সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চলতি বছরের ৩০ জানুয়ারি ইসহাক কাদের চৌধুরীকে আহ্বায়ক ও কাজী মো. মহিউদ্দিনকে সদস্যসচিব করে ৪৩ সদস্যের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। কমিটি থেকে বাদ পড়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরী ও তাঁর অনুসারীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা।
আসলাম চৌধুরীর সমর্থকেরা বলছেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকা অবস্থায় আসলাম চৌধুরীর হাত ধরে সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির উত্থান হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। দলের দুঃসময়ে হাল ধরার কারণে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের পদ পাওয়ার পাশাপাশি সীতাকুণ্ড ও চট্টগ্রামে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। কিন্তু তিনি দীর্ঘ সাত বছর কারাবন্দী রয়েছেন। এর সুযোগ নিচ্ছেন কিছু নেতা।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। দুঃসময়ে তিনি বিএনপির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তাঁর নেতৃত্বে পরিচালিত হয়েছে আন্দোলন-সংগ্রাম। তিনি দলের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে সাত বছর কারাবন্দী। তাঁর সঙ্গে অসংখ্য মামলায় জর্জরিত হয়েছি আমরা অনেকে।’
পৌর বিএনপির সভাপতি মো. ইউসুফ নিজামী বলেন, কারাবন্দী আসলাম চৌধুরীর নির্দেশনায় এখনো উপজেলা বিএনপি পরিচালিত হয়। কিন্তু একটি মহল নানা অপপ্রচারের মাধ্যমে দলের দুঃসময়ে হাল ধরা এ ত্যাগী নেতাকে মাইনাস করেছে। তাঁর মতামত ছাড়া নিজেদের ইচ্ছেমতো মনগড়া কমিটি গঠন করেছে। আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাদের এই স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না।
দলের পদ থেকে সদ্য বাদ দেওয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, কিছু কুচক্রী ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দলের পদ স্থগিত করিয়েছেন। এসব কুচক্রী আসলাম চৌধুরীর মতামতকে উপেক্ষা করে মনগড়া কমিটি গঠন করেছেন। নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তিনি আরও বলেন, আসলাম চৌধুরীর নাম মুছতে হলে সীতাকুণ্ড উপজেলা থেকে বিএনপির নাম চিরতরে মুছে যাবে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
চলতি বছরের ৩০ জানুয়ারি ইসহাক কাদের চৌধুরীকে আহ্বায়ক ও কাজী মো. মহিউদ্দিনকে সদস্যসচিব করে ৪৩ সদস্যের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। কমিটি থেকে বাদ পড়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরী ও তাঁর অনুসারীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা।
আসলাম চৌধুরীর সমর্থকেরা বলছেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকা অবস্থায় আসলাম চৌধুরীর হাত ধরে সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির উত্থান হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। দলের দুঃসময়ে হাল ধরার কারণে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের পদ পাওয়ার পাশাপাশি সীতাকুণ্ড ও চট্টগ্রামে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। কিন্তু তিনি দীর্ঘ সাত বছর কারাবন্দী রয়েছেন। এর সুযোগ নিচ্ছেন কিছু নেতা।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। দুঃসময়ে তিনি বিএনপির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তাঁর নেতৃত্বে পরিচালিত হয়েছে আন্দোলন-সংগ্রাম। তিনি দলের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে সাত বছর কারাবন্দী। তাঁর সঙ্গে অসংখ্য মামলায় জর্জরিত হয়েছি আমরা অনেকে।’
পৌর বিএনপির সভাপতি মো. ইউসুফ নিজামী বলেন, কারাবন্দী আসলাম চৌধুরীর নির্দেশনায় এখনো উপজেলা বিএনপি পরিচালিত হয়। কিন্তু একটি মহল নানা অপপ্রচারের মাধ্যমে দলের দুঃসময়ে হাল ধরা এ ত্যাগী নেতাকে মাইনাস করেছে। তাঁর মতামত ছাড়া নিজেদের ইচ্ছেমতো মনগড়া কমিটি গঠন করেছে। আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাদের এই স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না।
দলের পদ থেকে সদ্য বাদ দেওয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, কিছু কুচক্রী ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দলের পদ স্থগিত করিয়েছেন। এসব কুচক্রী আসলাম চৌধুরীর মতামতকে উপেক্ষা করে মনগড়া কমিটি গঠন করেছেন। নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তিনি আরও বলেন, আসলাম চৌধুরীর নাম মুছতে হলে সীতাকুণ্ড উপজেলা থেকে বিএনপির নাম চিরতরে মুছে যাবে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে