমাদ্দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি এ আসনের উন্নয়নের রূপকার। তিনি অবশ্যই জেটবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তরুণ আওয়ামী লীগ নেতা হিসেবে অনেকটাই জনগণের আস্থার জায়গায় পৌঁছে গেছেন। তিনিও আওয়ামী লীগের একক প্রার্থী হতে চান। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
মিরাজুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চান তিনি। বরাবরই এ আসনটি জোট বিবেচনা করে মনোনয়ন দেয়া হয়েছে।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারেরর ইস্যুতে আন্দোলন করছে। তারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে না। নির্বাচনে এলে এ আসনে বিএনপির মনোনয়ন বিএনপি জোটের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ ছাড়া রয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলু।
সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, ‘দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং জোটে শরিক দল বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনে অংশগ্রহণ করব।’
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন জানান, বিএনপি জোট নয়, দল থেকে মনোনয়ন পেয়ে একক প্রার্থী হতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে এ আসনে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ এ আসনে এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই আসন থেকেই চারবার জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁর স্ত্রী তাসমিমা হোসেন একবার সংসদ সদস্য হয়েছেন। তাই আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন আনোয়ার হোসেন মঞ্জু।
দক্ষিণাঞ্চলের এ সংসদীয় আসনে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৮৫ এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৫৭ জন। আসনটি পিরোজপুরের তিনটি আসনের মধ্যে তারকা আসন। আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক জোটের জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আনোয়ার হোসেন মঞ্জু আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে থাকলে এবারও জোট থেকে তিনিই মনোনয়ন পাবেন, এমনটাই প্রত্যাশা করেন মঞ্জুর নেতা-কর্মীরা।
মনোনয়ন বিষয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভান্ডারিয়া উপজেলা জেপির সহসভাপতি গোলাম সরোয়ার জমাদ্দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি এ আসনের উন্নয়নের রূপকার। তিনি অবশ্যই জেটবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তরুণ আওয়ামী লীগ নেতা হিসেবে অনেকটাই জনগণের আস্থার জায়গায় পৌঁছে গেছেন। তিনিও আওয়ামী লীগের একক প্রার্থী হতে চান। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
মিরাজুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চান তিনি। বরাবরই এ আসনটি জোট বিবেচনা করে মনোনয়ন দেয়া হয়েছে।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারেরর ইস্যুতে আন্দোলন করছে। তারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে না। নির্বাচনে এলে এ আসনে বিএনপির মনোনয়ন বিএনপি জোটের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ ছাড়া রয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলু।
সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, ‘দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং জোটে শরিক দল বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনে অংশগ্রহণ করব।’
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন জানান, বিএনপি জোট নয়, দল থেকে মনোনয়ন পেয়ে একক প্রার্থী হতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে এ আসনে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে