নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় এক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের গাছ কাটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল করিম উপজেলার কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবিজ উদ্দিন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদে যোগদানের পর আব্দুল করিম প্রায় সাড়ে সাত বিঘা আবাদি জমি ও দুটি পুকুর প্রতিবছর লিজ নিয়ে আসেন। এ ছাড়া বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট, রড ও টিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করেন। এতে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, এ অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল করিম ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মালামাল আমি বিক্রি করেছি। সাংবাদিকদের কিছু করার থাকলে করুক। আমি কাউকে ভয় পাই না।’
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই নামে মাত্র স্কুল পরিচালনা কমিটি করে ওই বিদ্যালয়ের টাকা লুটপাট ও বিদ্যালয় মাঠে থাকা তিনটি বড় আমগাছ বিক্রি করেন। তাঁর দুর্নীতির বিষয়টি এলাকার সবাই জানেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কিছু জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলায় এক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের গাছ কাটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল করিম উপজেলার কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবিজ উদ্দিন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদে যোগদানের পর আব্দুল করিম প্রায় সাড়ে সাত বিঘা আবাদি জমি ও দুটি পুকুর প্রতিবছর লিজ নিয়ে আসেন। এ ছাড়া বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট, রড ও টিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করেন। এতে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, এ অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল করিম ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মালামাল আমি বিক্রি করেছি। সাংবাদিকদের কিছু করার থাকলে করুক। আমি কাউকে ভয় পাই না।’
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই নামে মাত্র স্কুল পরিচালনা কমিটি করে ওই বিদ্যালয়ের টাকা লুটপাট ও বিদ্যালয় মাঠে থাকা তিনটি বড় আমগাছ বিক্রি করেন। তাঁর দুর্নীতির বিষয়টি এলাকার সবাই জানেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কিছু জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে